কলকাতা : গল্ফ গ্রিনের বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী । দু'জনেরই বয়েস হয়েছে অনেক । এই লকডাউনে কেমন আছেন তাঁরা, খোঁজ নিল ETV ভারত সিতারা ।
ফোনের ওপারে বিভাসবাবু আমাদের বলেন, "আমরা ঠিক আছি। এই লকডাউনে সবার যেমন চলছে, তেমন আমারও চলছে ।" তবে যতটা আশা করেছিলেন, সিনিয়র সিটিজেনদের পরিষেবার ক্ষেত্রে ততটা তৎপরতা লক্ষ্য করছেন না বিভাসবাবু ।
কথা প্রসঙ্গেই বললেন, "সিনিয়ার সিটিজেনদের পরিষেবার ক্ষেত্রে যতটা আশা করেছিলাম, ততটা দেখছি না । রাস্তায় বেরিয়ে কি পুলিশ ধরব ? ওষুধপত্রেরও ব্যবস্থা নেই । তবে আমার ব্যক্তিগতভাবে কোনও অসুবিধে হচ্ছে না । আমার মেয়েরা কাছাকাছি থাকে । বাড়িতে আরও অনেকে আছে যারা জিজ্ঞাসা করে আমার কী দরকার। তবে পুলিশও কিছু করছে না, অন্য কেউও কিছু করছে না ।"
এই লকডাউনে সুস্থ থাকুন বিভাসবাবু, সেই কামনা করে ETV ভারত সিতারা।