ETV Bharat / sitara

মঞ্চস্থ হল 'বিমূর্ত' নাট্যদলের নতুন নাটক 'মেফিস্টো' - Mefisto Theatre

প্রথমবার মঞ্চস্থ হল 'বিমূর্ত' নাট্যদলের নাটক 'মেফিস্টো'। যোগেশ মাইম অ্যাকাডেমিতে আয়োজিত এই নাটকের সাক্ষী ETV ভারত সিতারা।

Bengali theatre
author img

By

Published : Sep 18, 2019, 10:01 PM IST

Updated : Sep 19, 2019, 8:20 PM IST

কলকাতা : 'মেফিস্টো' হল 'বিমূর্ত' নাট্যদলের ষষ্ঠ নাটক। এর আগে তাঁরা 'তিবেরের তীরে', 'চার চিত্রের চর্যাপদ'-এর মতো নাটক মঞ্চস্থ করেছেন। নাটকটির পরিচালক অনিরুদ্ধ গুপ্ত।

Bengali theatre
টিম 'বিমূর্ত'


নাটকে অভিনয় করছেন অভিনন্দন চক্রবর্তী (সমরেশ বিশ্বাসের চরিত্রে), সাম্যরূপ চৌধুরি (অভিকের চরিত্রে), কিশোর বিশ্বাস (রমাপদর চরিত্রে), ঋত্বিক চক্রবর্তী (ডাক্তারের চরিত্রে), সায়ন গিরি (মেঘনাদের চরিত্রে), অনিশ দাশ (জগজীবন শেঠের চরিত্রে), নিকিতা নাথ (রমিলা মল্লিকের চরিত্রে), সুদীপ্তা ব্যানার্জি (দেবযানী কুন্ডুর চরিত্রে), এবং মেফিস্টোর চরিত্রে পরিচালক অনিরুদ্ধ গুপ্ত।

Bengali theatre
নাটক চলাকালীন

নাটকটির বিষয় কী? আসলে 'মেফিস্টো' কথাটা এসেছে মেফিস্টোফিলিস থেকে। যার অর্থ শয়তান বা ডেভিল। একটি মানুষ, ক্ষমতা এবং টাকার লোভ থেকে নিজের কুপ্রবৃত্তিকে প্রশ্রয় দিতে দিতে সেটাকে নিজের মস্তিষ্কে একটা সাকার অস্তিত্বে পরিণত করে। এই মানুষটি যখন নিজের পাপের চরম শিখরে পৌঁছে যায়, তখন সেই সাকার অস্তিত্বটা তার সামনে এসে দাঁড়ায় এবং তার ভবিতব্যের কথা মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন এই যে, শয়তানটি আসলে কে? সেই মানুষটি, নাকি এই মেফিস্টো, যে সেই মানুষটির কর্মফল থেকে প্রকট হয়েছে। মূলত, এই প্রশ্নটা এবং তার থেকে উঠে আসা মানসিক প্রতিক্রিয়া নিয়ে 'বিমূর্ত'র নতুন নাটক 'মেফিস্টো'।

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : 'মেফিস্টো' হল 'বিমূর্ত' নাট্যদলের ষষ্ঠ নাটক। এর আগে তাঁরা 'তিবেরের তীরে', 'চার চিত্রের চর্যাপদ'-এর মতো নাটক মঞ্চস্থ করেছেন। নাটকটির পরিচালক অনিরুদ্ধ গুপ্ত।

Bengali theatre
টিম 'বিমূর্ত'


নাটকে অভিনয় করছেন অভিনন্দন চক্রবর্তী (সমরেশ বিশ্বাসের চরিত্রে), সাম্যরূপ চৌধুরি (অভিকের চরিত্রে), কিশোর বিশ্বাস (রমাপদর চরিত্রে), ঋত্বিক চক্রবর্তী (ডাক্তারের চরিত্রে), সায়ন গিরি (মেঘনাদের চরিত্রে), অনিশ দাশ (জগজীবন শেঠের চরিত্রে), নিকিতা নাথ (রমিলা মল্লিকের চরিত্রে), সুদীপ্তা ব্যানার্জি (দেবযানী কুন্ডুর চরিত্রে), এবং মেফিস্টোর চরিত্রে পরিচালক অনিরুদ্ধ গুপ্ত।

Bengali theatre
নাটক চলাকালীন

নাটকটির বিষয় কী? আসলে 'মেফিস্টো' কথাটা এসেছে মেফিস্টোফিলিস থেকে। যার অর্থ শয়তান বা ডেভিল। একটি মানুষ, ক্ষমতা এবং টাকার লোভ থেকে নিজের কুপ্রবৃত্তিকে প্রশ্রয় দিতে দিতে সেটাকে নিজের মস্তিষ্কে একটা সাকার অস্তিত্বে পরিণত করে। এই মানুষটি যখন নিজের পাপের চরম শিখরে পৌঁছে যায়, তখন সেই সাকার অস্তিত্বটা তার সামনে এসে দাঁড়ায় এবং তার ভবিতব্যের কথা মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন এই যে, শয়তানটি আসলে কে? সেই মানুষটি, নাকি এই মেফিস্টো, যে সেই মানুষটির কর্মফল থেকে প্রকট হয়েছে। মূলত, এই প্রশ্নটা এবং তার থেকে উঠে আসা মানসিক প্রতিক্রিয়া নিয়ে 'বিমূর্ত'র নতুন নাটক 'মেফিস্টো'।

দেখে নিন ভিডিয়ো
Intro:'বিমূর্ত' নাট্যদলের ষষ্ঠ নাটকের প্রথম শো মঞ্চস্থ হল যোগেশ মাইম অ্যাকাডেমিতে। নাটকের নাম 'মেফিস্টো'। এর আগে 'তিবেরের তিরে', 'চার চিত্রের চর্যাপদ', 'অবিনাশ'এর মতো নাটক মঞ্চস্থ করেছে এই নাট্যদল। নাটকের প্রথম শোতে পৌঁছে গিয়েছিল ETV ভারত সিতারা। মঞ্চসজ্জা থেকে শুরু করে নাটকের মুহূর্ত, দলের সদস্যদের সঙ্গে আলাপচারিতা সবটাই তুলে ধরা হল আপনাদের জন্য।


Body:'মেফিস্টো' নাটকটির বিষয়বস্তু :

'মেফিস্টো' কথাটা এসেছে মেফিস্টোফিলিস থেকে। যার অর্থ শয়তান বা ডেভিল। একটি মানুষ, ক্ষমতা এবং টাকার লোভ থেকে নিজের কুপ্রবৃত্তিকে প্রশ্রয় দিতে দিতে সেটাকে নিজের মস্তিষ্কে একটা সাকার অস্তিত্বে পরিণত করে। এই মানুষটি যখন নিজের পাপের চরম শিখরে পৌঁছে যায়, তখন সেই সাকার অস্তিত্বটা তার সামনে এসে দাঁড়ায় এবং তার ভবিতব্যের কথা মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন এই যে, শয়তানটি আসলে কে? সেই মানুষটি, নাকি এই মেফিস্টো, যে সেই মানুষটির কর্মফল থেকে প্রকট হয়েছে। মূলত, এই প্রশ্নটা এবং তার থেকে উঠে আসা মানসিক প্রতিক্রিয়া নেই 'বিমূর্ত'র নতুন নাটক 'মেফিস্টো'।


Conclusion:নাটকে অভিনয় করেছেন অভিনন্দন চক্রবর্তী (সমরেশ বিশ্বাসের চরিত্রে), সাম্যরূপ চৌধুরী (অভিকের চরিত্রে), কিশোর বিশ্বাস (রমাপদর চরিত্রে), রিত্বিক চক্রবর্তী (ডাক্তারের চরিত্রে), সায়ন গিরি (মেঘনাদের চরিত্রে), অনিশ দাশ (জগজীবন শেঠের চরিত্রে), নিকিতা নাথ (রমিলা মল্লিকের চরিত্রে), সুদীপ্তা ব্যানার্জি (দেবযানী কুন্ডুর চরিত্রে), এবং মেফিস্টোর চরিত্রে পরিচালক অনিরুদ্ধ গুপ্ত।

'মেফিস্টো' নাটকের শো শুরু হওয়ার ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন নাটকের পরিচালক অনিরুদ্ধ গুপ্ত। আপনাদের জন্য রইল প্রস্তুতি ও নাটকের কিছু মুহূর্ত। দেখুন ভিডিও :
Last Updated : Sep 19, 2019, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.