মুম্বই, 3 ফেব্রুয়ারি : হৃৎপিণ্ডে সফল অস্ত্রোপচারের পর কৌতুক শিল্পী সুনীল গ্রোভার এখন সুস্থ (Sunil Grover is doing fine after his heart surgery) ৷ 44 বছর বয়সি অভিনেতাকে হার্টের সমস্য়ার কারণে গত 27 জানুয়ারি এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয় ৷ তারপর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হার্টে একটি সার্জারি হয়েছে ৷ তবে অভিনেতা এখন পুরোপুরি সুস্থ ৷ বৃহস্পতিবার তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছে ৷
'কমেডি নাইটস উইথ কপিল'-এ 'রিঙ্কু ভাবি', 'ডক্টর গুলাটি'-র মতো চরিত্রগুলির জেরে একসময় রীতিমত দর্শকদের ড্রয়িংরুমের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছিলেন সুনীল ৷ অবশ্য শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও 'কফি উইথ ডি', অক্ষয় কুমারের 'গব্বর ইজ ব্য়াক'-এর মত বেশ কিছু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা ৷ ওয়েবে 'তাণ্ডব' ছাড়াও গতবছরই তিনি সকলের মন জয় করে নেন 'জি-5' এর 'সান ফ্লাওয়ার' সিরিজে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : লতার পর এবার করোনার শিকার শাবানা আজমি
এই সিরিজে হাসির মোড়কে ঘেরা তাঁর চরিত্রটি দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ এর জন্য ওটিটি সিরিজের সেরা অভিনেতা হিসাবে ফিল্ম ফেয়ার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি ৷ আগামিদিনে শাহরুখ খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই অভিনেতা ৷