ETV Bharat / sports

রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য শ্রীকান্তের নাম প্রস্তাব BAI-এর - এইচ এস প্রনয়

ফেব্রুয়ারি মাসে মানিলাতে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ চলাকালীন মানা করার পরও দল ছেড়ে বেরিয়ে আসেন কিদাম্বি শ্রীকান্ত । এরপরই BAI সিদ্ধান্ত নেয় শ্রীকান্তের নাম জাতীয় পুরস্কারের জন্য পাঠানো হবে না ৷ তবে ক্ষমা চেয়ে নেন শ্রীকান্ত ।

image
কিদাম্বি শ্রীকান্ত
author img

By

Published : Jun 20, 2020, 6:58 AM IST

দিল্লি, 20 জুন : রাজীর গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতের প্রথম সারির শাটলার কিদাম্বি শ্রীকান্ত ৷ বছরের শুরুতে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে খারাপ আচরণের জন্য ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চাওয়ার পর তাঁর নাম প্রস্তাব করে BAI ৷

ফেব্রুয়ারি মাসে মানিলাতে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ চলাকালীন মানা করার পরও দল ছেড়ে বেরিয়ে আসেন ভারতের দুই শাটলার ৷ একজন ছিলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্ত ও অন্যজন এইচ এস প্রণয় ৷ প্রথম সারির দুই শাটলারের দল ছেড়ে বেরিয়ে যাওয়াতে চ্যাম্পিয়নশিপে পদক জেতার সম্ভবনা কমে যায় ভারতের ৷

এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সেমিফাইনালে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় ভারত ৷ এরপরই BAI সিদ্ধান্ত নেয় এই দুই শাটলারের নাম ক্রীড়াক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য পাঠানো হবে না ৷ কিন্তু, শ্রীকান্ত BAI-এর কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে নেন ৷ এরপরই খেলরত্ন সম্মানের জন্য শ্রীকান্তের নাম মনোনীত করা হয় ৷

BAI -এর সাধারণ সম্পাদক অজয় সিংঘানিয়া একটি বিবৃতি দিয়ে জানান, ‘‘ আমরা শ্রীকান্তের কাছ থেকে একটি ই-মেল পেয়েছি ৷ সেখানে সে তার দোষ মেনে নিয়েছে ৷ তাই শ্রীকান্তের প্রতিভার কথা বিচার করে রাজীর গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য ওর নাম মনোনীত করা হয়েছে ৷’’ একই সঙ্গে নিজের দোষ স্বীকার করার জন্য প্রণয়কে 15 দিনের সময়সীমা দিয়েছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ৷

সিংঘানিয়া আরও বলেন, ‘‘প্রণয়কে একটি শো-কজ় চিঠি পাঠানো হয়েছে ৷ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি প্রণয় উত্তর না দেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হবে ৷ ’’

দিল্লি, 20 জুন : রাজীর গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতের প্রথম সারির শাটলার কিদাম্বি শ্রীকান্ত ৷ বছরের শুরুতে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে খারাপ আচরণের জন্য ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চাওয়ার পর তাঁর নাম প্রস্তাব করে BAI ৷

ফেব্রুয়ারি মাসে মানিলাতে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ চলাকালীন মানা করার পরও দল ছেড়ে বেরিয়ে আসেন ভারতের দুই শাটলার ৷ একজন ছিলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্ত ও অন্যজন এইচ এস প্রণয় ৷ প্রথম সারির দুই শাটলারের দল ছেড়ে বেরিয়ে যাওয়াতে চ্যাম্পিয়নশিপে পদক জেতার সম্ভবনা কমে যায় ভারতের ৷

এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সেমিফাইনালে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় ভারত ৷ এরপরই BAI সিদ্ধান্ত নেয় এই দুই শাটলারের নাম ক্রীড়াক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য পাঠানো হবে না ৷ কিন্তু, শ্রীকান্ত BAI-এর কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে নেন ৷ এরপরই খেলরত্ন সম্মানের জন্য শ্রীকান্তের নাম মনোনীত করা হয় ৷

BAI -এর সাধারণ সম্পাদক অজয় সিংঘানিয়া একটি বিবৃতি দিয়ে জানান, ‘‘ আমরা শ্রীকান্তের কাছ থেকে একটি ই-মেল পেয়েছি ৷ সেখানে সে তার দোষ মেনে নিয়েছে ৷ তাই শ্রীকান্তের প্রতিভার কথা বিচার করে রাজীর গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য ওর নাম মনোনীত করা হয়েছে ৷’’ একই সঙ্গে নিজের দোষ স্বীকার করার জন্য প্রণয়কে 15 দিনের সময়সীমা দিয়েছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ৷

সিংঘানিয়া আরও বলেন, ‘‘প্রণয়কে একটি শো-কজ় চিঠি পাঠানো হয়েছে ৷ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি প্রণয় উত্তর না দেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হবে ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.