কলকাতা, 5 নভেম্বর: একদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে ক্রীড়াপ্রেমী, একইসঙ্গে অভিনেতা । এহেন সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) ঘিরে বহুজনের বহু স্মৃতি । তিনি পারিবারিক বন্ধু ছিলেন অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) ৷ সুব্রতদা প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে গলা ধরে এল তাঁর ৷
ঘটনাচক্রে সুদীপা চট্টোপাধ্যায়ের বাবার নামও সুব্রত মুখোপাধ্যায় । অভিনেত্রী বললেন, "বাবা গত হওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম । সুব্রতদা এসে আমায় বলেছিলেন, আমি তো আছি । সুব্রতদা আমাদের পারিবারিক বন্ধু । বাবা মারা যাওয়ার পর আমার দুর্গাপুজোয় উপোস করে কাজ করা নিয়ে শাশুড়ি মা খুব টেনশনে থাকতেন । সুব্রতদা মা'কে বলেছিলেন আমাকে নিয়ে চিন্তা না-করতে । আমাকে না-বকতে । আমি ভালবেসে কাজটা করছি । আমার কিচ্ছু হবে না ।"
সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে সুদীপার স্মৃতিচারণায় উঠে এল আরও অনেক কথা । সুদীপা বলেন, "আমি খুব ভয় পেতাম দাদাকে । একটু কিছুতে ভুলচুক হলেই বকে দিতেন । যদিও আমি কখনও বকা খাইনি । তবু আমি ভয় পেতাম । ওই ভয়টা শ্রদ্ধার আর ভালবাসার ছিল । পুজোর সময়ে দেখা হত প্রতিবার । পাশে দাঁড়িয়ে ছবিও তুলতাম না কখনও । দাদার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকতাম । ছবির এক কোণে দেখা যেত আমাকে । এবার যখন আমার রেস্তোরাঁ খুলল, সে দিন দাদা এসেছিলেন । বৌদি বললেন, দাদাকে ভয় পেয়ো না । যাও পাশে দাঁড়িয়ে ছবি তোলো । ওই একটাই স্পষ্ট ছবি আছে দাদার সঙ্গে আমার ।"
আরও পড়ুন: Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের
নিজের ফেসবুকের পাতায় সেই ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ লিখেছেন, "দাদার সাথে আমার শ্বাশুড়ি মা আর স্বামীর সখ্যতা বেশি থাকলেও,আমি বৌদির কাছেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। যত আবদার করতাম বৌদির কাছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ইটিভি ভারতকে সুদীপা আরও বললেন, "দাদা রেগে গেলে মারাত্মক হয়ে যেতেন । যেমন ব্যক্তিত্ব, তেমনই গাম্ভীর্য, তেমনই ভাল মানুষ দাদা । ভালবাসতে জানতেন । আপন করে নিতে জানতেন । দাদা আমার শাশুড়ির খুব কাছের মানুষ ছিলেন । এমনকী অগ্নিদেবেরও । উনি ছাড়া কেউ দাদাকে রাজি করাতে পারতেন না ধারাবাহিকে অভিনয়ের জন্য । এতটাই একে অপরকে ভালবাসতেন দু'জনকে ।"
আরও পড়ুন : Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত
কলকাতা দূরদর্শনে সম্প্রচারিত ধারাবাহিক 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস'-এ মুনমুন সেনের বিপরীতে অভিনয় করেন সুব্রত মুখোপাধ্যায় । তাঁকে এই কাজে রাজি করিয়েছিলেন ধারাবাহিকের পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় । "এই সাধ্যি অন্য কারও ছিল না," ভেজা গলায় জানালেন অগ্নিদেব-জায়া সুদীপা ।
আরও পড়ুন: Subrata Mukherjee : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত