ETV Bharat / sitara

অভিনব উপায় শরীরচর্চা করছেন টোটা - Social Media

বুধবার টোটা রায়চৌধুরী নিজেই নিজের গাড়ি ঠেলছেন এমন একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ সঙ্গে ক্যাপশনে লেখা, 'একলা ঠ্যালো রে...'৷

টোটা রায় চৌধুরী
টোটা রায় চৌধুরী
author img

By

Published : Apr 8, 2021, 12:54 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল : রাস্তার মাঝে একাই নিজের গাড়ি ঠেলছেন অভিনেতা টোটা রায়চৌধুরী ৷ এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টোটা ৷ ক্যাপশনে লেখা, 'একলা ঠ্যালো রে...' ৷ তবে কি মাঝ রাস্তায় খারাপ হল তাঁর গাড়ি? আর কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি বলে একাই নিজের গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন?

এক ঝলক দেখলে মনে হতেই পারে তাঁর গাড়ি খারাপ হওয়ার জন্য টোটো নিজেই নিজের গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন ৷ তবে ভুল ভাঙবে পরের লাইনটি পড়লেই ৷ তাতে লেখা, বাস্তবে নিজের শক্তি এবং সহনশীলতা বাড়াতে নিজের গাড়িটিকে কিছুদূর ঠেলে নিয়ে যাচ্ছেন তিনি ৷

টোটা রায়চৌধুরী বরাবরই শরীরচর্চা সম্পর্কে বেশ সচেতন ৷ মাঝে মধ্যেই তিনি তাঁর নানা শারীরিক কসরতের ছবি , ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷ শরীরকে ফিট রাখতে কোনও বাধাই তিনি মানেন না ৷ এবার বোধহয় গাড়ি ঠেলে শরীর চর্চার নতুন পথ বেছে নিলেন টোটা ৷

আরও পড়ুন: বিক্রম বেদার হাত ধরে শুটিংয়ে ফিরছেন ঋত্ত্বিক রোশন

হায়দরাবাদ, 8 এপ্রিল : রাস্তার মাঝে একাই নিজের গাড়ি ঠেলছেন অভিনেতা টোটা রায়চৌধুরী ৷ এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টোটা ৷ ক্যাপশনে লেখা, 'একলা ঠ্যালো রে...' ৷ তবে কি মাঝ রাস্তায় খারাপ হল তাঁর গাড়ি? আর কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি বলে একাই নিজের গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন?

এক ঝলক দেখলে মনে হতেই পারে তাঁর গাড়ি খারাপ হওয়ার জন্য টোটো নিজেই নিজের গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন ৷ তবে ভুল ভাঙবে পরের লাইনটি পড়লেই ৷ তাতে লেখা, বাস্তবে নিজের শক্তি এবং সহনশীলতা বাড়াতে নিজের গাড়িটিকে কিছুদূর ঠেলে নিয়ে যাচ্ছেন তিনি ৷

টোটা রায়চৌধুরী বরাবরই শরীরচর্চা সম্পর্কে বেশ সচেতন ৷ মাঝে মধ্যেই তিনি তাঁর নানা শারীরিক কসরতের ছবি , ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷ শরীরকে ফিট রাখতে কোনও বাধাই তিনি মানেন না ৷ এবার বোধহয় গাড়ি ঠেলে শরীর চর্চার নতুন পথ বেছে নিলেন টোটা ৷

আরও পড়ুন: বিক্রম বেদার হাত ধরে শুটিংয়ে ফিরছেন ঋত্ত্বিক রোশন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.