ETV Bharat / sitara

মানুষ বা পুতুল সুজন? - Beder meye Jyotsna

সুজন, কাঞ্চন ও জ্যোৎস্না জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সুজন কি মানুষ?

বাংলা ধারাবাহিক
author img

By

Published : Aug 1, 2019, 3:16 PM IST

Updated : Aug 5, 2019, 5:29 PM IST

কলকাতা : জঙ্গলে গদা পেতে পেতেও হাতছাড়া হয়েছে কাঞ্চন ও জ্যোৎস্নার। তার জন্য কি সুজন দায়ি? এই সপ্তাহে সেই চমকই অপেক্ষা করে রয়েছে দর্শকের জন্য।

সুজন কামিনীর হাতের পুতুল হয়ে কাঞ্চন আর জ্যোৎস্নাকে সঙ্গ দিচ্ছে। সেই বিষয়ে কিছুই জানে না তারা। তাই গদা পেতে পেতেও হাত থেকে ফসকে গেছে তাদের।

দেখুন ভিডিয়ো

তাহলে কি কাঞ্চন আর জ্যোৎস্নার মহাচক্র খোঁজার অভিযান বন্ধ হয়ে যাবে? উত্তর লুকিয়ে 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।

কলকাতা : জঙ্গলে গদা পেতে পেতেও হাতছাড়া হয়েছে কাঞ্চন ও জ্যোৎস্নার। তার জন্য কি সুজন দায়ি? এই সপ্তাহে সেই চমকই অপেক্ষা করে রয়েছে দর্শকের জন্য।

সুজন কামিনীর হাতের পুতুল হয়ে কাঞ্চন আর জ্যোৎস্নাকে সঙ্গ দিচ্ছে। সেই বিষয়ে কিছুই জানে না তারা। তাই গদা পেতে পেতেও হাত থেকে ফসকে গেছে তাদের।

দেখুন ভিডিয়ো

তাহলে কি কাঞ্চন আর জ্যোৎস্নার মহাচক্র খোঁজার অভিযান বন্ধ হয়ে যাবে? উত্তর লুকিয়ে 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।

Intro:ফের সুজানের চক্রান্তে মহাচক্র কি হাতছাড়া হতে চলেছে জোসনা ও কাঞ্চন এর অমিত চক্রবর্তী,কলকাতা: বাংলা ধারাবাহিক বেদের মেয়ে জোসনা তে এর আগের সপ্তাহে দর্শকরা দেখেছিলেন সুজন, কাঞ্চন ও জ্যোৎস্না জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ কামিনীকে হারাতে গেলে দরকার গদা ও চক্রের। এই সপ্তাহে দর্শকরা দেখবেন, সুজন কামিনীর হাতের পুতুল হয়ে জঙ্গলে কাঞ্চন ও জোসনাকে সঙ্গ দিয়েছে। যার জন্য, গদা পেতে পেতেও হাত থেকে ফসকে যায় কাঞ্চন ও জোসনার। কিন্তু এখন মহাচক্র খোঁজার যে অভিযান চলছে, তাতে কি আদৌ কাঞ্চন ও জ্যোৎস্না সক্ষম হবে ।সেটা জানতে ইটিভি ভারত সিতারা পৌছে গেছিল বেদের মেয়ে জোসনা ধারাবাহিকের শুটিং ফ্লোরে, যেখানে কি আমরা কথা বলেছিলাম ধারাবাহিকের প্রধান দুই চরিত্র স্নেহা ও রবিরাজের সঙ্গে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Aug 5, 2019, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.