কলকাতা, 23 মার্চ : প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকারকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করল বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। এশিয়ান গেমসে ভারতের হয়ে ব্রিজ খেলায় সোনা জিতেছিলেন প্রণব বর্ধন এবং শিবনাথ দে সরকার।
দুই বাঙালির সোনা জয়ে তাস খেলা নিয়ে প্রচলিত ধারণায় বড় ধাক্কা লেগেছিল। তাস যে সর্বনাশা নয় এবং এই খেলাটির হাত ধরে দেশকে সোনা জয় সম্ভব তা এখন প্রমাণিত। তাস খেলাকে নিয়ে প্রণব বর্ধন এবং শিবনাথ দে সরকার সচেতনা গড়ে তোলার কাজ করে চলেছেন। খেলাটির মধ্যে বিজ্ঞান লুকিয়ে তা প্রমাণ করতে নিয়মিত তাস খেলার ক্লাস নিয়ে থাকেন শিবনাথ দে সরকার। এখানেই থেমে না গিয়ে তাসের অ্যাকাডেমি খুলছেন।
এবার ভারতের দুই সোনাজয়ীকে নিজেদের জাতীয় দলের কোচ করল বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। বিশ্ব ক্রমপর্যায়ে ব্রিজ খেলিয়ে দেশগুলোর মধ্যে 22 নম্বরে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে সুইডেনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন কাপ এবং অগাস্টে ক্রোয়েশিয়ায় হবে ইউথ বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতায় ভালো ফলের লক্ষ্যে প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকারকে কোচ করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের প্রেসিডেন্ট মুশফিকুর রহিম মোহন। আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও পরে তা বাড়ানো হবে।
শুধু সিনিয়র ও জুনিয়র দলকেই নয়, মহিলাদের মধ্যেও তাস খেলাকে ছড়িয়ে দেওয়ার ভার দুই সোনাজয়ী ভারতীয়র হাতে দিয়েছে বাংলাদেশ। দু'জনেই তাস নিয়ে একটি ওয়ার্কশপ করেছেন।