ETV Bharat / sitara

বিশ্ব থিয়েটার দিবসে থিয়েটার কর্মীদের কিছু কথা..

author img

By

Published : Mar 27, 2020, 2:34 PM IST

বিশ্ব থিয়েটার দিবসে অনেক পরিকল্পনা ছিল নাট্যকর্মীদের, যেমনটা থাকে প্রতিবছর । কিন্তু এই বছরটা একটু অন্যরকমভাবেই কাটাচ্ছেন তাঁরা । কারণটা অবশ্যই কোরোনা । গত সপ্তাহের একটি প্রতিবেদনে ETV ভারত সিতারা তুলে ধরেছিল কোন দলের কোন নাটকগুলির শো পিছিয়েছে বা বাতিল হয়েছে । জানিয়েছিল এই কঠিন সময়ে কীভাবে দিন কাটাচ্ছেন নাট্যকর্মীরা । আজ বিশ্ব নাট্যদিবসেও প্রায় একই পরিস্থিতি নাট্যজগতে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

world theatre day
world theatre day
  • খরাজ মুখোপাধ্য়ায় : অভিনেতা খরাজ মুখোপাধ্যায় একজন সফল নাট্যনির্মাতা, নাট্যনির্দেশকও বটে । কিছুদিন আগে মঞ্চস্থ হয়েছে তাঁর 'ডজন দু'জন' নাটকটি । খরাজ আমাদের বললেন, "আমি এখন বীরভূমে আমার দেশের বাড়িতে রয়েছি । এখানে আমার স্ত্রীকে নিয়ে কিছুদিন আগে এসেছিলাম । তারপর লকডাউন হল আর আমরা আটকে গেলাম । আজ বিশ্ব নাট্যদিবস । আজ ঠিক করেছি একটা নতুন নাটক লেখায় হাত দেব । এত ভালো একটা দিনে এর চেয়ে ভালো কী হতে পারে । এর বাইরেও রান্নাবান্না করে দিন ভালোই কাটছে । ৮ বিঘা জমির উপর আমার দেশের বাড়ি । এই সময় আমি এমনিতেই এখানে আসি । লোকজনও জানে । সবাই দেখা করতে এসে, ছবি তোলে । পুকুর, বাগান এগুলো পরিষ্কার করাচ্ছি । পুকুর থেকে কলমিশাক তুলে রান্না করছি । ক্ষেতের শাক সবজি তুলে রান্না করছি । আমার ছেলেটা কলকাতায় আছে । ও আসতে পারছে না, আমরাও যেতে পারছি না । আমার স্ত্রী আগেই একটু মাসকাবারি বাজার করে রেখেছিল । তাই দিয়ে চালাচ্ছে । সঙ্গে ওঁর বান্ধবী আছে। দু'জনে মিলে রান্না করছে । আমার গ্রামের বাড়িতে যাঁরা এসেছিল, তাঁরাও আটকে গেছে ।"
    world theatre day
    খরাজ..
  • কৌশিক কর : অভিনেতা কৌশিক কর সিনেমাতে পরিচিত মুখ হলেও নাটকই তাঁর ধ্যানজ্ঞান । যোগাযোগ করা হলে বললেন, "আমার সব শো, সব কাজ ক্যান্সেল করেছি আপাতত । আজ বিশ্ব নাট্যদিবসে বলব, এই মুহূর্তে আমাদের চারপাশে ভয়ঙ্কর মারণ অসুখ ঘোরাফেরা করছে । থিয়েটার মানুষকে একসঙ্গে থাকতে শেখায় । তবে এই মুহূর্তে আমি মানুষকে বাড়িতে থেকেই থিয়েটার ডে পালন করতে বলব । এর বাইরে আর কিছু বলার নেই । তবে এই সময় আমার বাচ্চাটাকে সময় দিতে পারছি ।"
    world theatre day
    কৌশিক কর
  • সোহিনী সেনগুপ্ত : 'নান্দিকার' নাট্যদলের অন্যতম সদস্য ও অভিনেত্রী নির্দেশিকা সোহিনী সেনগুপ্ত বলেন, "ওয়ার্ল্ড থিয়েটারে নিয়ে আলাদা করে আর কী বলব এই সময় । সবটাই তো কোরোনা নিয়ে নিয়েছে । আমাদের তো শো ক্যান্সেল হয়ে গেল । সবাই যেন ভালো থাকে, এটাই কামনা করি । হইহই করে কাজ করার জন্যে তো সারা জীবন আছেই । এই সময়টা পার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । বাড়িতে ভালোই সময় কাটাচ্ছি । আমার ৬টা কুকুর আছে, তারাও ভালো আছে । সপ্তর্ষি ভালো আছে । বাবার শরীরটা ভালো ছিল না, তিনিও ভালো আছেন আর মাও ভালো আছেন ।"
    world theatre day
    সোহিনী-স্বাতীলেখা

  • খরাজ মুখোপাধ্য়ায় : অভিনেতা খরাজ মুখোপাধ্যায় একজন সফল নাট্যনির্মাতা, নাট্যনির্দেশকও বটে । কিছুদিন আগে মঞ্চস্থ হয়েছে তাঁর 'ডজন দু'জন' নাটকটি । খরাজ আমাদের বললেন, "আমি এখন বীরভূমে আমার দেশের বাড়িতে রয়েছি । এখানে আমার স্ত্রীকে নিয়ে কিছুদিন আগে এসেছিলাম । তারপর লকডাউন হল আর আমরা আটকে গেলাম । আজ বিশ্ব নাট্যদিবস । আজ ঠিক করেছি একটা নতুন নাটক লেখায় হাত দেব । এত ভালো একটা দিনে এর চেয়ে ভালো কী হতে পারে । এর বাইরেও রান্নাবান্না করে দিন ভালোই কাটছে । ৮ বিঘা জমির উপর আমার দেশের বাড়ি । এই সময় আমি এমনিতেই এখানে আসি । লোকজনও জানে । সবাই দেখা করতে এসে, ছবি তোলে । পুকুর, বাগান এগুলো পরিষ্কার করাচ্ছি । পুকুর থেকে কলমিশাক তুলে রান্না করছি । ক্ষেতের শাক সবজি তুলে রান্না করছি । আমার ছেলেটা কলকাতায় আছে । ও আসতে পারছে না, আমরাও যেতে পারছি না । আমার স্ত্রী আগেই একটু মাসকাবারি বাজার করে রেখেছিল । তাই দিয়ে চালাচ্ছে । সঙ্গে ওঁর বান্ধবী আছে। দু'জনে মিলে রান্না করছে । আমার গ্রামের বাড়িতে যাঁরা এসেছিল, তাঁরাও আটকে গেছে ।"
    world theatre day
    খরাজ..
  • কৌশিক কর : অভিনেতা কৌশিক কর সিনেমাতে পরিচিত মুখ হলেও নাটকই তাঁর ধ্যানজ্ঞান । যোগাযোগ করা হলে বললেন, "আমার সব শো, সব কাজ ক্যান্সেল করেছি আপাতত । আজ বিশ্ব নাট্যদিবসে বলব, এই মুহূর্তে আমাদের চারপাশে ভয়ঙ্কর মারণ অসুখ ঘোরাফেরা করছে । থিয়েটার মানুষকে একসঙ্গে থাকতে শেখায় । তবে এই মুহূর্তে আমি মানুষকে বাড়িতে থেকেই থিয়েটার ডে পালন করতে বলব । এর বাইরে আর কিছু বলার নেই । তবে এই সময় আমার বাচ্চাটাকে সময় দিতে পারছি ।"
    world theatre day
    কৌশিক কর
  • সোহিনী সেনগুপ্ত : 'নান্দিকার' নাট্যদলের অন্যতম সদস্য ও অভিনেত্রী নির্দেশিকা সোহিনী সেনগুপ্ত বলেন, "ওয়ার্ল্ড থিয়েটারে নিয়ে আলাদা করে আর কী বলব এই সময় । সবটাই তো কোরোনা নিয়ে নিয়েছে । আমাদের তো শো ক্যান্সেল হয়ে গেল । সবাই যেন ভালো থাকে, এটাই কামনা করি । হইহই করে কাজ করার জন্যে তো সারা জীবন আছেই । এই সময়টা পার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । বাড়িতে ভালোই সময় কাটাচ্ছি । আমার ৬টা কুকুর আছে, তারাও ভালো আছে । সপ্তর্ষি ভালো আছে । বাবার শরীরটা ভালো ছিল না, তিনিও ভালো আছেন আর মাও ভালো আছেন ।"
    world theatre day
    সোহিনী-স্বাতীলেখা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.