ETV Bharat / sitara

নতুন মিশন নিয়ে 'দা ফ্যামিলি ম্যান'-এর দ্বিতীয় সিজ়নে ফিরছেন মনোজ বাজপেয়ী - family man 2 teaser samantha akkineni family man 2 teaser

এই দ্বিতীয় সিজ়নে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনিকে । এই সিরিজ়ের মাধ্যমেই ডিজিটালে ডেবিউ করতে চলেছেন তিনি ।

sd
sd
author img

By

Published : Jan 13, 2021, 5:07 PM IST

মুম্বই : শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে ফিরছেন মনোজ বাজপেয়ী । ফের 'দা ফ্যামিলি ম্যান'-এর দ্বিতীয় সিজ়নে দেখা যাবে তাঁকে । প্রকাশ্যে এল এই সিরিজ়ের টিজ়ার । সিরিজ়টি পরিচালনা করেছেন রাজ ও ডিকে ।

সিরিজ়ের প্রথম সিজ়নে এক মিশনে ছিলেন শ্রীকান্ত তিওয়ারি । কিন্তু, সেই মিশনের শেষে কী হয় তা অবশ্য দেখানো হয়নি । তার আগেই সিজ়নটি শেষ করে দেওয়া হয়েছিল । টিজ়ার থেকে অবশ্য দ্বিতীয় সিজ়নের কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছে ।

টিজ়ারের শুরুতে দেখা গিয়েছে শ্রীকান্তের খোঁজ কেউ জানে না । এমনকী, পরিবারের সদস্যরাও তার খোঁজ জানে না । সবাই তাঁকে খোঁজার চেষ্টা করছেন । ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না । সহকর্মীরাও তাঁকে খুঁজে পাচ্ছে না । অবশেষে তাঁর দেখা পাওয়া যায় । কোনও এক নতুন মিশনের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি । টিজ়ার থেকে অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই দ্বিতীয় সিজ়নে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনিকে । এই সিরিজ়ের মাধ্যমেই ডিজিটালে ডেবিউ করতে চলেছেন তিনি । এছাড়াও সিরিজ়ের এই সিজ়নে দেখা যাবে পিরামনি, শরিব হাসমি, দর্শন কুমার, শরদ কেলকর, শ্রেয়া ধনওয়ান্ত্রেসহ আরও অনেককে । তবে টিজ়ারে সামান্থার চরিত্র সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি । পুরো সিরিজ়টি জানার জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে । কারণ ওইদিনই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ।

মুম্বই : শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে ফিরছেন মনোজ বাজপেয়ী । ফের 'দা ফ্যামিলি ম্যান'-এর দ্বিতীয় সিজ়নে দেখা যাবে তাঁকে । প্রকাশ্যে এল এই সিরিজ়ের টিজ়ার । সিরিজ়টি পরিচালনা করেছেন রাজ ও ডিকে ।

সিরিজ়ের প্রথম সিজ়নে এক মিশনে ছিলেন শ্রীকান্ত তিওয়ারি । কিন্তু, সেই মিশনের শেষে কী হয় তা অবশ্য দেখানো হয়নি । তার আগেই সিজ়নটি শেষ করে দেওয়া হয়েছিল । টিজ়ার থেকে অবশ্য দ্বিতীয় সিজ়নের কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছে ।

টিজ়ারের শুরুতে দেখা গিয়েছে শ্রীকান্তের খোঁজ কেউ জানে না । এমনকী, পরিবারের সদস্যরাও তার খোঁজ জানে না । সবাই তাঁকে খোঁজার চেষ্টা করছেন । ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না । সহকর্মীরাও তাঁকে খুঁজে পাচ্ছে না । অবশেষে তাঁর দেখা পাওয়া যায় । কোনও এক নতুন মিশনের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি । টিজ়ার থেকে অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই দ্বিতীয় সিজ়নে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনিকে । এই সিরিজ়ের মাধ্যমেই ডিজিটালে ডেবিউ করতে চলেছেন তিনি । এছাড়াও সিরিজ়ের এই সিজ়নে দেখা যাবে পিরামনি, শরিব হাসমি, দর্শন কুমার, শরদ কেলকর, শ্রেয়া ধনওয়ান্ত্রেসহ আরও অনেককে । তবে টিজ়ারে সামান্থার চরিত্র সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি । পুরো সিরিজ়টি জানার জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে । কারণ ওইদিনই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.