প্যারিস, 25 মার্চ : ওরলিন্স মাস্টার্স টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ৷ আজ ফ্রান্সের ম্য়ারি বাতোমিনকে 18-21, 21-15 , 21-10 সেটে হারান সাইনা ৷ যার মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা সর্বোচ্চ 51 মিনিট ধরে চলে ৷ আজ প্রথম রাউন্ডে 18-21 ফলাফলে হেরে চাপে পড়ে যান সাইনা ৷ সেখান থেকে দুর্দান্ত লড়াই করে দ্বিতীয় রাউন্ড জিতে নেন তিনি ৷ এর পর তৃতীয় রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষকে আর দাঁড়ানোর সুযোগ দেননি তিনি ৷
এই টুর্নামেন্টের পরেই সাইনা সুপার 100 ইভেন্টে অংশ নেবেন ৷ যা অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্ট হিসেবে ঘোষণা করেছে ব্যাডমিন্টন ওয়ার্লড ফেডারেশন ৷ তার আগে আজ সাইনার এই অসাধারণ পারফর্মেন্স প্রশংসনীয় ৷ আজ প্রথম রাউন্ডে হারার পর, দ্বিতীয় রাউন্ডেও কিছুটা সমস্যায় পড়েছিলেন তিনি ৷ তবে, প্রতিপক্ষকে 21-15 ম্যারাথন গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে নিজের সেরা খেলাটা দেখান সাইনা নেহওয়াল ৷
আরও পড়ুন : পিছিয়ে পড়েও জয়, অল ইংল্যান্ডের সেমিফাইনালে সিন্ধু
এদিন সাইনার পাশাপাশি ভারতীয় শাটলার হিসেবে ইরা শর্মা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ৷ তিনি বুলগেরিয়ান প্রতিপক্ষ মারিয়া মিতসোভার বিরুদ্ধে 21-18, 21-13 স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নেন ৷ তবে, আজ প্রি-কোয়ার্টার গেমের আগে প্রথম ম্যাচে সাইনার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো ৷ ওপেনিং ম্যাচে আয়ারল্যান্ডের ব়্যাচেল ডারাগকে 21-9 এবং 21-5 গেমে হারান সাইনা ৷