বেজিং, 19 সেপ্টেম্বর : চিন ওপেনে দুর্দান্ত শুরু করেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু । আজ থাইল্যান্ডের পর্নপাওয়ি চচুওয়াংয়ের কাছে তিন গেমের খেলায় শেষ দুই গেম হেরে বিদায় নেন তিনি । খেলার ফল চচুওয়াংয়ের পক্ষে 12-21, 21-13, 21-19 ।
থাই প্রতিপক্ষের কাছ থেকে অনায়াসে প্রথম গেম ছিনিয়ে নেন সিন্ধু । তবে পরের গেমে ফিরে আসেন চচুওয়াং । দ্বিতীয় গেমে তিনি সহজেই উড়িয়ে দেন সিন্ধুকে । তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 58 মিনিটের উত্তেজক লড়াই শেষে হেরে যান সিন্ধু ।
গতকালই প্রথম ম্যাচ হেরে বিদায় নিয়েছিলেন সাইনা নেহওয়াল । ফলে সিন্ধু বিদায়ে চিন ওপেনে ভারতীয়দের যাত্রা শেষ হল ।
এর আগে গতকাল বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় লি জুয়েরুইকে উড়িয়ে দিয়ে শেষ 16-য় জায়গা করে নিয়েছিলেন সিন্ধু । প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনও টুর্নামেন্টে কোর্টে নামেন সিন্ধু । স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছিল ৷ প্রথম রাউন্ডের দাপুটে জয়ে সমর্থকদের আশ্বস্ত করলেও থাই তারকার বিরুদ্ধে পরিচিত ছন্দে ধরা দিতে পারলেন না হায়দরাবাদি শাটলার ।