কলকাতা : শ্রীময়ী জুনের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করলে পরিবারের বাকিরা তার উপরে আরও রেগে যায় । অন্যদিকে অঙ্কুশ তার কলেজের বান্ধবী দেবলীনাকে পরিবারের সঙ্গে আলাপ করায় । দেবলীনাকে পছন্দ হয় শ্রীময়ীর । বুঝতে পারে অঙ্কুশ দেবলীনাকে বিয়ে করতে চায় । দেবলীনার আত্মীয়স্বজনদের ভালো রাখার চেষ্টা করেও লাভ হয় না । তাদের সামনে শ্রীময়ী হাসির পাত্র হয়ে দাঁড়ায় ।
আগামী সপ্তাহের এপিসোডগুলিতে দর্শকরা দেখবেন, খুশির হাওয়ায় ভাসছে শ্রীময়ীর পরিবার । অঙ্কুশের সঙ্গে তার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে । কিন্তু পরিবারের অনেকে তাকে নানাভাবে সাবধান করতে থাকে । অঙ্কুশের শ্বশুরবাড়ি অত্যন্ত ধনী হওয়ায় তারা তাকে বিয়েতে জড়িয়ে পড়তে না করে । শ্রীময়ীর স্বামী আনন্দ বিয়ের যাবতীয় বিষয় নিয়ে বন্ধু জুনের সঙ্গে আলোচনা করতে থাকে । আনন্দের পাশে থাকবে বলে ঠিক করে শ্রীময়ী । কিন্তু বুদ্ধি নেই বলে আনন্দ তাকে দূরে সরিয়ে রাখে ।