ETV Bharat / sitara

গর্ভবতী সাজে ছবি পোস্ট করে ট্রোলড, নেটিজেনদের মানসিকতা দেখে ক্ষুব্ধ অন্বেষা - chuni panna actress trolled

"একজন মহিলা যদি সত্যি সত্যি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে থাকেন, সেটা কি খুব অপরাধ ? বাচ্চাটিকে পৃথিবীর আলো না দেখিয়ে মেরে ফেললে, সেটা অপরাধ নয় ?", প্রশ্ন তুলেছেন অন্বেষা ।

chuni panna actress anweshe trolled
chuni panna actress anweshe trolled
author img

By

Published : Oct 17, 2020, 6:19 PM IST

কলকাতা : অভিনয়ের স্বার্থে কি না করতে হয় ! 'চুনিপান্না' ধারাবাহিকের অভিনয় করতে গিয়ে গর্ববতীর বেশ ধারণ করতে হয়েছে অভিনেত্রী অন্বেষা হাজরাকে । সেই ছবি সোশাল মিডিয়াতে দিয়ে ট্রোলড অভিনেত্রী ।

মজার চলেই করা সেই পোস্টে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় অন্বেষাকে । কটুক্তি শুনতে হয় । অনেকে তো বিশ্বাস করে ফেলে যে, অন্বেষা সত্যি সত্যি মা হয়েছেন, তাও বিয়ের আগেই । এই অবস্থা দেখে বেজায় চটেছেন অভিনেত্রী । ETV ভারত সিতারাকে জানালেন তাঁর ক্ষোভ ।

গোটা বিষয় না জেনে কেবল ছবি দেখে এই ধরনের উক্তি পড়ে প্রথমটায় মজাই পেয়েছিলেন অন্বেষা । তারপর খুব স্পষ্টভাবে সমাজের চোখে চোখ রেখে বলেছেন, "একজন মহিলা যদি সত্যি সত্যি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে থাকেন, সেটা কি খুব অপরাধ ? বাচ্চাটিকে পৃথিবীর আলো না দেখিয়ে মেরে ফেললে, সেটা অপরাধ নয় ? কারও মধ্যে যদি সত্যিই সেই সাহস থাকে, সন্তানকে মারব না, তাকে জন্ম দেব, সেটাই সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় । সকলে একটা কথা বলেছে, বিনোদন জগতে হলে এটা ফ্যাশন, সাধারণ মানুষের জীবনে হলে নোংরামো । আমার খুব হাসি পাচ্ছিল এইগুলো পড়ে ।"

chuni panna actress anweshe trolled
.
'চুনিপান্না' ধারাবাহিকটি শেষ হয়েছে । ভূত দিম্মা পান্না ও সাহসী যুবতী চুনির গল্পটি ছিল হাসি, কান্না, আনন্দ, রোমহর্ষে ভরপুর । ভূত দিম্মা শেষে চুনির মেয়ে হয়েই জন্মায় । তাই শেষের দৃশ্যগুলিতে চুনিকে সাজতে হয়েছে গর্ভবতী । তিনি মনের আনন্দে পেটে বালিশ গুঁজে সেই সাজ প্রকাশ্যে এসেছিলেন । তাতেই কটাক্ষ সহ্য করতে হয় চুনিকে ।
অন্বেষা আরও বলেছেন, "আমি যদি সত্যি সত্যি প্রেগন্যান্ট হতামও, তাহলে আমার বাচ্চাকে আমি পৃথিবীর আলো দেখাতাম । কারণ, এটা কোনও অন্যায় নয় ।"

কলকাতা : অভিনয়ের স্বার্থে কি না করতে হয় ! 'চুনিপান্না' ধারাবাহিকের অভিনয় করতে গিয়ে গর্ববতীর বেশ ধারণ করতে হয়েছে অভিনেত্রী অন্বেষা হাজরাকে । সেই ছবি সোশাল মিডিয়াতে দিয়ে ট্রোলড অভিনেত্রী ।

মজার চলেই করা সেই পোস্টে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় অন্বেষাকে । কটুক্তি শুনতে হয় । অনেকে তো বিশ্বাস করে ফেলে যে, অন্বেষা সত্যি সত্যি মা হয়েছেন, তাও বিয়ের আগেই । এই অবস্থা দেখে বেজায় চটেছেন অভিনেত্রী । ETV ভারত সিতারাকে জানালেন তাঁর ক্ষোভ ।

গোটা বিষয় না জেনে কেবল ছবি দেখে এই ধরনের উক্তি পড়ে প্রথমটায় মজাই পেয়েছিলেন অন্বেষা । তারপর খুব স্পষ্টভাবে সমাজের চোখে চোখ রেখে বলেছেন, "একজন মহিলা যদি সত্যি সত্যি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে থাকেন, সেটা কি খুব অপরাধ ? বাচ্চাটিকে পৃথিবীর আলো না দেখিয়ে মেরে ফেললে, সেটা অপরাধ নয় ? কারও মধ্যে যদি সত্যিই সেই সাহস থাকে, সন্তানকে মারব না, তাকে জন্ম দেব, সেটাই সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় । সকলে একটা কথা বলেছে, বিনোদন জগতে হলে এটা ফ্যাশন, সাধারণ মানুষের জীবনে হলে নোংরামো । আমার খুব হাসি পাচ্ছিল এইগুলো পড়ে ।"

chuni panna actress anweshe trolled
.
'চুনিপান্না' ধারাবাহিকটি শেষ হয়েছে । ভূত দিম্মা পান্না ও সাহসী যুবতী চুনির গল্পটি ছিল হাসি, কান্না, আনন্দ, রোমহর্ষে ভরপুর । ভূত দিম্মা শেষে চুনির মেয়ে হয়েই জন্মায় । তাই শেষের দৃশ্যগুলিতে চুনিকে সাজতে হয়েছে গর্ভবতী । তিনি মনের আনন্দে পেটে বালিশ গুঁজে সেই সাজ প্রকাশ্যে এসেছিলেন । তাতেই কটাক্ষ সহ্য করতে হয় চুনিকে ।
অন্বেষা আরও বলেছেন, "আমি যদি সত্যি সত্যি প্রেগন্যান্ট হতামও, তাহলে আমার বাচ্চাকে আমি পৃথিবীর আলো দেখাতাম । কারণ, এটা কোনও অন্যায় নয় ।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.