ETV Bharat / sitara

সত্য়িই কি খুলতে চলেছে ঝিলামের মুখোশ ? - kolkata

'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে আগের সপ্তাহে দর্শক দেখেছিলেন, ইরাবতী ঝিলামের দাবিগুলিকে বাড়ির সকলের থেকে আড়াল করে রাখার চেষ্টা করতে থাকে । আবার অন্যদিকে আকাশ ঝিলামের দাবিকে গুরুত্ব দিতে শুরু করে । আকাশকে ঝিলামের কাছাকাছি আসতে দেখে ভেঙে পড়ে ইরাবতী ।

ইরাবতীর চুপকথা
author img

By

Published : Jun 26, 2019, 3:02 PM IST

কলকাতা : এই সপ্তাহে ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন মোড় । দর্শক এই সপ্তাহে দেখতে পাবেন, মেঘনা ইরাকে নিয়ে তাদের পারিবারিক ডাক্তারের কাছে যায় । সেখানে গিয়ে ইরা জানতে পারে সে ঝিলামের চক্রান্তের শিকার হয়েছে । ঝিলামের সন্তান হওয়ার অনুষ্ঠানের দিন তারা এই চক্রান্তের কথা পরিবারের সকলকে জানাবে বলে ঠিক করে ।

সবাইকে অবাক করে ঝিলাম স্বীকার করে নেয় যে, তার এই সন্তান আসলে ব্রতর সন্তান । এতে ঝিলামের নতুন কোনও চক্রান্ত রয়েছে কিনা তা জানা যাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলিতে ।

কলকাতা : এই সপ্তাহে ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন মোড় । দর্শক এই সপ্তাহে দেখতে পাবেন, মেঘনা ইরাকে নিয়ে তাদের পারিবারিক ডাক্তারের কাছে যায় । সেখানে গিয়ে ইরা জানতে পারে সে ঝিলামের চক্রান্তের শিকার হয়েছে । ঝিলামের সন্তান হওয়ার অনুষ্ঠানের দিন তারা এই চক্রান্তের কথা পরিবারের সকলকে জানাবে বলে ঠিক করে ।

সবাইকে অবাক করে ঝিলাম স্বীকার করে নেয় যে, তার এই সন্তান আসলে ব্রতর সন্তান । এতে ঝিলামের নতুন কোনও চক্রান্ত রয়েছে কিনা তা জানা যাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলিতে ।

Intro:সত্যিই কি ঝিলামের মুখোশ খুলতে চলেছে

অমিত চক্রবর্তী,কলকাতা: ইরাবতীর চুপকথা ধারাবাহিকে এর আগের সপ্তাহে দর্শকরা দেখেছিলেন,ইরাবতী নানাভাবে চেষ্টা করতে থাকে যেন সে ঝিলামের দাবি দাওয়া কে গুলকে বাড়ির সকলের কাছে আড়াল করে রাখতে পারে। কিন্তু অন্যদিকে আকাশ, ঝিলামের দাবি-দাওয়া কে গুরুত্ব দিতে শুরু করে। আকাশকে এইভাবে ঝিলামের এর কাছাকাছি যেতে দেখে ইরা, মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে।আকাশ এই সবকিছু দেখেও ইরার খারাপ স্বাস্থ্যের কথা মনে রেখেও সে ঝিলামের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলে। আর অন্যদিকে ইরা বুঝতে পারে যে সে মা হতে চলেছে। কিন্তু ইরা একদিকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে কারণ,নতুন করে ঝিলাম আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে কিনা সেটা ভেবে।

আর আগামী সপ্তাহের ইরাবতী চুপকথা ধারাবাহিকে দর্শকরা দেখবেন ,মেঘনা ইরাকে সাহায্য করতে থাকে যেন সে শারীরিকভাবে সুস্থ থাকে। তাই সে তার সঙ্গে তাদের পুরানো পারিবারিক ডাক্তারের কাছে যায় এবং সেখানে গিয়ে ইরা ও মেঘনা জানতে পারে যে ইরা ঝিলামের চক্রান্তের শিকার হয়েছে।এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই চক্রান্তের কথা পরিবারের সকলের সামনে জানাবে ঝিলামের সন্তান হওয়ার অনুষ্ঠানের দিন। কিন্তু সেই দিনই আচমকা ঝিলাম স্বীকার করে নেয় যে তার এই সন্তান আসলে ব্রতর সন্তান।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.