ETV Bharat / sitara

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'থালি গার্ল' শ্রাবন্তী

একসময় ধারাবাহিকভাবে কোয়েল মল্লিককে দেখা গেছে 'থালি গার্ল'-এর ভূমিকায় । এবছর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে 'থালি গার্ল'-এর ভূমিকায় ।

ছবি
author img

By

Published : Oct 22, 2019, 2:08 PM IST

কলকাতা : এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে জল্পনা-কল্পনা বহুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে । কারণ এবার 25 বছরে পা দিতে চলেছে এই চলচ্চিত্র উৎসবটি । সেজন্য নতুনভাবে সাজানো হচ্ছে নন্দনকেও । জোরকদমে চলছে সংস্কারের কাজ । এবারের উৎসবে চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ।

প্রতিবার উৎসবের 'থালি গার্ল'কে নিয়ে শুরু হয় আগ্রহ । একসময় ধারাবাহিকভাবে কোয়েল মল্লিককে দেখা গেছে 'থালি গার্ল'-এর ভূমিকায় । এবছর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে 'থালি গার্ল'-এর ভূমিকায় ।

শোনা যাচ্ছে, উৎসবের উদ্বোধনীতে প্রতিবারের মতো এবারও থাকছেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন । থাকতে পারেন শাহরুখ খান, মহেশ ভাট ও শাবানা আজ়মি। তবে কাজল থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্তভাবে কিছুই জানানি তিনি । উৎসবে উপস্থিত থাকতে পারেন

এবছর উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকতে পারে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন'। এছাড়াও থাকতে পারে বুদ্ধদেব দাশগুপ্ত এবং মৃণাল সেনের ছবি ।

কলকাতা : এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে জল্পনা-কল্পনা বহুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে । কারণ এবার 25 বছরে পা দিতে চলেছে এই চলচ্চিত্র উৎসবটি । সেজন্য নতুনভাবে সাজানো হচ্ছে নন্দনকেও । জোরকদমে চলছে সংস্কারের কাজ । এবারের উৎসবে চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ।

প্রতিবার উৎসবের 'থালি গার্ল'কে নিয়ে শুরু হয় আগ্রহ । একসময় ধারাবাহিকভাবে কোয়েল মল্লিককে দেখা গেছে 'থালি গার্ল'-এর ভূমিকায় । এবছর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে 'থালি গার্ল'-এর ভূমিকায় ।

শোনা যাচ্ছে, উৎসবের উদ্বোধনীতে প্রতিবারের মতো এবারও থাকছেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন । থাকতে পারেন শাহরুখ খান, মহেশ ভাট ও শাবানা আজ়মি। তবে কাজল থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্তভাবে কিছুই জানানি তিনি । উৎসবে উপস্থিত থাকতে পারেন

এবছর উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকতে পারে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন'। এছাড়াও থাকতে পারে বুদ্ধদেব দাশগুপ্ত এবং মৃণাল সেনের ছবি ।

Intro:এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে জল্পনা-কল্পনা বহুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। কেন না এবার ২৫ বছরে পা দিতে চলেছে দেশের অন্যতম চলচ্চিত্র উৎসবটি। সেজন্য নন্দনকেও নতুনভাবে সাজানো হচ্ছে। জোরকদমে চলছে সংস্কারের কাজ। এবারের উৎসবে চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। এবছর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।


Body:প্রতিবার উৎসবের থালি গার্লকে নিয়ে শুরু হয় আগ্রহ। একসময় ধারাবাহিকভাবে কোয়েল মল্লিককে দেখা গেছে থালি গার্লের ভূমিকায়। এবছর অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে থালি গার্লের ভূমিকায়।

কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শোনা যাচ্ছে, এবছর উৎসবের উদ্বোধনীতে প্রতিবারের মতো এবারও থাকছেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। থাকতে পারেন শাহরুখ খান, মহেশ ভাট। কাজল আসতে পারেন। যদিও তিনি থাকবেন কিনা, সেটি চূড়ান্তভাবে জানাননি তিনি। উৎসবে উপস্থিত থাকতে পারেন শাবানা আজমি।






Conclusion:শোনা যাচ্ছে, এবছর উদ্বোধনী ছবি হিসেবে থাকছে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন'। থাকছে বুদ্ধদেব দাশগুপ্ত এবং মৃণাল সেনের ছবিও।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.