কলকাতা : 'মেফিস্টো' হল 'বিমূর্ত' নাট্যদলের ষষ্ঠ নাটক। এর আগে তাঁরা 'তিবেরের তীরে', 'চার চিত্রের চর্যাপদ'-এর মতো নাটক মঞ্চস্থ করেছেন। নাটকটির পরিচালক অনিরুদ্ধ গুপ্ত।
নাটকে অভিনয় করছেন অভিনন্দন চক্রবর্তী (সমরেশ বিশ্বাসের চরিত্রে), সাম্যরূপ চৌধুরি (অভিকের চরিত্রে), কিশোর বিশ্বাস (রমাপদর চরিত্রে), ঋত্বিক চক্রবর্তী (ডাক্তারের চরিত্রে), সায়ন গিরি (মেঘনাদের চরিত্রে), অনিশ দাশ (জগজীবন শেঠের চরিত্রে), নিকিতা নাথ (রমিলা মল্লিকের চরিত্রে), সুদীপ্তা ব্যানার্জি (দেবযানী কুন্ডুর চরিত্রে), এবং মেফিস্টোর চরিত্রে পরিচালক অনিরুদ্ধ গুপ্ত।
নাটকটির বিষয় কী? আসলে 'মেফিস্টো' কথাটা এসেছে মেফিস্টোফিলিস থেকে। যার অর্থ শয়তান বা ডেভিল। একটি মানুষ, ক্ষমতা এবং টাকার লোভ থেকে নিজের কুপ্রবৃত্তিকে প্রশ্রয় দিতে দিতে সেটাকে নিজের মস্তিষ্কে একটা সাকার অস্তিত্বে পরিণত করে। এই মানুষটি যখন নিজের পাপের চরম শিখরে পৌঁছে যায়, তখন সেই সাকার অস্তিত্বটা তার সামনে এসে দাঁড়ায় এবং তার ভবিতব্যের কথা মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন এই যে, শয়তানটি আসলে কে? সেই মানুষটি, নাকি এই মেফিস্টো, যে সেই মানুষটির কর্মফল থেকে প্রকট হয়েছে। মূলত, এই প্রশ্নটা এবং তার থেকে উঠে আসা মানসিক প্রতিক্রিয়া নিয়ে 'বিমূর্ত'র নতুন নাটক 'মেফিস্টো'।