ETV Bharat / sitara

Sushanta Das slams Priyanka Mitra : কুপ্রস্তাবের অভিযোগ মিথ্যে ! খড়কুটো অভিনেত্রীকে তুলোধোনা প্রযোজকের - সুশান্ত দাস

কুপ্রস্তাব দেওয়া ও হেনস্থা করার অভিযোগ মিথ্যে (Casting Couch in Tollywood) ! খড়কুটো অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে তুলোধোনা করে এমনই দাবি প্রযোজক সুশান্ত দাসের (Sushanta Das slams Priyanka Mitra) ৷

Entertainment News
কুপ্রস্তাবের অভিযোগ মিথ্যে ! খড়কুটো অভিনেত্রীকে তুলোধোনা প্রযোজকের
author img

By

Published : Mar 28, 2022, 9:10 AM IST

কলকাতা, 28 মার্চ : সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র অভিযোগের আঙুল তোলেন প্রযোজক সুশান্ত দাস (Sushanta Das slams Priyanka Mitra) এবং পরিচালক পীযূষ ঘোষের বিরুদ্ধে । অভিযোগ, সুশান্ত দাসের প্রযোজনাতে 'ছদ্মবেশী' ধারাবাহিকে লিড রোলে অভিনয় করতে করতে সরে দাঁড়াতে হয় তাঁকে । তাঁকে নাকি উত্ত্যক্ত করা হত, আবেদনমূলক মেসেজ পাঠানো হত । তাই ভয়ে তিনি ছেড়ে দিয়েছিলেন অভিনয় । টানা দু'বছর দেখা যায়নি তাঁকে । ফের তাঁকে দেখা শুরু হয় 'খড়কুটো' (Kharkuto Actress) ধারাবাহিকে চিনির চরিত্রে । নিঃসন্দেহে খুব ভাল একটা চরিত্র ।

প্রিয়াঙ্কা সেই সাক্ষাৎকারে বলেন, টলিউডে কাস্টিং কাউচ (Casting Couch in Tollywood) আছে ভাল রকমের । এত অভিযোগের কলঙ্ক মাথায় নিয়ে সুশান্ত দাস চুপ করে থাকবেন এ তো হতে পারে না । এবং হলও না । সোশ্যাল মিডিয়াতে পালটা তোপ দাগলেন তিনি প্রিয়াঙ্কাকে । সুশান্ত দাসের বয়ানে দেখা যায় তিনি লিখছেন, প্রিয়াঙ্কাকে কোনওদিনই কুপ্রস্তাব কেউ দেয়নি । প্রিয়াঙ্কা অভিনয়টা সে দিনও পারতেন না আজও পারেন না । আর তাই 'ছদ্মবেশী' করার সময় প্রিয়াঙ্কার কাছ থেকে সিনের জন্য শট দেওয়ার সময় সহযোগিতা না পেয়ে ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তাঁর সহ অভিনেতা রাজা গোস্বামী । উল্লেখ্য, এই রাজার সঙ্গেই এখন 'খড়কুটো'তে জুটি হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা । তবে পার্শ্বচরিত্রে ।

আরও পড়ুন: Sonar Songsar Award : সোনার সংসার অ্যাওয়ার্ডে চাঁদের হাট, মঞ্চ মাতালেন তারকারা

সুশান্ত দাস প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি পথে হাঁটবে বলে জানিয়েছেন । সুশান্ত দাসের বিরুদ্ধে এমন আপত্তিকর মন্তব্যে চটেছেন টলিপাড়ার অনেকেই । প্রত্যকেই সুশান্ত দাসের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা করেছেন । তাঁদের মতে, সুশান্ত দাসের মতো এমন সহযোগিতাপূর্ণ স্বভাবের প্রযোজক বিরল । প্রত্যেকেই তাঁর সঙ্গে কাজ করে ভাল অভিজ্ঞতার সাক্ষী আছেন ।

সুশান্ত দাসের কথায়, টেন্ট অনেক নতুনদের এনেছে । তাঁদেরকে তৈরিও করে নিয়েছে না পারলে। প্রিয়াঙ্কাকেও সেটাই করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু প্রিয়াঙ্কা সেটার ভুল ব্যাখ্যা করেছেন । তাঁর এতদিনের সাজানো সংসারে আঘাত হেনেছেন । তাই তিনি এর শেষ দেখবেন । এবং অভিযোগের নিরিখে তথ্য, প্রমাণং রেডি রাখতে বলেছেন তিনি প্রিয়াঙ্কাকে । সুতরাং বোঝাই যাচ্ছে খুব একটা হালকা স্তরে পড়ে নেই এই ঘটনা । সত্যি-মিথ্যার খেলা শুরু হয়ে গিয়েছে ।

প্রসঙ্গত, সুশান্ত দাসের হাত ধরে জবা, দিয়া, শ্যামা, জয়ী, অপু, বীণাপানি, ফড়িং, চিনি, তিতলিকে পেয়েছে দর্শক । প্রয়োজনে তাঁদেরকেও জিজ্ঞেস করতে বলেছেন সুশান্ত ।

আরও পড়ুন: Anik Dutta Drafts Logo of Aparajito : সত্যজিতের ধারা মেনেই অপরাজিতর লোগোর খসড়া আঁকলেন অনীক

কলকাতা, 28 মার্চ : সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র অভিযোগের আঙুল তোলেন প্রযোজক সুশান্ত দাস (Sushanta Das slams Priyanka Mitra) এবং পরিচালক পীযূষ ঘোষের বিরুদ্ধে । অভিযোগ, সুশান্ত দাসের প্রযোজনাতে 'ছদ্মবেশী' ধারাবাহিকে লিড রোলে অভিনয় করতে করতে সরে দাঁড়াতে হয় তাঁকে । তাঁকে নাকি উত্ত্যক্ত করা হত, আবেদনমূলক মেসেজ পাঠানো হত । তাই ভয়ে তিনি ছেড়ে দিয়েছিলেন অভিনয় । টানা দু'বছর দেখা যায়নি তাঁকে । ফের তাঁকে দেখা শুরু হয় 'খড়কুটো' (Kharkuto Actress) ধারাবাহিকে চিনির চরিত্রে । নিঃসন্দেহে খুব ভাল একটা চরিত্র ।

প্রিয়াঙ্কা সেই সাক্ষাৎকারে বলেন, টলিউডে কাস্টিং কাউচ (Casting Couch in Tollywood) আছে ভাল রকমের । এত অভিযোগের কলঙ্ক মাথায় নিয়ে সুশান্ত দাস চুপ করে থাকবেন এ তো হতে পারে না । এবং হলও না । সোশ্যাল মিডিয়াতে পালটা তোপ দাগলেন তিনি প্রিয়াঙ্কাকে । সুশান্ত দাসের বয়ানে দেখা যায় তিনি লিখছেন, প্রিয়াঙ্কাকে কোনওদিনই কুপ্রস্তাব কেউ দেয়নি । প্রিয়াঙ্কা অভিনয়টা সে দিনও পারতেন না আজও পারেন না । আর তাই 'ছদ্মবেশী' করার সময় প্রিয়াঙ্কার কাছ থেকে সিনের জন্য শট দেওয়ার সময় সহযোগিতা না পেয়ে ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তাঁর সহ অভিনেতা রাজা গোস্বামী । উল্লেখ্য, এই রাজার সঙ্গেই এখন 'খড়কুটো'তে জুটি হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা । তবে পার্শ্বচরিত্রে ।

আরও পড়ুন: Sonar Songsar Award : সোনার সংসার অ্যাওয়ার্ডে চাঁদের হাট, মঞ্চ মাতালেন তারকারা

সুশান্ত দাস প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি পথে হাঁটবে বলে জানিয়েছেন । সুশান্ত দাসের বিরুদ্ধে এমন আপত্তিকর মন্তব্যে চটেছেন টলিপাড়ার অনেকেই । প্রত্যকেই সুশান্ত দাসের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা করেছেন । তাঁদের মতে, সুশান্ত দাসের মতো এমন সহযোগিতাপূর্ণ স্বভাবের প্রযোজক বিরল । প্রত্যেকেই তাঁর সঙ্গে কাজ করে ভাল অভিজ্ঞতার সাক্ষী আছেন ।

সুশান্ত দাসের কথায়, টেন্ট অনেক নতুনদের এনেছে । তাঁদেরকে তৈরিও করে নিয়েছে না পারলে। প্রিয়াঙ্কাকেও সেটাই করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু প্রিয়াঙ্কা সেটার ভুল ব্যাখ্যা করেছেন । তাঁর এতদিনের সাজানো সংসারে আঘাত হেনেছেন । তাই তিনি এর শেষ দেখবেন । এবং অভিযোগের নিরিখে তথ্য, প্রমাণং রেডি রাখতে বলেছেন তিনি প্রিয়াঙ্কাকে । সুতরাং বোঝাই যাচ্ছে খুব একটা হালকা স্তরে পড়ে নেই এই ঘটনা । সত্যি-মিথ্যার খেলা শুরু হয়ে গিয়েছে ।

প্রসঙ্গত, সুশান্ত দাসের হাত ধরে জবা, দিয়া, শ্যামা, জয়ী, অপু, বীণাপানি, ফড়িং, চিনি, তিতলিকে পেয়েছে দর্শক । প্রয়োজনে তাঁদেরকেও জিজ্ঞেস করতে বলেছেন সুশান্ত ।

আরও পড়ুন: Anik Dutta Drafts Logo of Aparajito : সত্যজিতের ধারা মেনেই অপরাজিতর লোগোর খসড়া আঁকলেন অনীক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.