ETV Bharat / sitara

আত্মহত্যার পথ বেছে নিলেন টেলিভিশন অভিনেত্রী সেজল - সেজল শর্মা সুইসাইড

টেলিভিশন অভিনেত্রী সেজল শর্মা বেছে নিলেন আত্মহননের পথ । 'দিল তো হ্য়াপি হ্যায় জি' ধারাবাহিকের সিমি খোসলা চুপ হয়ে গেলেন চিরতরে ।

Sejal Sharma commited suicide
Sejal Sharma commited suicide
author img

By

Published : Jan 25, 2020, 12:24 PM IST

Updated : Jan 25, 2020, 1:05 PM IST

মুম্বই : আত্মহত্যা করলেন টেলিভিশনের পরিচিত মুখ সেজল শর্মা । মীরা রোডে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

এক পুলিশ অফিসার এই প্রসঙ্গে জানান, "বৃহস্পতিবার রাত 2.30 নাগাদ সেজলের রুমমেট ওকে ফোনে না পেয়ে, দরজা ভেঙে ঘরে ঢোকে আর ওকে মৃত অবস্থায় পায় ।" এরপর সেজলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে সেজল লিখে গেছেন যে ব্যক্তিগত কোনও সমস্যার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি ।

Sejal Sharma commited suicide
সেজল

'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকে সেজলের কো-অ্যাক্টর অরু কে. বর্মা IANS-কে জানান, "আমার ওর সঙ্গে 10 দিন আগেই দেখা হয়েছে । রবিবারও ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে । ও পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছিল তখন । ওর মৃত্যুর খবরটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ।"

অরু এটাও জানান, "ওঁর পরিবার বডি নিয়ে উদয়পুর চলে গেছে , যেখানে ওঁদের পৈতৃক বাড়ি রয়েছে । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে সেজলের ।"

2017-তে উদয়পুর থেকে মুম্বই আসেন সেজল । 'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকের আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে । এছাড়াও 'আজ়াদ পরিন্দে' ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন সেজল ।

মুম্বই : আত্মহত্যা করলেন টেলিভিশনের পরিচিত মুখ সেজল শর্মা । মীরা রোডে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

এক পুলিশ অফিসার এই প্রসঙ্গে জানান, "বৃহস্পতিবার রাত 2.30 নাগাদ সেজলের রুমমেট ওকে ফোনে না পেয়ে, দরজা ভেঙে ঘরে ঢোকে আর ওকে মৃত অবস্থায় পায় ।" এরপর সেজলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে সেজল লিখে গেছেন যে ব্যক্তিগত কোনও সমস্যার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি ।

Sejal Sharma commited suicide
সেজল

'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকে সেজলের কো-অ্যাক্টর অরু কে. বর্মা IANS-কে জানান, "আমার ওর সঙ্গে 10 দিন আগেই দেখা হয়েছে । রবিবারও ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে । ও পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছিল তখন । ওর মৃত্যুর খবরটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ।"

অরু এটাও জানান, "ওঁর পরিবার বডি নিয়ে উদয়পুর চলে গেছে , যেখানে ওঁদের পৈতৃক বাড়ি রয়েছে । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে সেজলের ।"

2017-তে উদয়পুর থেকে মুম্বই আসেন সেজল । 'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকের আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে । এছাড়াও 'আজ়াদ পরিন্দে' ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন সেজল ।

Intro:Body:

আত্মহত্যার পথ বেছে নিলেন টেলিভিশন অভিনেত্রী সেজল



টেলিভিশন অভিনেত্রী সেজল শর্মা বেছে নিলেন আত্মহননের পথ । 'দিল তো হ্য়াপি হ্যায় জি' ধারাবাহিকের সিমি খোসলা চুপ হয়ে গেলেন চিরতরে ।



মুম্বই : আত্মহত্যার করলেন টেলিভিশনের পরিচিত মুখ সেজল শর্মা । মীরা রোডে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।



এক পুলিশ অফিসার এই প্রসঙ্গে জানান, "বৃহস্পতিবার রাত 2.30 নাগাদ সেজলের রুমমেট ওকে ফোনে না পেয়ে, দরজা ভেঙে ঘরে ঢোকে আর ওকে মৃত অবস্থায় পায় ।" এরপর সেজলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ।



পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে লেখা আছে যে ব্যক্তিগত কোনও সমস্যার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সেজল ।



'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকে সেজলের কো-অ্যাক্টর অরু কে. বর্মা IANS-কে জানান, "আমার ওর সঙ্গে 10 দিন আগেই দেখা হয়েছে । রবিবার ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে । ও পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছিল তখন । ওর মৃত্যুর খবরটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ।"



অরু এটাও জানান, "ওঁর পরিবার বডি নিয়ে গেছে উদয়পুরে, যেখানে ওঁদের পৈতৃক বাড়ি রয়েছে ।"



2017-তে উদয়পুর থেকে মুম্বই আসেন সেজল । 'দিল তো হ্যাপি হ্যায় জি' ধারাবাহিকের আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে । এছাড়াও 'আজ়াদ পরিন্দে' ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন সেজল ।




Conclusion:
Last Updated : Jan 25, 2020, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.