ETV Bharat / sports

দ্বিতীয় রাউন্ডে হেরে চিন ওপেন থেকে বিদায় বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুর - badminton

আজ চিন ওপেনে থাইল্যান্ডের পর্নপাওয়ি চচুওয়াংয়ের কাছে তিন গেমের খেলায় শেষ দুই গেম হেরে বিদায় নেন পি ভি সিন্ধু ।

PV Sindhu crashes out of China Open
author img

By

Published : Sep 19, 2019, 6:06 PM IST

বেজিং, 19 সেপ্টেম্বর : চিন ওপেনে দুর্দান্ত শুরু করেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু । আজ থাইল্যান্ডের পর্নপাওয়ি চচুওয়াংয়ের কাছে তিন গেমের খেলায় শেষ দুই গেম হেরে বিদায় নেন তিনি । খেলার ফল চচুওয়াংয়ের পক্ষে 12-21, 21-13, 21-19 ।

থাই প্রতিপক্ষের কাছ থেকে অনায়াসে প্রথম গেম ছিনিয়ে নেন সিন্ধু । তবে পরের গেমে ফিরে আসেন চচুওয়াং । দ্বিতীয় গেমে তিনি সহজেই উড়িয়ে দেন সিন্ধুকে । তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 58 মিনিটের উত্তেজক লড়াই শেষে হেরে যান সিন্ধু ।

গতকালই প্রথম ম্যাচ হেরে বিদায় নিয়েছিলেন সাইনা নেহওয়াল । ফলে সিন্ধু বিদায়ে চিন ওপেনে ভারতীয়দের যাত্রা শেষ হল ।

এর আগে গতকাল বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় লি জুয়েরুইকে উড়িয়ে দিয়ে শেষ 16-য় জায়গা করে নিয়েছিলেন সিন্ধু । প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনও টুর্নামেন্টে কোর্টে নামেন সিন্ধু । স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছিল ৷ প্রথম রাউন্ডের দাপুটে জয়ে সমর্থকদের আশ্বস্ত করলেও থাই তারকার বিরুদ্ধে পরিচিত ছন্দে ধরা দিতে পারলেন না হায়দরাবাদি শাটলার ।

বেজিং, 19 সেপ্টেম্বর : চিন ওপেনে দুর্দান্ত শুরু করেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু । আজ থাইল্যান্ডের পর্নপাওয়ি চচুওয়াংয়ের কাছে তিন গেমের খেলায় শেষ দুই গেম হেরে বিদায় নেন তিনি । খেলার ফল চচুওয়াংয়ের পক্ষে 12-21, 21-13, 21-19 ।

থাই প্রতিপক্ষের কাছ থেকে অনায়াসে প্রথম গেম ছিনিয়ে নেন সিন্ধু । তবে পরের গেমে ফিরে আসেন চচুওয়াং । দ্বিতীয় গেমে তিনি সহজেই উড়িয়ে দেন সিন্ধুকে । তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 58 মিনিটের উত্তেজক লড়াই শেষে হেরে যান সিন্ধু ।

গতকালই প্রথম ম্যাচ হেরে বিদায় নিয়েছিলেন সাইনা নেহওয়াল । ফলে সিন্ধু বিদায়ে চিন ওপেনে ভারতীয়দের যাত্রা শেষ হল ।

এর আগে গতকাল বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় লি জুয়েরুইকে উড়িয়ে দিয়ে শেষ 16-য় জায়গা করে নিয়েছিলেন সিন্ধু । প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনও টুর্নামেন্টে কোর্টে নামেন সিন্ধু । স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছিল ৷ প্রথম রাউন্ডের দাপুটে জয়ে সমর্থকদের আশ্বস্ত করলেও থাই তারকার বিরুদ্ধে পরিচিত ছন্দে ধরা দিতে পারলেন না হায়দরাবাদি শাটলার ।

Mumbai, Sep 19 (ANI): The 20th edition of International Indian Film Academy Awards (IIFA) is underway in Mumbai. Bollywood actor Salman Khan arrived in blue pant suit for the event. He posed in style for the shutterbugs. Meanwhile, dimpled beauty Deepika Padukone wore a feathered and sequined lilac dress. She looked dramatic and dreamy.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.