ETV Bharat / sports

বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুরে নিজের শেষ ম্যাচে হার শ্রীকান্তের - ওয়ার্ল্ড টুরে নিজের শেষ ম্যাচে হার শ্রীকান্তের

বৃহস্পতিবারের মতো এই ম্যাচেও ফেভারিট হিসেবেই শুরু করেছিলেন ভারতীয় শাটলার ৷ প্রথম গেমে প্রতিপক্ষকে 21-12 ব্যবধানে হারান তিনি ৷

ওয়ার্ল্ড টুরে নিজের শেষ ম্যাচে হার শ্রীকান্তের
ওয়ার্ল্ড টুরে নিজের শেষ ম্যাচে হার শ্রীকান্তের
author img

By

Published : Jan 29, 2021, 9:19 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : চলতি বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুরের নিজের শেষ ম্যাচে হেরে গেলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত ৷ শুক্রবার বর্তমানে বিশ্বের 8 নম্বর ব্যাডমিন্টন তারকা এনজি কা লং আংগুসের কাছে হেরে যান ৷

শ্রীকান্ত ম্যাচটি হারেন 21-12, 18-21, 19-21 গেমে ৷ তবে এটি ছিল শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ ৷ কারণ বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে বিশ্বের 12 নম্বর তারকা ওয়াং জু উইয়ের কাছে হেরে যান শ্রীকান্ত ৷

বৃহস্পতিবারের মতো এই ম্যাচেও ফেভারহিট হিসেবেই শুরু করেছিলেন ভারতীয় শাটলার ৷ প্রথম গেমে প্রতিপক্ষকে 21-12 ব্যবধানে হারান তিনি ৷ দেখে মনে হচ্ছিল স্ট্রেট সেটে ম্যাচ জিতবেন তিনি ৷ তবে তারপরই ম্যাচে ফেরে আংগুস ৷

আরও পড়ুন :- পিছনে ফেলতে পারেন সচিন, দ্রাবিড়কে, ইংল্যান্ড সিরিজে কী কী রেকর্ডের সামনে বিরাট

দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করে 21-18 পয়েন্টে জেতেন হংকংয়ের শাটলার ৷ ফলে তৃতীয় রাউন্ডে পৌঁছায় ম্যাচ ৷ তবে চলতি টুর্নামেন্টে এইভাবেই খেলছেন শ্রীকান্ত ৷ টুর্নামেন্টে তাঁর প্রথম ম্যাচে বিশ্বের তিন নম্বর তারকা শাটলার আন্দ্রে আনটনসেনের বিরুদ্ধেও প্রথম গেমে দুরন্ত খেলেন শ্রীকান্ত ৷ কিন্তু পরের দুটি গেমে চাপ ধরে রাখতে ব্যর্থ হন তিনি ৷

দিল্লি, 29 জানুয়ারি : চলতি বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুরের নিজের শেষ ম্যাচে হেরে গেলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত ৷ শুক্রবার বর্তমানে বিশ্বের 8 নম্বর ব্যাডমিন্টন তারকা এনজি কা লং আংগুসের কাছে হেরে যান ৷

শ্রীকান্ত ম্যাচটি হারেন 21-12, 18-21, 19-21 গেমে ৷ তবে এটি ছিল শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ ৷ কারণ বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে বিশ্বের 12 নম্বর তারকা ওয়াং জু উইয়ের কাছে হেরে যান শ্রীকান্ত ৷

বৃহস্পতিবারের মতো এই ম্যাচেও ফেভারহিট হিসেবেই শুরু করেছিলেন ভারতীয় শাটলার ৷ প্রথম গেমে প্রতিপক্ষকে 21-12 ব্যবধানে হারান তিনি ৷ দেখে মনে হচ্ছিল স্ট্রেট সেটে ম্যাচ জিতবেন তিনি ৷ তবে তারপরই ম্যাচে ফেরে আংগুস ৷

আরও পড়ুন :- পিছনে ফেলতে পারেন সচিন, দ্রাবিড়কে, ইংল্যান্ড সিরিজে কী কী রেকর্ডের সামনে বিরাট

দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করে 21-18 পয়েন্টে জেতেন হংকংয়ের শাটলার ৷ ফলে তৃতীয় রাউন্ডে পৌঁছায় ম্যাচ ৷ তবে চলতি টুর্নামেন্টে এইভাবেই খেলছেন শ্রীকান্ত ৷ টুর্নামেন্টে তাঁর প্রথম ম্যাচে বিশ্বের তিন নম্বর তারকা শাটলার আন্দ্রে আনটনসেনের বিরুদ্ধেও প্রথম গেমে দুরন্ত খেলেন শ্রীকান্ত ৷ কিন্তু পরের দুটি গেমে চাপ ধরে রাখতে ব্যর্থ হন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.