ETV Bharat / sports

ব্রেন টিউমারে আক্রান্ত প্রাক্তন ব্যাডমিন্টন তারকা দীপঙ্কর ভট্টাচার্য - ব্যাডমিন্টন লেজেন্ড দীপঙ্কর ভট্টাচার্য

1991 থেকে 1996 পর্যন্ত ঘরোয়া সার্কিটে এক নম্বর শাটলার ছিলেন গুয়াহাটির বাসিন্দা দীপঙ্কর ৷

দীপঙ্কর ভট্টাচার্য
দীপঙ্কর ভট্টাচার্য
author img

By

Published : Jan 31, 2021, 10:46 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : বর্তমান প্রজন্মের কাছে নামটা হয়ত তেমন পরিচিত নয় ৷ কিন্তু নব্বইয়ের দশকের ভারতীয় ব্যাডমিন্টন জগতের জনপ্রিয় তারকা হলেন দীপঙ্কর ভট্টাচার্য ৷ তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন সেই শাটলার বর্তমানে ব্রেন টিউমারে ভুগছেন ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে হবে তাঁর মস্তিষ্কের অপারেশন ৷ টুইট করে জানিয়েছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা ৷

48 বছরের দীপঙ্কর ভট্টাচার্য দু'দুবার অলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ প্রথমবার 1992 সালে বার্সেলোনা অলিম্পিকসে অংশ নিয়েছিলেন ৷ পরের বার 1996 সালে আটলান্টা অলিম্পিকসে ৷ দেশের এই অন্যতম সফল শাটলারের শারীরিক অসুস্থতার খবর নিজেদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ৷ বর্তমানে তিনি হিন্দুজা হাসপাতালে ভরতি রয়েছেন ৷

বিএআই লিখেছে, "দু'বারের অলিম্পিয়ান এবং জাতীয় চ্যাম্পিয়ন দীপঙ্কর ভট্টাচার্য ব্রেন টিউমারে ভুগছেন ৷ 4 ফেব্রুয়ারি হিন্দুজা হাসপাতালে তাঁর অপারেশন হবে ৷" তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ব্যাডমিন্টন সংস্থা ৷

আরও পড়ুন : বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুরে নিজের শেষ ম্যাচে হার শ্রীকান্তের

1991 থেকে 1996 পর্যন্ত ঘরোয়া সার্কিটে এক নম্বর শাটলার ছিলেন গুয়াহাটির বাসিন্দা দীপঙ্কর ৷ সেইসময় র্যাঙ্কিংয়ে দু'নম্বরে ছিলেন অল ইংল্যান্ড জয়ী এবং বর্তমান জাতীয় কোচ পুলেল্লা গোপীচাঁদ ৷ কিন্তু চোট আঘাতেই কেরিয়ার শেষ হয়ে যায় তাঁর ৷ 1995 সালে একটি দুর্ঘটনায় হাতের কবজিতে চোট পেয়েছিলেন ৷ সেটাই তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ এরপর 2004 সালে অবসর নেন তিনি ৷

কলকাতা, 31 জানুয়ারি : বর্তমান প্রজন্মের কাছে নামটা হয়ত তেমন পরিচিত নয় ৷ কিন্তু নব্বইয়ের দশকের ভারতীয় ব্যাডমিন্টন জগতের জনপ্রিয় তারকা হলেন দীপঙ্কর ভট্টাচার্য ৷ তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন সেই শাটলার বর্তমানে ব্রেন টিউমারে ভুগছেন ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে হবে তাঁর মস্তিষ্কের অপারেশন ৷ টুইট করে জানিয়েছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা ৷

48 বছরের দীপঙ্কর ভট্টাচার্য দু'দুবার অলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ প্রথমবার 1992 সালে বার্সেলোনা অলিম্পিকসে অংশ নিয়েছিলেন ৷ পরের বার 1996 সালে আটলান্টা অলিম্পিকসে ৷ দেশের এই অন্যতম সফল শাটলারের শারীরিক অসুস্থতার খবর নিজেদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ৷ বর্তমানে তিনি হিন্দুজা হাসপাতালে ভরতি রয়েছেন ৷

বিএআই লিখেছে, "দু'বারের অলিম্পিয়ান এবং জাতীয় চ্যাম্পিয়ন দীপঙ্কর ভট্টাচার্য ব্রেন টিউমারে ভুগছেন ৷ 4 ফেব্রুয়ারি হিন্দুজা হাসপাতালে তাঁর অপারেশন হবে ৷" তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ব্যাডমিন্টন সংস্থা ৷

আরও পড়ুন : বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুরে নিজের শেষ ম্যাচে হার শ্রীকান্তের

1991 থেকে 1996 পর্যন্ত ঘরোয়া সার্কিটে এক নম্বর শাটলার ছিলেন গুয়াহাটির বাসিন্দা দীপঙ্কর ৷ সেইসময় র্যাঙ্কিংয়ে দু'নম্বরে ছিলেন অল ইংল্যান্ড জয়ী এবং বর্তমান জাতীয় কোচ পুলেল্লা গোপীচাঁদ ৷ কিন্তু চোট আঘাতেই কেরিয়ার শেষ হয়ে যায় তাঁর ৷ 1995 সালে একটি দুর্ঘটনায় হাতের কবজিতে চোট পেয়েছিলেন ৷ সেটাই তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ এরপর 2004 সালে অবসর নেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.