কলকাতা : হলঘরটি দক্ষিণ কলকাতার দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের । তবে এখন তার নতুন একটি পরিচয় হয়েছে । নন-প্রসেনিয়াম নাটকের জন্য সেটিকে ব্যবহার করা হচ্ছে । হলঘরটির নতুন নাম 'কণাদ মঞ্চ' । জমে উঠেছে নাট্য পরিবেশনে । গতকাল সন্ধ্যা সাড়ে 6 টায় পরিবেশিত হয় অশোকনগর নাট্যআননের 'আমি ও আমরা' নাটকটি । নির্দেশনায় শান্তিলাল মুখোপাধ্যায় । নাটক নিয়ে ETV ভারত সিতারাকে অনেক তথ্য দিলেন শান্তিলাল ।
শান্তিলাল বলেন, "এটা আসলে ডেভিড ক্যামটনের লেখা নাটক আস অ্যান্ড দেম এবং দা ওয়াল থেকে অনুপ্রাণিত । জার্মানিকে দু'ভাগ করে মাঝখানে পাঁচিল তোলা হয়েছিল । ইস্ট জার্মান আর ওয়েস্ট জার্মান । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেভিড ক্যামটন লিখেছিলেন আস অ্যান্ড দেম । আমরা এবং ওরা । আরেকটি নাটক উনি লিখেছিলেন, দা ওয়াল । সেটা থেকেই আমরা করেছি আমি ও আমরা । আজকের দিনের ঘটনাকে মাথায় রেখে নাটকটিকে তৈরি করা হয়েছে । আমরা এই নাটকটি তৈরি করেছি নন-প্রসেনিয়াম স্পেসকে মাথায় রেখেই ।"
তিনি আরও বলেন, "এই নাটকে অনেকগুলি গান রয়েছে । গান লিখেছে শ্রীকান্ত আচার্য পুত্র শীল আচার্য । এবং সুর করেছে খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিভু মুখোপাধ্যায় ও অঙ্কনা দাস । প্রথম দিকে ওদের টিমটা কাজ করত । পরে আমাদের টিম তৈরি হয়ে যাওয়াতে আমাদের ছেলেমেয়েরাই গান-বাজনার দিকটা দেখে । আস অ্যান্ড দেম নাটকের অনুবাদ করেছেন আমার ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় । সেটাকে পরিবর্তন পরিমার্জন করে আমি পরিচালনা করেছি । দা ওয়াল থেকে খানিকটা অংশ রাখা হয়েছে ।"
শান্তিলাল মুখোপাধ্যায় বললেন, "গতকাল কণাদ মঞ্চে কল্যাণী থেকে আরও একটি দল আসে । নাট্যবাসনা । তাদের নাটক খেলা পরিবেশিত হয় আগে ।"