ETV Bharat / sitara

জাহ্নবীর ষড়যন্ত্র থেকে কি বেরোতে পারবে মিনু ? - Update

'বাজলো তোমার আলোর বেণু' ধারাবাহিকে গত সপ্তাহে দর্শক দেখেছিলেন, একই পরিবারের মধ্যে থেকে মিনু, পুচকু ও শীর্ষর নানাভাবে খেয়াল রাখতে থাকে । মিনুর এইভাবে খেয়াল রাখা দেখে পরিবারের সকলে খুব খুশি । জয়রাজ ও শীর্ষ মিনুর উপর নির্ভরশীল হয়ে পড়ে ।

বাজলো তোমার আলোর বেণু
author img

By

Published : Jun 26, 2019, 3:02 PM IST

কলকাতা : আগামী সপ্তাহে দর্শক দেখতে পাবেন জাহ্নবী মিনুর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে । পরিবারের সামনে মিনুকে অপদস্থ করার চেষ্টা করে সে । জাহ্নবী সবসময় মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে নিজে তার জায়গায় আসতে চায় ।

মিনু যখন ঘরের কাজ নিয়ে ব্যস্ত, তখন জাহ্নবী নতুন সমস্যা নিয়ে উপস্থিত হয় । এখন দেখার মিনু কি পারবে জাহ্নবীর এই চক্রান্তের জাল নষ্ট করতে ?

কলকাতা : আগামী সপ্তাহে দর্শক দেখতে পাবেন জাহ্নবী মিনুর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে । পরিবারের সামনে মিনুকে অপদস্থ করার চেষ্টা করে সে । জাহ্নবী সবসময় মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে নিজে তার জায়গায় আসতে চায় ।

মিনু যখন ঘরের কাজ নিয়ে ব্যস্ত, তখন জাহ্নবী নতুন সমস্যা নিয়ে উপস্থিত হয় । এখন দেখার মিনু কি পারবে জাহ্নবীর এই চক্রান্তের জাল নষ্ট করতে ?

Intro:জাহ্নবীর ষড়যন্ত্রে মিনু কোথায় গিয়ে দাঁড়াবে

অমিত চক্রবর্তী,কলকাতা: বাজলো তোমার আলোর বেণু ধারাবাহিকের গত সপ্তাহে দর্শকরা দেখেছিলেন, একই পরিবারের মধ্যে থেকে মিনু, পুচকু ও শীর্ষর নানা ভাবে খেয়াল রাখতে থাকে। মিনুর এই ভাবে খেয়াল রাখা কে কেন্দ্র করে পরিবারের সবাই যখন ভীষণ খুশিতে দিন কাটাতে থাকে। জয়রাজ ও শীর্ষ সর্বতোভাবে মিলুর উপর নির্ভরশীল হয়ে পড়ে।

আর আগামী সপ্তাহের বাজলো তোমার আলোর বেণু ধারাবাহিকের দর্শকরা দেখবেন জাহ্নবী, মিনুর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে, যেন পরিবারের সকলের সামনে মিনু নতুন করে অপদস্থ হয়ে পড়ে। কারণ জাহ্নবীর সব সময় চেষ্টা করে গেছে মিনুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার জায়গায় স্ত্রী হিসেবে আস্তে। এমনই একদিন মিনু যখন তার পরিবারের সকলের খেয়াল রাখতে ব্যাস্ত এবং ঘরের কাজের পাশাপাশি সে ঠাকুর বানানোর কাজে তদারকি করছে, ঠিক সেই সময় তেই জাহ্নবীর নতুন করে তার জীবনে সমস্যা নিয়ে উপস্থিত হয়। এখন দেখার মিনু কি পারবে জাহ্নবীর এই চক্রান্তের জাল কে নষ্ট করতে।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.