ETV Bharat / sitara

সিরিজ় হিসেবে টিভির পরদায় নাটক, সৌজন্যে প্রসেনজিৎ - theatre

প্রথম সিজ়নে চারটে নাটক দেখানো হবে । প্রথমটি 'এন্টনি কবিয়াল', দ্বিতীয়টি 'ব্যাপিকা বিদায়', তৃতীয়টি 'জয় মা কালি বোর্ডিং'। আর চাতুর্থ 'শ্রীমতি ভয়ঙ্করী'।

asd
asd
author img

By

Published : Oct 29, 2020, 6:58 PM IST

কলকাতা : বরাবরই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সেই সব গবেষণায় উদ্যোগী হয়ে ওঠে তাঁর প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ় । এবারও তাই হল । এনআইডিয়াজ়ের উদ্যোগে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উৎসাহে টেলিভিশনের পরদায় আসতে চলেছে নাটক ।

আর সেই নাটক পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । ডাক্তারি পড়ার সময় থেকেই যিনি থিয়েটার করছেন । এবং পরবর্তীকালে একাধিক ছবি পরিচালনার মাধ্যমে সুনাম অর্জন করে নিয়েছেন ।

sdf
কমলেশ্বর মুখোপাধ্যায়

কমলেশ্বরের থিয়েটারের অন্যতম দোসর পদ্মনাভ দাশগুপ্ত এই নাটকের স্ক্রিপ্ট লিখেছেন । এ প্রসঙ্গে তিনি ETV ভারতকে বলেন, "পুরোনো দিনের বাংলা নাটককে ফিরিয়ে আনা হচ্ছে । প্রতিটি নাটকই খুব বিখ্যাত । প্রথম সিজ়নে আমরা চারটে নাটক দেখাব । প্রথমটি 'এন্টনি কবিয়াল', দ্বিতীয়টি 'ব্যাপিকা বিদায়', তৃতীয়টি 'জয় মা কালি বোর্ডিং'। আর চার নম্বরটা হয়তো 'শ্রীমতি ভয়ঙ্করী'। সবকটি নাটকই পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । মূলত থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীরাই এই নাটকগুলোতে অভিনয় করছেন ।"

স্টার জলসা মুভিজ় অরিজিনালসে খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে এই নাটক ।

কলকাতা : বরাবরই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সেই সব গবেষণায় উদ্যোগী হয়ে ওঠে তাঁর প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ় । এবারও তাই হল । এনআইডিয়াজ়ের উদ্যোগে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উৎসাহে টেলিভিশনের পরদায় আসতে চলেছে নাটক ।

আর সেই নাটক পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । ডাক্তারি পড়ার সময় থেকেই যিনি থিয়েটার করছেন । এবং পরবর্তীকালে একাধিক ছবি পরিচালনার মাধ্যমে সুনাম অর্জন করে নিয়েছেন ।

sdf
কমলেশ্বর মুখোপাধ্যায়

কমলেশ্বরের থিয়েটারের অন্যতম দোসর পদ্মনাভ দাশগুপ্ত এই নাটকের স্ক্রিপ্ট লিখেছেন । এ প্রসঙ্গে তিনি ETV ভারতকে বলেন, "পুরোনো দিনের বাংলা নাটককে ফিরিয়ে আনা হচ্ছে । প্রতিটি নাটকই খুব বিখ্যাত । প্রথম সিজ়নে আমরা চারটে নাটক দেখাব । প্রথমটি 'এন্টনি কবিয়াল', দ্বিতীয়টি 'ব্যাপিকা বিদায়', তৃতীয়টি 'জয় মা কালি বোর্ডিং'। আর চার নম্বরটা হয়তো 'শ্রীমতি ভয়ঙ্করী'। সবকটি নাটকই পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । মূলত থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীরাই এই নাটকগুলোতে অভিনয় করছেন ।"

স্টার জলসা মুভিজ় অরিজিনালসে খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে এই নাটক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.