ETV Bharat / sitara

ডেভিড ক্যামটনের অনুপ্রেরণায় শান্তিলালের 'আমি ও আমরা' - Santilal Mukherjee

গতকাল সন্ধ্যা সাড়ে 6 টায় পরিবেশিত হয় অশোকনগর নাট্যআননের 'আমি ও আমরা' নাটকটি । নির্দেশনায় শান্তিলাল মুখোপাধ্যায় । নাটক নিয়ে ETV ভারত সিতারাকে অনেক তথ্য দিলেন শান্তিলাল ।

আমি ও আমরা
author img

By

Published : Jul 8, 2019, 8:55 AM IST

কলকাতা : হলঘরটি দক্ষিণ কলকাতার দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের । তবে এখন তার নতুন একটি পরিচয় হয়েছে । নন-প্রসেনিয়াম নাটকের জন্য সেটিকে ব্যবহার করা হচ্ছে । হলঘরটির নতুন নাম 'কণাদ মঞ্চ' । জমে উঠেছে নাট্য পরিবেশনে । গতকাল সন্ধ্যা সাড়ে 6 টায় পরিবেশিত হয় অশোকনগর নাট্যআননের 'আমি ও আমরা' নাটকটি । নির্দেশনায় শান্তিলাল মুখোপাধ্যায় । নাটক নিয়ে ETV ভারত সিতারাকে অনেক তথ্য দিলেন শান্তিলাল ।

শান্তিলাল বলেন, "এটা আসলে ডেভিড ক্যামটনের লেখা নাটক আস অ্যান্ড দেম এবং দা ওয়াল থেকে অনুপ্রাণিত । জার্মানিকে দু'ভাগ করে মাঝখানে পাঁচিল তোলা হয়েছিল । ইস্ট জার্মান আর ওয়েস্ট জার্মান । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেভিড ক্যামটন লিখেছিলেন আস অ্যান্ড দেম । আমরা এবং ওরা । আরেকটি নাটক উনি লিখেছিলেন, দা ওয়াল । সেটা থেকেই আমরা করেছি আমি ও আমরা । আজকের দিনের ঘটনাকে মাথায় রেখে নাটকটিকে তৈরি করা হয়েছে । আমরা এই নাটকটি তৈরি করেছি নন-প্রসেনিয়াম স্পেসকে মাথায় রেখেই ।"

তিনি আরও বলেন, "এই নাটকে অনেকগুলি গান রয়েছে । গান লিখেছে শ্রীকান্ত আচার্য পুত্র শীল আচার্য । এবং সুর করেছে খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিভু মুখোপাধ্যায় ও অঙ্কনা দাস । প্রথম দিকে ওদের টিমটা কাজ করত । পরে আমাদের টিম তৈরি হয়ে যাওয়াতে আমাদের ছেলেমেয়েরাই গান-বাজনার দিকটা দেখে । আস অ্যান্ড দেম নাটকের অনুবাদ করেছেন আমার ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় । সেটাকে পরিবর্তন পরিমার্জন করে আমি পরিচালনা করেছি । দা ওয়াল থেকে খানিকটা অংশ রাখা হয়েছে ।"

শান্তিলাল মুখোপাধ্যায় বললেন, "গতকাল কণাদ মঞ্চে কল্যাণী থেকে আরও একটি দল আসে । নাট্যবাসনা । তাদের নাটক খেলা পরিবেশিত হয় আগে ।"

কলকাতা : হলঘরটি দক্ষিণ কলকাতার দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের । তবে এখন তার নতুন একটি পরিচয় হয়েছে । নন-প্রসেনিয়াম নাটকের জন্য সেটিকে ব্যবহার করা হচ্ছে । হলঘরটির নতুন নাম 'কণাদ মঞ্চ' । জমে উঠেছে নাট্য পরিবেশনে । গতকাল সন্ধ্যা সাড়ে 6 টায় পরিবেশিত হয় অশোকনগর নাট্যআননের 'আমি ও আমরা' নাটকটি । নির্দেশনায় শান্তিলাল মুখোপাধ্যায় । নাটক নিয়ে ETV ভারত সিতারাকে অনেক তথ্য দিলেন শান্তিলাল ।

শান্তিলাল বলেন, "এটা আসলে ডেভিড ক্যামটনের লেখা নাটক আস অ্যান্ড দেম এবং দা ওয়াল থেকে অনুপ্রাণিত । জার্মানিকে দু'ভাগ করে মাঝখানে পাঁচিল তোলা হয়েছিল । ইস্ট জার্মান আর ওয়েস্ট জার্মান । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেভিড ক্যামটন লিখেছিলেন আস অ্যান্ড দেম । আমরা এবং ওরা । আরেকটি নাটক উনি লিখেছিলেন, দা ওয়াল । সেটা থেকেই আমরা করেছি আমি ও আমরা । আজকের দিনের ঘটনাকে মাথায় রেখে নাটকটিকে তৈরি করা হয়েছে । আমরা এই নাটকটি তৈরি করেছি নন-প্রসেনিয়াম স্পেসকে মাথায় রেখেই ।"

তিনি আরও বলেন, "এই নাটকে অনেকগুলি গান রয়েছে । গান লিখেছে শ্রীকান্ত আচার্য পুত্র শীল আচার্য । এবং সুর করেছে খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিভু মুখোপাধ্যায় ও অঙ্কনা দাস । প্রথম দিকে ওদের টিমটা কাজ করত । পরে আমাদের টিম তৈরি হয়ে যাওয়াতে আমাদের ছেলেমেয়েরাই গান-বাজনার দিকটা দেখে । আস অ্যান্ড দেম নাটকের অনুবাদ করেছেন আমার ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় । সেটাকে পরিবর্তন পরিমার্জন করে আমি পরিচালনা করেছি । দা ওয়াল থেকে খানিকটা অংশ রাখা হয়েছে ।"

শান্তিলাল মুখোপাধ্যায় বললেন, "গতকাল কণাদ মঞ্চে কল্যাণী থেকে আরও একটি দল আসে । নাট্যবাসনা । তাদের নাটক খেলা পরিবেশিত হয় আগে ।"

Intro:দক্ষিণ কলকাতার দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের হলঘরের এখন আরেকটি পরিচয় হয়েছে। নন-প্রসেনিয়াম (যে নাটকের পরিবেশনায় মঞ্চের প্রয়োজন নেই) নাটকের জন্য সেটিকে ব্যবহার করা হচ্ছে। হলঘরের নাম হয়েছে 'কণাদ মঞ্চ'। ৬ মাস সময় পাওয়া গিয়েছে এই হলঘর #OFFSATAGE SEASON 2। এখন কণাদ মঞ্চ জমে উঠেছে নাট্য পরিবেশনে। আজ সন্ধ্যে ৬:৩০টায় পরিবেশিত হবে অশোকনগর নাট্যআননের 'আমি ও আমরা' নাটকটি। নির্দেশনায় শান্তিলাল মুখোপাধ্যায়।
শান্তিলাল নাটক সম্পর্কে নানা তথ্য দেন ETV ভারত সিতারাকে।


Body:শান্তিলাল বলেন, "এটা আসলে ডেভিড ক্যামটনের লেখা নাটক 'আস অ্যান্ড দেম' এবং 'দা ওয়াল' থেকে অনুপ্রাণিত। জার্মানিকে যখন দুভাগ করে মাঝখানে পাঁচিল তোলা হয়েছিল, ইস্ট জার্মান আর ওয়েস্ট জার্মান, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেভিড ক্যামটন লিখেছিলেন আস অ্যান্ড দেম। আমরা এবং ওরা। আরেকটি নাটক উনি লিখেছিলেন, দা ওয়াল। সেটা থেকেই আমরা করেছি 'আমি ও আমরা'। আজকের দিনের ঘটনাকে মাথায় রেখে নাটকটিকে ফেলা হয়েছে। এবং আমরা এই নাটকটি তৈরি করেছি নন-প্রসেনিয়াম স্পেসকে মাথায় রেখেই। এই নাটকে অনেকগুলি গান রয়েছে। গান লিখেছে শ্রীকান্ত আচার্য প্রয়ীতি শীল আচার্য। এবং সুর করেছে খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিভু মুখোপাধ্যায় ও অঙ্কনা দাস। প্রথম দিকে ওদের টিমটা কাজ করত। পরে আমাদের টিম তৈরি হয়ে যাওয়াতে আমাদের ছেলেমেয়েরাই গান-বাজনার দিকটা দেখে। আস অ্যান্ড দেম নাটকের অনুবাদ করেছেন আমার ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়। সেটাকে পরিবর্তন পরিমার্জন করে আমি পরিচালনা করেছি। দা ওয়াল থেকে খানিকটা অংশ রাখা হয়েছে।"





Conclusion:শান্তিলাল মুখোপাধ্যায় বললেন, "আজ কণাদ মঞ্চে কল্যাণী থেকে আরও একটি দল আসছে, নাট্যবাসনা। তাদের নাটক খেলা পরিবেশিত হবে আগে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.