কলকাতা : এই সপ্তাহে ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন মোড় । দর্শক এই সপ্তাহে দেখতে পাবেন, মেঘনা ইরাকে নিয়ে তাদের পারিবারিক ডাক্তারের কাছে যায় । সেখানে গিয়ে ইরা জানতে পারে সে ঝিলামের চক্রান্তের শিকার হয়েছে । ঝিলামের সন্তান হওয়ার অনুষ্ঠানের দিন তারা এই চক্রান্তের কথা পরিবারের সকলকে জানাবে বলে ঠিক করে ।
সবাইকে অবাক করে ঝিলাম স্বীকার করে নেয় যে, তার এই সন্তান আসলে ব্রতর সন্তান । এতে ঝিলামের নতুন কোনও চক্রান্ত রয়েছে কিনা তা জানা যাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলিতে ।