দিল্লি, 18 মার্চ : অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের আয়োজকদের একহাতে নিলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল ৷ আয়োজকরা শুধুমাত্র অর্থের জন্য এই রকম পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করেছেন ৷ খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভাবেননি তাঁরা ৷ এই ভাষাতেই টুর্নামেন্ট আযোজকদের উপর নিজের ক্ষোভপ্রকাশ করলেন তিনি ৷
-
With the world closing down due to the corona virus I get worried and ashamed that All England was played under completely normal standards. It can take up to 14 days before you feel that you are sick. Can’t help to be a little nervous :( Terrible decision 👎 #Coronavirus
— Mads Conrad-Petersen (@ConradMads) March 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With the world closing down due to the corona virus I get worried and ashamed that All England was played under completely normal standards. It can take up to 14 days before you feel that you are sick. Can’t help to be a little nervous :( Terrible decision 👎 #Coronavirus
— Mads Conrad-Petersen (@ConradMads) March 17, 2020With the world closing down due to the corona virus I get worried and ashamed that All England was played under completely normal standards. It can take up to 14 days before you feel that you are sick. Can’t help to be a little nervous :( Terrible decision 👎 #Coronavirus
— Mads Conrad-Petersen (@ConradMads) March 17, 2020
আগেই ডেনমার্কের শাটলার মেডস কর্নাড পিটারসেন আগেই টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি এটাকে ‘‘ভয়ঙ্কর সিদ্ধান্ত’’ বলেও ব্যাখ্যা করেন তিনি ৷ তিনি লেখেন, ‘‘ যেখানে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, সেখানে সাধারণ পরিস্থিতিতে এমন একটা টুর্নামেন্ট করানোয় আমি চিন্তিত ও লজ্জিত ৷ এই রোগ নির্ধারণের জন্য 14 দিন সময় লাগতে পারে ৷ এটা খুব খারাপ সিদ্ধান্ত ৷’’
-
Only thing I can think of is that rather than the players welfare n feelings , financial reasons were given more importance. Otherwise there was no other reason for the #AllEnglandOpen2020 to go on last week .. #QuarantineLife https://t.co/yajkj7M7VX
— Saina Nehwal (@NSaina) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Only thing I can think of is that rather than the players welfare n feelings , financial reasons were given more importance. Otherwise there was no other reason for the #AllEnglandOpen2020 to go on last week .. #QuarantineLife https://t.co/yajkj7M7VX
— Saina Nehwal (@NSaina) March 18, 2020Only thing I can think of is that rather than the players welfare n feelings , financial reasons were given more importance. Otherwise there was no other reason for the #AllEnglandOpen2020 to go on last week .. #QuarantineLife https://t.co/yajkj7M7VX
— Saina Nehwal (@NSaina) March 18, 2020
পিটারসেনের টুইটে রিপ্লাই দিয়ে গিয়ে সাইনা লেখেন, ‘‘ একটা জিনিস আমার মনে হয়, এই টুর্নামেন্টে খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়নি ৷ শুধুমাত্র আর্থিক দিকটাই দেখা হয়েছে ৷ এটা ছাড়া আর কোনও কারণ থাকতে পারে না এই পরিস্থিতিতে এই টুর্নামেন্ট করানোর ৷ ’’
11মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত বার্মিংহামে বসেছিল এল ইংল্যান্ড ওপেন ব্যাডমিতন্টন 2020 -র আসর ৷ টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ছিটকে যান সাইনা ৷ যদিও তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ ৷