মুম্বই : আত্মহত্যা করলেন টেলিভিশনের পরিচিত মুখ সেজল শর্মা । মীরা রোডে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।
এক পুলিশ অফিসার এই প্রসঙ্গে জানান, "বৃহস্পতিবার রাত 2.30 নাগাদ সেজলের রুমমেট ওকে ফোনে না পেয়ে, দরজা ভেঙে ঘরে ঢোকে আর ওকে মৃত অবস্থায় পায় ।" এরপর সেজলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে সেজল লিখে গেছেন যে ব্যক্তিগত কোনও সমস্যার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি ।
'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকে সেজলের কো-অ্যাক্টর অরু কে. বর্মা IANS-কে জানান, "আমার ওর সঙ্গে 10 দিন আগেই দেখা হয়েছে । রবিবারও ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে । ও পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছিল তখন । ওর মৃত্যুর খবরটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ।"
অরু এটাও জানান, "ওঁর পরিবার বডি নিয়ে উদয়পুর চলে গেছে , যেখানে ওঁদের পৈতৃক বাড়ি রয়েছে । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে সেজলের ।"
2017-তে উদয়পুর থেকে মুম্বই আসেন সেজল । 'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকের আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে । এছাড়াও 'আজ়াদ পরিন্দে' ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন সেজল ।