ETV Bharat / sitara

মুক্তি পেল সইফ অভিনীত ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এর ট্রেলার - তাণ্ডবের ট্রেলার

সিরিজ়ের গল্প লিখেছেন গৌরব সোলাঙ্কি । আর পরিচালনা করেছেন আলি আব্বাস জ়াফার । 15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'তাণ্ডব'।

োে্
োে্
author img

By

Published : Jan 4, 2021, 6:03 PM IST

মুম্বই : মুক্তি পেল সইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এর ট্রেলার । এছাড়াও এই সিরিজ়ের মুখ্যচরিত্রে দেখা যাবে মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, কৃতিকা কামরা, গওহর খান, সুনীল গ্রোভার, দিনো মোরে, অনুপ সোনি, কুমুদ মিশ্র ও সান্ধ্য মৃদুলকে ।

প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসবে, তাই নিয়ে চলছে লড়াই । চেয়ার দখলের লড়াইয়ে সামিল হয়েছে অনেকেই । ছবিতে সইফের চরিত্রের নাম সমর প্রতাপ সিং । রাজনীতির সঙ্গে যার সম্পর্ক ছোটো থেকেই । তার পরিবারের সবাই রাজনীতির সঙ্গে যুক্ত । এদিকে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সে । কিন্তু, তাকে ডিঙিয়ে সেই চেয়ারে বসার ইচ্ছে রয়েছে আরও অনেকেরই ।

অন্যদিকে ছাত্র নেতা শিবার চরিত্রে দেখা গিয়েছে জ়িশান আয়ুবকে । কলেজে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত সে । দুর্নীতির বিরুদ্ধে লড়াই করারই তার একমাত্র লক্ষ্য । এদিকে চাপে পড়ে শিবাকে নিজের দলে টানার চেষ্টা করে সমর । এমনকী, প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও দেখা হয় তাকে । কিন্তু, সমরের দলের সঙ্গে যুক্ত না হয়ে নিজের দল তৈরি করার ইচ্ছাপ্রকাশ করে সে । আর তার মাধ্যমেই ক্ষমতায় এসে নেতৃত্ব দেবে বলেও জানায় । এভাবেই এগোতে থাকে ছবির গল্প ।

সিরিজ়ের গল্প লিখেছেন গৌরব সোলাঙ্কি । আর পরিচালনা করেছেন আলি আব্বাস জ়াফার । এই সিরিজ়ের গল্প প্রসঙ্গে সইফ বলেন, "দেশের বিনোদন ইন্ডাস্ট্রি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । তাণ্ডবের মতো গল্প ধারাটাকেই বদলে দিচ্ছে । এই ধরনের ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লেগেছে ।"

15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'তাণ্ডব'।

মুম্বই : মুক্তি পেল সইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এর ট্রেলার । এছাড়াও এই সিরিজ়ের মুখ্যচরিত্রে দেখা যাবে মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, কৃতিকা কামরা, গওহর খান, সুনীল গ্রোভার, দিনো মোরে, অনুপ সোনি, কুমুদ মিশ্র ও সান্ধ্য মৃদুলকে ।

প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসবে, তাই নিয়ে চলছে লড়াই । চেয়ার দখলের লড়াইয়ে সামিল হয়েছে অনেকেই । ছবিতে সইফের চরিত্রের নাম সমর প্রতাপ সিং । রাজনীতির সঙ্গে যার সম্পর্ক ছোটো থেকেই । তার পরিবারের সবাই রাজনীতির সঙ্গে যুক্ত । এদিকে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সে । কিন্তু, তাকে ডিঙিয়ে সেই চেয়ারে বসার ইচ্ছে রয়েছে আরও অনেকেরই ।

অন্যদিকে ছাত্র নেতা শিবার চরিত্রে দেখা গিয়েছে জ়িশান আয়ুবকে । কলেজে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত সে । দুর্নীতির বিরুদ্ধে লড়াই করারই তার একমাত্র লক্ষ্য । এদিকে চাপে পড়ে শিবাকে নিজের দলে টানার চেষ্টা করে সমর । এমনকী, প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও দেখা হয় তাকে । কিন্তু, সমরের দলের সঙ্গে যুক্ত না হয়ে নিজের দল তৈরি করার ইচ্ছাপ্রকাশ করে সে । আর তার মাধ্যমেই ক্ষমতায় এসে নেতৃত্ব দেবে বলেও জানায় । এভাবেই এগোতে থাকে ছবির গল্প ।

সিরিজ়ের গল্প লিখেছেন গৌরব সোলাঙ্কি । আর পরিচালনা করেছেন আলি আব্বাস জ়াফার । এই সিরিজ়ের গল্প প্রসঙ্গে সইফ বলেন, "দেশের বিনোদন ইন্ডাস্ট্রি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । তাণ্ডবের মতো গল্প ধারাটাকেই বদলে দিচ্ছে । এই ধরনের ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লেগেছে ।"

15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'তাণ্ডব'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.