ETV Bharat / sitara

কিডনি বিকল হয়ে প্রয়াত অভিনেতা আশিস রায় - আশিস রায়

1997 সালে রজিত কাপুরের সঙ্গে একটি গোয়েন্দা সিরিজ় 'ব্যোমকেশ বক্সি' দিয়ে টেলিভিশনের যাত্রা শুরু করেছিলেন আশিস । এরপর একাধিক টেলিভিশন শো-তে দেখা গিয়েছিল তাঁকে । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা ।

sdf
sdf
author img

By

Published : Nov 24, 2020, 1:22 PM IST

মুম্বই : প্রয়াত টেলিভশন অভিনেতা আশিস রায় । 'সসুরাল সিমর কা' ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি । দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন । আজ সকালে মুম্বইয়ের যোগেশ্বরীতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

ইতিমধ্যেই কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রয়াত অভিনেতার বোন । সন্ধে 7টার দিকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ।

বহু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন আশিস । লকডাউনের সময় তাঁর অবস্থা আরও খারাপ হয়ে যায় । তাই মুম্বইেয়র বাড়ি বেচে দিয়ে কলকাতায় পরিবারের কাছে চলে যাবেন বলেও ঠিক করেছিলেন । এদিকে চিকিৎসার জন্য তাঁর প্রায় সব টাকাই শেষ হয়ে গিয়েছিল । এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে সোনু সুদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন তিনি ।

1997 সালে রজিত কাপুরের সঙ্গে একটি গোয়েন্দা সিরিজ় 'ব্যোমকেশ বক্সি' দিয়ে টেলিভিশনের যাত্রা শুরু করেছিলেন আশিস । এরপর একাধিক টেলিভিশন শো-তে দেখা গিয়েছিল তাঁকে । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা ।

অভিনেত্রী জয়তি ভাটিয়া লেখেন, "গোটা বিশ্বের জন্য তুমি আশিস রায় হিসেবে থাকবে...আর আমার জন্য সুরেন্দ্রবেটা..."।

  • Bond, Ashiesh Roy gone too soon. Rest well my friend.

    — Hansal Mehta (@mehtahansal) November 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক হনসল মেহেতা লেখেন, "বড় তাড়াতাড়ি চলে গেল আশিস রায় ।"

মুম্বই : প্রয়াত টেলিভশন অভিনেতা আশিস রায় । 'সসুরাল সিমর কা' ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি । দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন । আজ সকালে মুম্বইয়ের যোগেশ্বরীতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

ইতিমধ্যেই কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রয়াত অভিনেতার বোন । সন্ধে 7টার দিকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ।

বহু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন আশিস । লকডাউনের সময় তাঁর অবস্থা আরও খারাপ হয়ে যায় । তাই মুম্বইেয়র বাড়ি বেচে দিয়ে কলকাতায় পরিবারের কাছে চলে যাবেন বলেও ঠিক করেছিলেন । এদিকে চিকিৎসার জন্য তাঁর প্রায় সব টাকাই শেষ হয়ে গিয়েছিল । এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে সোনু সুদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন তিনি ।

1997 সালে রজিত কাপুরের সঙ্গে একটি গোয়েন্দা সিরিজ় 'ব্যোমকেশ বক্সি' দিয়ে টেলিভিশনের যাত্রা শুরু করেছিলেন আশিস । এরপর একাধিক টেলিভিশন শো-তে দেখা গিয়েছিল তাঁকে । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা ।

অভিনেত্রী জয়তি ভাটিয়া লেখেন, "গোটা বিশ্বের জন্য তুমি আশিস রায় হিসেবে থাকবে...আর আমার জন্য সুরেন্দ্রবেটা..."।

  • Bond, Ashiesh Roy gone too soon. Rest well my friend.

    — Hansal Mehta (@mehtahansal) November 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক হনসল মেহেতা লেখেন, "বড় তাড়াতাড়ি চলে গেল আশিস রায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.