ETV Bharat / sports

ভুল শুধরে দুরন্তভাবে কামব্যাক করেছি, একান্ত সাক্ষাৎকারে সিন্ধু - পিভি সিন্ধু

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন অনেক কথাই তুলে ধরলেন সিন্ধু ৷ তাঁর গলায় উঠে এল থাইল্যান্ড ওপেন, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি, করোনার সময়ের অনুশীলন এবং টোকিয়ো অলিম্পিকের আগে গাচ্চিবৌলি স্টেডিয়ামে অনুশীলনের সিদ্ধান্তের কথা ৷

sindhu
sindhu
author img

By

Published : Mar 15, 2021, 8:43 PM IST

হায়দরাবাদ, 15 মার্চ : বাসেলের সুইস ওপেনে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে ভুল স্ট্র্যাটেজি নিয়েছিলেন ৷ যে কারণে হারের মুখ দেখতে হয়েছে ৷ কিন্তু সেই ভুল শুধরে দুরন্তভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পুসারেলা ভেঙ্কট সিন্ধু ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন অনেক কথাই তুলে ধরলেন সিন্ধু ৷ তাঁর গলায় উঠে এল থাইল্যান্ড ওপেন, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি, করোনার সময়ের অনুশীলন এবং টোকিয়ো অলিম্পিকের আগে গাচ্চিবৌলি স্টেডিয়ামে অনুশীলনের সিদ্ধান্তের কথা ৷

প্র : সুইস ওপেনের পারফরম্যান্সে আপনি কি সন্তুষ্ট ?

সিন্ধু : ফাইনাল খেলতে পেরে আমি খুশি ৷ কিন্তু একইসঙ্গে ফাইনালের ফলাফল নিয়ে অখুশি ৷ অনেক কিছু শেখার রয়েছে ৷ কিন্তু ফাইনালে পৌঁছানো এবং দুরন্তভাবে কামব্যাক করাটাও ভালো ৷ আমার মনে হয় ভুল স্ট্র্যাটেজি নিয়েছিলাম ৷ তবে ওই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পেরেছি ৷

প্র : গত কয়েকটি টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নিয়েছেন ৷ এবার ফাইনালে উঠলেন ৷ টেকনিকে কোনও পরিবর্তন এনেছিলেন ?

সিন্ধু : থাইল্যান্ডে সেভাবে ভাল খেলতে পারিনি ৷ তবে ভুল শুধরে আমার কামব্যাক করাটা গুরুত্বপূর্ণ ছিল ৷ থাইল্যান্ড ওপেন থেকে অনেক কিছু শিখেছি ৷ টেকনিক, স্ট্র্যাটেজি সবকিছুর উপরই কাজ করেছি ৷

প্র : করোনা, লকডাউন কি খেলায় প্রভাব ফেলেছে ?

সিন্ধু : আমার তেমনটা মনে হয় না ৷ বাড়িতে ট্রেনিং করছিলাম ৷ লকডাউনের পর কামব্যাক করতে কিছুটা সময় লেগেছিল ৷ কোর্টে ফিরতে পেরে ভালো লাগছে ৷

হায়দরাবাদ, 15 মার্চ : বাসেলের সুইস ওপেনে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে ভুল স্ট্র্যাটেজি নিয়েছিলেন ৷ যে কারণে হারের মুখ দেখতে হয়েছে ৷ কিন্তু সেই ভুল শুধরে দুরন্তভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পুসারেলা ভেঙ্কট সিন্ধু ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন অনেক কথাই তুলে ধরলেন সিন্ধু ৷ তাঁর গলায় উঠে এল থাইল্যান্ড ওপেন, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি, করোনার সময়ের অনুশীলন এবং টোকিয়ো অলিম্পিকের আগে গাচ্চিবৌলি স্টেডিয়ামে অনুশীলনের সিদ্ধান্তের কথা ৷

প্র : সুইস ওপেনের পারফরম্যান্সে আপনি কি সন্তুষ্ট ?

সিন্ধু : ফাইনাল খেলতে পেরে আমি খুশি ৷ কিন্তু একইসঙ্গে ফাইনালের ফলাফল নিয়ে অখুশি ৷ অনেক কিছু শেখার রয়েছে ৷ কিন্তু ফাইনালে পৌঁছানো এবং দুরন্তভাবে কামব্যাক করাটাও ভালো ৷ আমার মনে হয় ভুল স্ট্র্যাটেজি নিয়েছিলাম ৷ তবে ওই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পেরেছি ৷

প্র : গত কয়েকটি টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নিয়েছেন ৷ এবার ফাইনালে উঠলেন ৷ টেকনিকে কোনও পরিবর্তন এনেছিলেন ?

সিন্ধু : থাইল্যান্ডে সেভাবে ভাল খেলতে পারিনি ৷ তবে ভুল শুধরে আমার কামব্যাক করাটা গুরুত্বপূর্ণ ছিল ৷ থাইল্যান্ড ওপেন থেকে অনেক কিছু শিখেছি ৷ টেকনিক, স্ট্র্যাটেজি সবকিছুর উপরই কাজ করেছি ৷

প্র : করোনা, লকডাউন কি খেলায় প্রভাব ফেলেছে ?

সিন্ধু : আমার তেমনটা মনে হয় না ৷ বাড়িতে ট্রেনিং করছিলাম ৷ লকডাউনের পর কামব্যাক করতে কিছুটা সময় লেগেছিল ৷ কোর্টে ফিরতে পেরে ভালো লাগছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.