কলকাতা : 'ইচ্ছেমতো পার্বণ'-এ মঞ্চস্থ হবে পাঁচটি নাটক । গন্তব্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস । কী কী সেই নাটক ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।
![Bengali theatre](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5550337_ichemoto-4.jpg)
নাট্যদলের সদস্য কুশল চ্যাটার্জি আমাদের বললেন, "অনেক বছর ধরেই বিভাসবাবু অ্যাকাডেমি আর রবীন্দ্রসদন মিলিয়ে 'নাট্য, স্বপ্ন, কল্প' চালাতেন সারারাত। সেটা প্রায় ৪ বছর বিভিন্ন কারণে বন্ধ হয়ে আছে। আমাদের দল, তুরণাদি ও সৌরভদার উদ্যোগে ফের শুরু হতে চলেছে এই উৎসব ।"
![Bengali theatre](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5550337_ichemoto-1.jpg)
তিনি আরও বলেন, "এখানে পাঁচটা নাটক থাকছে । নান্দীকারের 'পৃথিবী রাস্তা শব্দ', দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় সংস্কৃতির 'FYA NA Co.', ইচ্ছেমতো-র 'ভালোবাসার পদাবলী', 'বেঞ্চমার্ক' ও 'স্টোন ২.০'। আর থাকছে নীল মুখোপাধ্যায় ও দায়াদ মুখোপাধ্যায়ের 'নাটকের গান'। এই ৬টি নতুন প্রোডাকশন হবে। এটা হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত।"
কেমন প্রতিক্রিয়া দর্শকের ? কুশল জানালেন সেটাও । দেখে নিন ভিডিয়োয়...