ETV Bharat / sitara

শেক্সপিয়রকে নিয়ে থিয়েটার ফেস্টিভাল কলকাতায় - Kolkata

১৪ ও ১৫ সেপ্টেম্বর কলামন্দিরে আয়োজন করা হল দা শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভালের । শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' ও 'অ্যাজ় ইউ লাইক ইট' মঞ্চস্থ হবে পরপর দু'দিন । এই কাজে 'গুঞ্জন' নাট্যগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া । কালকি 'ফেয়ারি টেল' পাঠ করবেন অভিনব কায়দায় ।

শেক্সপিয়র
author img

By

Published : Aug 26, 2019, 5:49 PM IST

Updated : Aug 26, 2019, 6:05 PM IST

কলকাতা : 'গুঞ্জন' নাট্যগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া । অ্যাসোসিয়েশনের সভাপতি মদন মিত্রর তত্ত্বাবধানে গতকাল একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল 'গুঞ্জন' । বৈঠকের বিষয়বস্তু ছিল শেক্সপিয়রকে কেন্দ্র করে উৎসব । উৎসবে অংশ নিয়েছেন মুম্বইয়ের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা । রয়েছেন কল্কি কেকলান, রজত কাপুর, রণবীর শোরে, জিম সরব, বিনয় পাঠক ও তিলোত্তমা সোম ।

14- 15 সেপ্টেম্বর কলামন্দিরে চলবে 'দা শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভাল' । শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' ও 'অ্যাজ় ইউ লাইক ইট' মঞ্চস্থ হবে পরপর দু'দিন । কালকি 'ফেয়ারি টেল' পাঠ করবেন অভিনব কায়দায় ।

মদন মিত্র বলেন, "এই ফেস্টিভালের সঙ্গে আমরা, অর্থাৎ অটোমোবাইল অ্যাসোসিয়েশন জড়িয়ে গেলাম এই কারণেই, যে শেক্সপিয়ারের ট্রেডিশন এখনও চলছে । ভিন্টেজ গাড়ির ব্যাপারে যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে, ঠিক তেমনই এই ভিন্টেজ গাড়ির সঙ্গে যদি আমরা শেক্সপিরিয়ান থিয়েটারকে নিয়ে আসতে পারি, মানুষ খুব খুশি হবে । আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রোশিওর দিয়েছি..."

শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভাল

তিনি আরও বলেন, "আমরা পরম্পরাকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছি । এই গুঞ্জন গোষ্ঠীর পাশে আমরা দাঁড়াতে চাই । এই যে গতিটা চলছে, কালের যাত্রার ধ্বনির সঙ্গে আমরা থাকতে চাইছি । পশ্চিমবঙ্গের নাট্যদলগুলির আর্থিক সাপোর্ট খুব দরকার । আর সেই আর্থিক সাপোর্টটাই এই দল দেওয়ার চেষ্টা করছে । হয়তো টাকার অঙ্কে লক্ষ লক্ষ টাকা নয় । কিন্তু ওদের উদ্দেশ্য পাঁচটি ভালো গ্রুপকে বেছে নিয়ে সাহায্য করা । এবং সেই টাকাটা তুলতে গেলে এখনও তাদের শেক্সপিয়ারের উপরেই ভরসা করতে হচ্ছে । এবং জাতীয় স্তরের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আসতে হচ্ছে । না হলে স্পন্সর আসতে চাইছে না ।"

'গুঞ্জন' নাট্যদলটি কলকাতার একটি নাটকের কোম্পানি । এটি দেশের তাবড় তাবড় নাট্যব্যক্তিত্বকে নিয়ে মূলত কাজ করে । 'আইনস্টাইন', 'ডান্স লাইক এ ম্যান', 'হ্যামলেট', 'ম্যাকবেথ', 'কিং লিয়ার'-র মতো নাটক মঞ্চস্থ করেছে । সেই নাটকগুলিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, লিলিট দুবে, অনন্ত মহাদেব, জিম সরব, কল্কি কেকলান, রজত কাপুর, বিনয় পাঠক, রণবীর শোরে, তিলোত্তমা সোম সহ অন্যান্যরা ।

কলকাতা : 'গুঞ্জন' নাট্যগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া । অ্যাসোসিয়েশনের সভাপতি মদন মিত্রর তত্ত্বাবধানে গতকাল একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল 'গুঞ্জন' । বৈঠকের বিষয়বস্তু ছিল শেক্সপিয়রকে কেন্দ্র করে উৎসব । উৎসবে অংশ নিয়েছেন মুম্বইয়ের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা । রয়েছেন কল্কি কেকলান, রজত কাপুর, রণবীর শোরে, জিম সরব, বিনয় পাঠক ও তিলোত্তমা সোম ।

14- 15 সেপ্টেম্বর কলামন্দিরে চলবে 'দা শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভাল' । শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' ও 'অ্যাজ় ইউ লাইক ইট' মঞ্চস্থ হবে পরপর দু'দিন । কালকি 'ফেয়ারি টেল' পাঠ করবেন অভিনব কায়দায় ।

মদন মিত্র বলেন, "এই ফেস্টিভালের সঙ্গে আমরা, অর্থাৎ অটোমোবাইল অ্যাসোসিয়েশন জড়িয়ে গেলাম এই কারণেই, যে শেক্সপিয়ারের ট্রেডিশন এখনও চলছে । ভিন্টেজ গাড়ির ব্যাপারে যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে, ঠিক তেমনই এই ভিন্টেজ গাড়ির সঙ্গে যদি আমরা শেক্সপিরিয়ান থিয়েটারকে নিয়ে আসতে পারি, মানুষ খুব খুশি হবে । আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রোশিওর দিয়েছি..."

শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভাল

তিনি আরও বলেন, "আমরা পরম্পরাকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছি । এই গুঞ্জন গোষ্ঠীর পাশে আমরা দাঁড়াতে চাই । এই যে গতিটা চলছে, কালের যাত্রার ধ্বনির সঙ্গে আমরা থাকতে চাইছি । পশ্চিমবঙ্গের নাট্যদলগুলির আর্থিক সাপোর্ট খুব দরকার । আর সেই আর্থিক সাপোর্টটাই এই দল দেওয়ার চেষ্টা করছে । হয়তো টাকার অঙ্কে লক্ষ লক্ষ টাকা নয় । কিন্তু ওদের উদ্দেশ্য পাঁচটি ভালো গ্রুপকে বেছে নিয়ে সাহায্য করা । এবং সেই টাকাটা তুলতে গেলে এখনও তাদের শেক্সপিয়ারের উপরেই ভরসা করতে হচ্ছে । এবং জাতীয় স্তরের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আসতে হচ্ছে । না হলে স্পন্সর আসতে চাইছে না ।"

'গুঞ্জন' নাট্যদলটি কলকাতার একটি নাটকের কোম্পানি । এটি দেশের তাবড় তাবড় নাট্যব্যক্তিত্বকে নিয়ে মূলত কাজ করে । 'আইনস্টাইন', 'ডান্স লাইক এ ম্যান', 'হ্যামলেট', 'ম্যাকবেথ', 'কিং লিয়ার'-র মতো নাটক মঞ্চস্থ করেছে । সেই নাটকগুলিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, লিলিট দুবে, অনন্ত মহাদেব, জিম সরব, কল্কি কেকলান, রজত কাপুর, বিনয় পাঠক, রণবীর শোরে, তিলোত্তমা সোম সহ অন্যান্যরা ।

Intro:নাট্যগোষ্ঠীর নাম 'গুঞ্জন'। তাদের পাশে এসে দাঁড়িয়েছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। যাঁর প্রেসিডেন্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মদন মিত্র। তাঁরই তত্ত্বাবধানে 'গুঞ্জন' একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে দক্ষিণ কলকাতার অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে। বৈঠকের বিষয়বস্তু শেক্সপিয়রকে কেন্দ্র করে উৎসব। যে উৎসবে অংশগ্রহণ করছেন মুম্বইয়ের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা। তালিকায় রয়েছেন কাল্কি কোয়েচলিন, রজত কাপুর, রণবীর শোরে, জিম সরব, বিনয় পাঠক, নীল বোপালাম, এবং তিলোত্তমা সোম। সেপ্টেম্বর মাসের ১৪ এবং ১৫ তারিখ কলামন্দিরে আয়োজিত হবে 'দা শেক্সপিয়র থিয়েটার ফ্যাস্টিভ্যাল'এর। শেক্সপিয়ারের নাটক 'ম্যাকবেথ' ও 'অ্যাজ ইউ লাইক ইট' মঞ্চস্থ হবে পরপর দু'দিন। কাল্কি 'ফেয়ারি টেল' কবিতা পাঠ করবেন অভিনব কায়দায়। অনুষ্ঠান সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন মদন মিত্র।


Body:মদন মিত্র বললেন, "এই ফেস্টিভালের সঙ্গে আমরা, অর্থাৎ অটোমোবাইল অ্যাসোসিয়েশন জড়িয়ে গেলাম এই কারণেই, যে শেক্সপিয়ারের ট্রেডিশন এখনও চলছে। ভিন্টেজ গাড়ির ব্যাপারে যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে, ঠিক তেমনই এই ভিন্টেজ গাড়ির সঙ্গে যদি আমরা শেক্সপিরিয়ান থিয়েটারকে নিয়ে আসতে পারি, মানুষ খুব খুশি হবে। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রোশিওর দিয়েছি। অর্থাৎ, আমরা যে কোনওভাবেই হোক, ভিন্টেজ গাড়ির রেলি করি, ঠিক তেমন করেই আমরা পরম্পরাকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছি। এই গুঞ্জন গোষ্ঠীর পাশে আমরা দাঁড়াতে চাই। এই যে গতিটা চলছে, কালের যাত্রার ধ্বনির সঙ্গে আমরা থাকতে চাইছি। পশ্চিমবঙ্গের নাট্যদলগুলির আর্থিক সাপোর্ট খুব দরকার। আর সেই আর্থিক সাপোর্টটাই এই দল দেওয়ার চেষ্টা করছে। হয়তো টাকার অঙ্কে লক্ষ লক্ষ টাকা নয়। কিন্তু ওদের উদ্দেশ্য পাঁচটি ভালো গ্রুপকে বেছে নিয়ে সাহায্য করা। এবং সেই টাকাটা তুলতে গেলে এখনও তাদের শেক্সপিয়ারের উপরেই ভরসা করতে হচ্ছে। এবং জাতীয় স্তরের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আসতে হচ্ছে। না হলে স্পন্সর আসতে চাইছে না।"


Conclusion:'গুঞ্জন' নাট্যদল সম্পর্কে কিছু কথা :
এটি কলকাতার একটি নাটকের কোম্পানি। গোটা দেশের তাবড় তাবড় নাট্যব্যক্তিত্বদের নিয়ে মূলত কাজ করে। 'আইনস্টাইন', 'দান্স লাইক আ ম্যান', 'হ্যামলেট', 'ম্যাকবেথ', 'কিং লিয়ার'এর মতো নাটক মঞ্চস্থ করেছে। সেই নাটকগুলিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, লিলিট দুবে, অনন্ত মহাদেব, জিম সরব, কল্কি কোয়েচলিন, রজত কাপুর, বিনয় পাঠক, রণবীর শোরে, তিলোত্তমা সোম এবং অন্যান্যরা।

গুঞ্জন এদেশের থিয়েটারের সংস্কৃতিকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে তারা স্থানীয় নাট্যদলগুলিকে পুরস্কৃত করে, উৎসাহ জোগায়।

ভিডিওতে শুনুন মদন মিত্রের বক্তব্য :
Last Updated : Aug 26, 2019, 6:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.