কলকাতা : লকডাউনের মধ্যে প্রতিদিন সন্ধেয় টেলিভিশনে সম্প্রচারিত হয় ধারাবাহিক 'শ্রীময়ী'। তবে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে তৈরি করা হয়েছে এই ধারাবাহিকের একটি বিশেষ এপিসোড ।
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী । প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি উদযাপন করা হয় । কিন্তু, এই বছরটা একেবারেই আলাদা । কোরোনা সংক্রমণের আশঙ্কায় গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ঘরবন্দী হয়েই রবি ঠাকুরের পুজো করছেন তারকারা, শিল্পীরা । আর এই পরিস্থিতির মধ্যেই দিনটি উদযাপন করতে একটি বিশেষ উদ্যোগ নিল 'শ্রীময়ী'। তৈরি করা হয়েছে একটি বিশেষ এপিসোড ।
![dzsfsdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7107152_9_7107152_1588906051618.png)
এই এপিসোডে অংশ নিয়েছেন ধারাবাহিকের সব কলাকুশলীরা । নিজেদের বাড়িতে বসেই শুটিং করেছেন সবাই । রয়েছেন টোটা রায়চৌধুরি, সপ্তর্ষি মৌলিক, সুদীপ মুখার্জি, উষসী চক্রবর্তী, রোহিত সামন্ত, ঐশী ভট্টাচার্য, রুষা চ্যাটার্জি, দেবত্তম মজুমদার, অঙ্কিতা মুখার্জি এবং মালবিকা সেন । রবীন্দ্রনাথের গান ও নাচের পাশাপাশি কবিগুরু স্মৃতিচারণাও করবেন তাঁরা ।