এই অনুষ্ঠান প্রসঙ্গে সংগীতশিল্পী সোমালি এ বিদ্যার্থী বলেন, "আমাদের ইচ্ছা রয়েছে মাসে একবার করে এইরকম একটি গানের অনুষ্ঠান আয়োজন করব, তারই আজকে সূচনা হল। আমরা চাই সংগীতের মাধ্যমে মানুষকে যেন এক জায়গায় আনতে পারি। আর আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একজনের মনে যদি নতুন করে প্রেমের সঞ্চার হয় তাহলেই আমাদের অনেকখানি পাওয়া।"
বাংলাদেশের বিশিষ্ট বেস গিটারিস্ট এফ হোসেন বলেন, "আসলে প্রেম ভালোবাসার দিনেই তো সবাইকে এত সুন্দর সুন্দর পোশাকে রাস্তাঘাটে পাওয়া যাবে। আর তাদেরকে এত সুন্দর সুন্দর গান শোনানো যাবে। তাই এই দিনটা আমাদের কাছে এত বিশেষ। প্রেমের গান তো অবশ্যই থাকবে আর এটা তো আমাদের কাছে একটা উৎসবের মত। আর স্ট্রীট পারফরম্যান্সের কথা বললেই লোকে ভাবে যে, এরা হয়তো খেতে পারে না। কিন্তু আমরা হয়তো এতোটাই খেতে পাই যে এত বেশি এনার্জি নিয়ে রাস্তায় এইরকম পারফরম্যান্স দেখাতে পারি।"