কলকাতা : প্রায় দেড় বছরের যাত্রার পর শেষ হয়েছে 'জাহানারা'। স্বাভাবিকভাবেই মন খারাপ ধারাবাহিকের কাস্ট অ্যান্ড ক্রুয়ের। মন খারাপ শ্বেতারই। তিনিই ধারাবাহিকের প্রধান চরিত্র ছিলেন। প্রথম কাজেই যে এত আনন্দ পাবেন, একটা পরিবারের মতো হয়ে যাবে তাঁর কাজের জায়গা ভাবেননি শ্বেতা।
শ্বেতা বললেন, "খুব ভালো অভিজ্ঞতা। প্রথম কাজেই এরকম অভিজ্ঞতা অনেক কম মানুষেরই হয়। শেষ হয়েছে বলে একটু মন খারাপ। তবে আমি বলব যে প্রতিটা শেষেরই একটা শুরু আছে।"
পড়াশোনায় বরাবরই ভালো শ্বেতা। তাই বাবা ভেবেছিলেন যে, পড়াশোনা নিয়েই এগোবে হয়তো মেয়ে। কিন্তু, মা প্রথম থেকেই পাশে ছিলেন শ্বেতা। জীবনে যা সিদ্ধান্ত নিয়েছেন, তাতেই সায় দিয়েছেন তিনি। শ্বেতার বাবা আজ আর নেই। নিজের মেয়েকে একজন সফল অভিনেত্রী হিসেবে দেখলে হয়তো তিনি খুশি হতেন, মনে করেন শ্বেতা।
আর কী বললেন আমাদের 'জাহানারা'? দেখে নিন ভিডিয়োতে...