ETV Bharat / sitara

নাটকে নাটকে বর্ষবরণ 'ইচ্ছেমতো' নাট্যদলের - IccheMoto Theatre

আজ বছরের শেষ তারিখ । একটা দশকের অবসান হবে আজ । এই বিশেষ দিনটিকে নাটকে নাটকে উদযাপন করতে চলেছে 'ইচ্ছেমতো' নাট্যদল । সারা রাত ধরে চলা এই নাট্যোৎসবের নামটিও বেশ, 'ইচ্ছেমতো পার্বণ' ।

Bengali theatre
Bengali theatre
author img

By

Published : Dec 31, 2019, 6:21 PM IST

কলকাতা : 'ইচ্ছেমতো পার্বণ'-এ মঞ্চস্থ হবে পাঁচটি নাটক । গন্তব্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস । কী কী সেই নাটক ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

Bengali theatre
নাটকের মহড়ায়

নাট্যদলের সদস্য কুশল চ্যাটার্জি আমাদের বললেন, "অনেক বছর ধরেই বিভাসবাবু অ্যাকাডেমি আর রবীন্দ্রসদন মিলিয়ে 'নাট্য, স্বপ্ন, কল্প' চালাতেন সারারাত। সেটা প্রায় ৪ বছর বিভিন্ন কারণে বন্ধ হয়ে আছে। আমাদের দল, তুরণাদি ও সৌরভদার উদ্যোগে ফের শুরু হতে চলেছে এই উৎসব ।"

Bengali theatre
নাটকের তালিকা

তিনি আরও বলেন, "এখানে পাঁচটা নাটক থাকছে । নান্দীকারের 'পৃথিবী রাস্তা শব্দ', দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় সংস্কৃতির 'FYA NA Co.', ইচ্ছেমতো-র 'ভালোবাসার পদাবলী', 'বেঞ্চমার্ক' ও 'স্টোন ২.০'। আর থাকছে নীল মুখোপাধ্যায় ও দায়াদ মুখোপাধ্যায়ের 'নাটকের গান'। এই ৬টি নতুন প্রোডাকশন হবে। এটা হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত।"

কেমন প্রতিক্রিয়া দর্শকের ? কুশল জানালেন সেটাও । দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : 'ইচ্ছেমতো পার্বণ'-এ মঞ্চস্থ হবে পাঁচটি নাটক । গন্তব্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস । কী কী সেই নাটক ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

Bengali theatre
নাটকের মহড়ায়

নাট্যদলের সদস্য কুশল চ্যাটার্জি আমাদের বললেন, "অনেক বছর ধরেই বিভাসবাবু অ্যাকাডেমি আর রবীন্দ্রসদন মিলিয়ে 'নাট্য, স্বপ্ন, কল্প' চালাতেন সারারাত। সেটা প্রায় ৪ বছর বিভিন্ন কারণে বন্ধ হয়ে আছে। আমাদের দল, তুরণাদি ও সৌরভদার উদ্যোগে ফের শুরু হতে চলেছে এই উৎসব ।"

Bengali theatre
নাটকের তালিকা

তিনি আরও বলেন, "এখানে পাঁচটা নাটক থাকছে । নান্দীকারের 'পৃথিবী রাস্তা শব্দ', দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় সংস্কৃতির 'FYA NA Co.', ইচ্ছেমতো-র 'ভালোবাসার পদাবলী', 'বেঞ্চমার্ক' ও 'স্টোন ২.০'। আর থাকছে নীল মুখোপাধ্যায় ও দায়াদ মুখোপাধ্যায়ের 'নাটকের গান'। এই ৬টি নতুন প্রোডাকশন হবে। এটা হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত।"

কেমন প্রতিক্রিয়া দর্শকের ? কুশল জানালেন সেটাও । দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো...
Intro:আজ বছরের শেষ তারিখ। আজ ৩১ ডিসেম্বর। একটা দশকের অবসান হবে আজ। শুরু হবে ২০২০'র দশক। তাই আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হবে 'থার্টিফার্স্ট নাইট'। শহর কলকাতাও আজ সেজে উঠবে নতুনভাবে। এই উদযাপনে কেনই বা বাদ যাবেন নাট্যপ্রেমীরা! তাই রাতভর তাঁদের আনন্দ দিতে 'ইচ্ছেমতো' নাট্যদল আয়োজন করছে 'ইচ্ছেমতো পার্বণ'এর। সারারাত ধরে মঞ্চস্থ হবে ৫টি নাটক। গন্তব্য একাডেমি অফ ফাইন আর্টস। খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:একাডেমির সামনে বিক্রি হচ্ছে নাট্য উৎসবের টিকিট। দলের সদস্যরাই সেখানে উপস্থিত রয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত। তাঁদের মধ্যেই সদস্য কুশল চ্যাটার্জি আমাদ্রর বলেন, "অনেক বছর ধরেই বিভাসবাবু একাডেমি আর রাবীন্দ্রাসদন মিলিয়ে আমাদের 'নাট্য, স্বপ্ন, কল্প' চালাতেন সারারাত। সেটা প্রায় ৪ বছর বিভিন্ন কারণে বন্ধ হয়ে আছে। আমাদের দল, Turna di ও সৌরভদার 'ইচ্ছেমতো' নতুন উদ্যোগে শুরু করেছে। এই ফেস্টিভ্যালের নাম 'ইচ্ছেমতো পার্বণ'। ৫টা নাটক থাকছে। নান্দিকারের 'পৃথিবী রাস্তা শব্দ', দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় সংস্কৃতির 'FYA NA Co.', ইচ্ছেমতোর 'ভালোবাসার পদাবলী', 'বেঞ্চমার্ক' ও 'স্টোন ২.০'। আর থাকছে নীল মুখোপাধ্যায় ও দায়াদ মুখোপাধ্যায়ের 'নাটকের গান'। এই ৬টি নতুন প্রোডাকশন হবে। এটা হবে একাডেমি অফ ফাইন আর্টসে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত। বর্ষবরণ তো নানাভাবে হয়। তাই আমরাও চাইছি বর্ষবরণ একবারে থিয়েটার ফেস্টিভ্যাল দিয়ে করতে।"


Conclusion:রাতভর নাটকের এই উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, অরুন মুখোপাধ্যায়, অসিত বসু, সোহিনী সেনগুপ্ত ও রজতাভ দত্ত।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.