ETV Bharat / sitara

শিল্পী ও টেকনিশিয়ানদের জন্য নতুন সংগঠন, সভাপতি অগ্নিমিত্রা পল - tollyganj

শিল্পী ও টেকনিশিয়ানদের আর্থিক দিকে থেকে সাহায্যের পাশাপাশি সবদিক থেকে উন্নয়নের দিকে নজর রাখতে নতুন সংগঠন শুরু করলেন ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পল ।

শিল্পী ও টেকনিশিয়ানদের নতুন সংগঠন
author img

By

Published : Jun 30, 2019, 2:38 PM IST

Updated : Jun 30, 2019, 3:58 PM IST

কলকাতা : টালিগঞ্জ স্টুডিও পাড়াতে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ চলছে অনেকদিন ধরেই । এরই মধ্যে শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যের জন্য আনুষ্ঠানিকভাবে সূচনা করা হল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যান্ড কালচারাল কনফিডারেশনের । সংগঠনটির সভাপতি পদে রয়েছেন ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পল ।

নতুন এই সংগঠনটি টলিপাড়ার শিল্পী ও টেকনিশিয়ানদের আর্থিক দিকে থেকে সাহায্যের পাশাপাশি সবদিক থেকে উন্নয়নের দিকে নজর রাখবে । গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP নেতা দিলীপ ঘোষ, জর্জ বেকার, সংঘমিত্রা চৌধুরি, স্বপন সাহা, রাহুল চক্রবর্তী সহ টলিপাড়ার অসংখ্য শিল্পী ও টেকনিশিয়ানরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

অগ্নিমিত্রা বলেন, "আজ সব জায়গাতে একটা রাজনীতিকরণ চলছে । সব বিভাগে রাজনীতি ঢুকে গেছে । আমাদের এই সংগঠনে যে কোনও রাজনৈতিক দল থেকে মানুষ আসতে পারে । তাঁর গায়ে কী রং রয়েছে তা আমরা দেখব না । আমরা শুধু তার যোগ্যতা আছে কিনা দেখব । আমরা সবসময় তাদের পাশে আছি ।"

কলকাতা : টালিগঞ্জ স্টুডিও পাড়াতে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ চলছে অনেকদিন ধরেই । এরই মধ্যে শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যের জন্য আনুষ্ঠানিকভাবে সূচনা করা হল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যান্ড কালচারাল কনফিডারেশনের । সংগঠনটির সভাপতি পদে রয়েছেন ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পল ।

নতুন এই সংগঠনটি টলিপাড়ার শিল্পী ও টেকনিশিয়ানদের আর্থিক দিকে থেকে সাহায্যের পাশাপাশি সবদিক থেকে উন্নয়নের দিকে নজর রাখবে । গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP নেতা দিলীপ ঘোষ, জর্জ বেকার, সংঘমিত্রা চৌধুরি, স্বপন সাহা, রাহুল চক্রবর্তী সহ টলিপাড়ার অসংখ্য শিল্পী ও টেকনিশিয়ানরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

অগ্নিমিত্রা বলেন, "আজ সব জায়গাতে একটা রাজনীতিকরণ চলছে । সব বিভাগে রাজনীতি ঢুকে গেছে । আমাদের এই সংগঠনে যে কোনও রাজনৈতিক দল থেকে মানুষ আসতে পারে । তাঁর গায়ে কী রং রয়েছে তা আমরা দেখব না । আমরা শুধু তার যোগ্যতা আছে কিনা দেখব । আমরা সবসময় তাদের পাশে আছি ।"

Intro:পথ চলা শুরু করলো শিল্পী ও টেকনিশিয়ানদের নতুন সংগঠন ইস্টান ইন্ডিয়া মোশন পিকচারস এন্ড কালচারাল কনফেডারেশন

অমিত চক্রবর্তী,কলকাতা: টালিগঞ্জ স্টুডিও পাড়া তে যখন শিল্পী ও টেকনিশিয়ানদের একের পর এক পারিশ্রমিক বকেয়া নিয়ে অভিযোগ সামনে আসছে ঠিক সেই সময়, শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যার্থে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ইস্টান ইন্ডিয়া মোশন পিকচারস এন্ড কালচারাল কনফেডারেশন এর। নতুন এই সংগঠনটি টলিপাড়ার শিল্পী ও টেকনিশিয়ানদের অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নের দিকে নজর রাখবে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভা সংসদ দিলীপ সংসদ জর্জ বেকার, সংঘমিত্রা চৌধুরী,স্বপন সাহা, রাহুল চক্রবর্তী, নতুন এই সংস্থার সভাপতি তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, সাধন তালুকদার,বাবান ঘোষ, অরুণ মজুমদার সহ টলিপাড়ার অসংখ্য টেকনিশিয়ান ও শিল্পীরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে নতুন এই সংস্থার সংবিধানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jun 30, 2019, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.