চেন্নাই : ঘটনাটি সোমবারের । তামিল টেলিভিশন অভিনেত্রী এস.দেবী কোলাথুরে তার বোনের বাড়িতে প্রাক্তন প্রেমিককে খুন করলেন বলে অভিযোগ ।
IANS সূত্রে জানা যাচ্ছে যে, একটি হাতুড়ি দিয়ে প্রেমিকের মাথা থেঁতলে দিয়েছেন অভিনেত্রী । ঘটনাটি তার স্বামীর সামনেই ঘটে । প্রেমিক বারবার পুরোনো সম্পর্কে ফেরার জন্য জোর করায়, তার এই পরিণতি বলে শোনা যাচ্ছে ।
এরপর দেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন । জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিনেত্রীর স্বামী বি.শঙ্কর, বোন এস.লক্ষ্মী ও বোনের স্বামী সওয়ারিয়ারকে আটক করেছে ।
দেবীর সেই মৃত প্রেমিকের নাম এম.রবি । সে এক 38 বছর বয়সী ফিল্ম টেকনিশিয়ান । শোনা যাচ্ছে দেবীকে জেলে পাঠানো হয়েছে ।