ETV Bharat / sports

টুইট করে জল্পনা ওড়ালেন সিন্ধু, সংবাদমাধ্যমের উপর ক্ষোভ পরিবারের

author img

By

Published : Oct 20, 2020, 2:43 PM IST

জল্পনা সপাটে ওড়ালেন PV সিন্ধু৷ পারিবারিক অশান্তির জন্যই তিনি লন্ডনে গিয়েছেন বলে দাবি করে কিছু সংবাদমাধ্যম৷ একে ভিত্তিহীন বলে দাবি করে আসল কারণ জানালেন সিন্ধু৷ সংবাদমাধ্যমের ভূমিকায় ক্ষুব্ধ সিন্ধুর পরিবার৷

sindhu_in_london_not_for_family_dispute_clears_father_ramana
টুইট করে জল্পনা ওড়ালেন সিন্ধু, সংবাদমাধ্যমের উপর ক্ষোভ পরিবারের

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 20 অক্টোবর: সামনের জানুয়ারিতেই কোর্টে ফিরছেন৷ তার আগে তাঁকে নিয়ে চলতে থাকা জল্পনা সপাটে ওড়ালেন PV সিন্ধু৷ একইভাবে সংবাদমাধ্যমের একাংশের উপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সিন্ধুর বাবা PV রামানা৷

সংবাদমাধ্যমের একাংশে বিভিন্ন সূত্র তুলে ধরে দাবি করা হয় পারিবারিক অশান্তির কারণেই লন্ডনে গিয়েছেন অলিম্পিক্সে রুপোজয়ী এই শাটলার৷ এ ছাড়া জাতীয় শিবিরে পরিকাঠামোর অভাবের কারণেই সিন্ধুর লন্ডন-সফর বলেও দাবি করা হয়েছিল৷ যদিও টুইট করে এই সব দাবি উড়িয়ে দিয়েছেন সিন্ধু৷ সম্প্রতি BWF ওয়ার্ল্ড ট্যুর সিজ়নের শুরুতে ডেনমার্ক ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন তিনি৷ গত কয়েক দিন ধরে লন্ডনে রয়েছেন৷ এর মধ্যে তাঁকে নিয়ে নানা জল্পনা ছড়ানোয় সিন্ধু টুইটে লিখেছেন, "পুষ্টি-সহ বেশ কিছু বিষয়ে নিজেকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই কয়েক দিন আগে লন্ডনে এসেছি৷ গোটা প্রক্রিয়াটি চলছে গ্যাটোরেড স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউটে (GSSI)৷ বাবা-মায়ের সম্মতি নিয়েই এসেছি এবং পারিবারিক অশান্তির যাবতীয় কথা ভিত্তিহীন৷" এমনকী কোচ গোপীচাঁদের সঙ্গে এবং আকাদেমিতে পরিকাঠামোগত কোনও সমস্যা নেই বলেও টুইটে দাবি করেছেন সিন্ধু৷

এর মধ্যে ইটিভি ভারত (ETV Bharat)-কে দেওয়া সাক্ষাতকারে সিন্ধুর বাবা PV রামানা সংবাদমাধ্যমের একাংশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ তিনি নিজেও জাতীয় ভলিবল দলের সদস্য ছিলেন এক সময়৷ রামানা জানিয়েছেন, সংবাদমাধ্যমে যে সব খবর দেওয়া হচ্ছে তার কোনও ভিত্তিই নেই৷ সিন্ধু লন্ডনে গিয়েছেন GSSI-এ তাঁর স্বাস্থ্য, ফিটনেস সংক্রান্ত কারণে এবং NRS টেস্টের জন্য৷ কিন্তু বিশ্বস্ত সূত্রের কথা উল্লেখ করে যে সব রটনা চলছে তাতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠছে৷ আমি যদি এরকম সূত্রের কথা বলে যা খুশি তা-ই বলে দিই, তাহলে কি লোকে তা বিশ্বাস করবেন?

কোরোনার কারণে লকডাউনের জেরে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতেই ডেনমার্ক ওপেনে নামেননি সিন্ধু৷ মনে করা হচ্ছে, জানুয়ারির 12 থেকে 17 তারিখ অবধি অনুষ্ঠেয় এশিয়া ওপেন-I এবং ওই মাসের 19 থেকে 24 তারিখ অবধি অনুষ্ঠেয় এশিয়া ওপেন-II-এ কোর্টে ফিরবেন সিন্ধু৷

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 20 অক্টোবর: সামনের জানুয়ারিতেই কোর্টে ফিরছেন৷ তার আগে তাঁকে নিয়ে চলতে থাকা জল্পনা সপাটে ওড়ালেন PV সিন্ধু৷ একইভাবে সংবাদমাধ্যমের একাংশের উপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সিন্ধুর বাবা PV রামানা৷

সংবাদমাধ্যমের একাংশে বিভিন্ন সূত্র তুলে ধরে দাবি করা হয় পারিবারিক অশান্তির কারণেই লন্ডনে গিয়েছেন অলিম্পিক্সে রুপোজয়ী এই শাটলার৷ এ ছাড়া জাতীয় শিবিরে পরিকাঠামোর অভাবের কারণেই সিন্ধুর লন্ডন-সফর বলেও দাবি করা হয়েছিল৷ যদিও টুইট করে এই সব দাবি উড়িয়ে দিয়েছেন সিন্ধু৷ সম্প্রতি BWF ওয়ার্ল্ড ট্যুর সিজ়নের শুরুতে ডেনমার্ক ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন তিনি৷ গত কয়েক দিন ধরে লন্ডনে রয়েছেন৷ এর মধ্যে তাঁকে নিয়ে নানা জল্পনা ছড়ানোয় সিন্ধু টুইটে লিখেছেন, "পুষ্টি-সহ বেশ কিছু বিষয়ে নিজেকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই কয়েক দিন আগে লন্ডনে এসেছি৷ গোটা প্রক্রিয়াটি চলছে গ্যাটোরেড স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউটে (GSSI)৷ বাবা-মায়ের সম্মতি নিয়েই এসেছি এবং পারিবারিক অশান্তির যাবতীয় কথা ভিত্তিহীন৷" এমনকী কোচ গোপীচাঁদের সঙ্গে এবং আকাদেমিতে পরিকাঠামোগত কোনও সমস্যা নেই বলেও টুইটে দাবি করেছেন সিন্ধু৷

এর মধ্যে ইটিভি ভারত (ETV Bharat)-কে দেওয়া সাক্ষাতকারে সিন্ধুর বাবা PV রামানা সংবাদমাধ্যমের একাংশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ তিনি নিজেও জাতীয় ভলিবল দলের সদস্য ছিলেন এক সময়৷ রামানা জানিয়েছেন, সংবাদমাধ্যমে যে সব খবর দেওয়া হচ্ছে তার কোনও ভিত্তিই নেই৷ সিন্ধু লন্ডনে গিয়েছেন GSSI-এ তাঁর স্বাস্থ্য, ফিটনেস সংক্রান্ত কারণে এবং NRS টেস্টের জন্য৷ কিন্তু বিশ্বস্ত সূত্রের কথা উল্লেখ করে যে সব রটনা চলছে তাতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠছে৷ আমি যদি এরকম সূত্রের কথা বলে যা খুশি তা-ই বলে দিই, তাহলে কি লোকে তা বিশ্বাস করবেন?

কোরোনার কারণে লকডাউনের জেরে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতেই ডেনমার্ক ওপেনে নামেননি সিন্ধু৷ মনে করা হচ্ছে, জানুয়ারির 12 থেকে 17 তারিখ অবধি অনুষ্ঠেয় এশিয়া ওপেন-I এবং ওই মাসের 19 থেকে 24 তারিখ অবধি অনুষ্ঠেয় এশিয়া ওপেন-II-এ কোর্টে ফিরবেন সিন্ধু৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.