ETV Bharat / sitara

"বুড়ি চাচি"-কে মনে করলেন গৌতম - gautam halder

নাট্য়ব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলির প্রয়াণে শোকস্তব্ধ গৌতম হালদার ।

gautam halder remembers Usha Ganguly
gautam halder remembers Usha Ganguly
author img

By

Published : Apr 23, 2020, 10:44 PM IST

কলকাতা : নাট্যকার গৌতম হালদার শিল্পী ঊষা গাঙ্গুলির অনুরোধে পরিচালনা করেছিলেন 'বুড়ি চাচি' নাটকটি। আজ তাঁরা প্রয়াণে সকাল থেকেই চাপা কষ্টে রয়েছেন গৌতম। ETV ভারত সিতারার কাছে তিনি ব্যক্ত করলেন শোক, তাঁর স্মৃতিতে ধরা পড়লেন ঊষা ।

গৌতম আমাদের বলেন, "ঊষাদির সঙ্গে আমার সবচেয়ে বেশি স্মৃতি ওঁর দলে যখন আমি পরিচালনা করেছিলাম । ১৫ বছর আগে । সেটা ছিল প্রেমচাঁদের একটি গল্প, 'বুড়ি চাচি' । বাংলায় ওটার নাম করেছিলাম 'বুড়ি কাকি' । ওই গল্প থেকে নাট্যরূপ দিয়েছিলাম আমি । পরিচালনাও আমার ছিল । খুব বড় কাজ হয়েছিল, ওয়ার্কশপ ভিত্তিতে হয়েছিল । আমাদের দলের প্রায় 35-40 জন অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছিলেন । ঊষাদি আমাকে নিজেই বলেছিলেন পরিচালনা করতে । মাস দুয়েক চলেছিল মহড়া । তপন থিয়েটারের উল্টোদিকে একটা স্কুল আছে, সেখানকার একটা বড় ঘরে নাটক করতাম ।"

gautam halder remembers Usha Ganguly
গৌতম হালদার

বলে চলেন গৌতম, "পুরোনো অনেকেই ছিলেন । 'বুড়ি চাচি'র মুখ্যচরিত্রটা অনুরোধ করেছিলাম ঊষাদিকেই করতে হবে । ঊষাদি অভিনয় করেছিলেন । খুবই খুশি হয়েছিলেন সকলে । আজ বারবার সেই কথাগুলো মনে পড়ছে আমার ।"

ব্যক্তি ঊষা গাঙ্গুলি কেমন ছিলেন জানালেন গৌতম। বললেন, "খুব সিরিয়াস একজন মানুষ ছিলেন । কাজের মধ্যে পলিটিকাল মোটিভেশন ছিল । নিজের জীবনেও ছিল সেটা । সবচেয়ে বড় কথা, একজন মহিলা হিন্দি নাটককে কলকাতার বুকে প্রতিষ্ঠা করেছিলেন । এখন হিন্দি নাটকের দল অনেক আছে । কিন্তু প্রথম ঊষাদি বাংলা থিয়েটারের রমরমায় হিন্দি থিয়েটার করেছিলেন । আর কী বলব, দেখা হলেই গৌতম গৌতম বলে জড়িয়ে ধরে কথা বলতেন। খুব স্নেহ করতেন।", আবেগপ্রবণ গৌতম ।

কলকাতা : নাট্যকার গৌতম হালদার শিল্পী ঊষা গাঙ্গুলির অনুরোধে পরিচালনা করেছিলেন 'বুড়ি চাচি' নাটকটি। আজ তাঁরা প্রয়াণে সকাল থেকেই চাপা কষ্টে রয়েছেন গৌতম। ETV ভারত সিতারার কাছে তিনি ব্যক্ত করলেন শোক, তাঁর স্মৃতিতে ধরা পড়লেন ঊষা ।

গৌতম আমাদের বলেন, "ঊষাদির সঙ্গে আমার সবচেয়ে বেশি স্মৃতি ওঁর দলে যখন আমি পরিচালনা করেছিলাম । ১৫ বছর আগে । সেটা ছিল প্রেমচাঁদের একটি গল্প, 'বুড়ি চাচি' । বাংলায় ওটার নাম করেছিলাম 'বুড়ি কাকি' । ওই গল্প থেকে নাট্যরূপ দিয়েছিলাম আমি । পরিচালনাও আমার ছিল । খুব বড় কাজ হয়েছিল, ওয়ার্কশপ ভিত্তিতে হয়েছিল । আমাদের দলের প্রায় 35-40 জন অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছিলেন । ঊষাদি আমাকে নিজেই বলেছিলেন পরিচালনা করতে । মাস দুয়েক চলেছিল মহড়া । তপন থিয়েটারের উল্টোদিকে একটা স্কুল আছে, সেখানকার একটা বড় ঘরে নাটক করতাম ।"

gautam halder remembers Usha Ganguly
গৌতম হালদার

বলে চলেন গৌতম, "পুরোনো অনেকেই ছিলেন । 'বুড়ি চাচি'র মুখ্যচরিত্রটা অনুরোধ করেছিলাম ঊষাদিকেই করতে হবে । ঊষাদি অভিনয় করেছিলেন । খুবই খুশি হয়েছিলেন সকলে । আজ বারবার সেই কথাগুলো মনে পড়ছে আমার ।"

ব্যক্তি ঊষা গাঙ্গুলি কেমন ছিলেন জানালেন গৌতম। বললেন, "খুব সিরিয়াস একজন মানুষ ছিলেন । কাজের মধ্যে পলিটিকাল মোটিভেশন ছিল । নিজের জীবনেও ছিল সেটা । সবচেয়ে বড় কথা, একজন মহিলা হিন্দি নাটককে কলকাতার বুকে প্রতিষ্ঠা করেছিলেন । এখন হিন্দি নাটকের দল অনেক আছে । কিন্তু প্রথম ঊষাদি বাংলা থিয়েটারের রমরমায় হিন্দি থিয়েটার করেছিলেন । আর কী বলব, দেখা হলেই গৌতম গৌতম বলে জড়িয়ে ধরে কথা বলতেন। খুব স্নেহ করতেন।", আবেগপ্রবণ গৌতম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.