ETV Bharat / sitara

Sourav Ganguly calls Rahul Dravid miser: দ্রাবিড়কে কিপটে বললেন সৌরভ, নিজে নাকি ইউজলেস !

দাদাগিরির মঞ্চে রাহুল দ্রাবিড়কে কিপটে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly calls Rahul Dravid miser) ৷ আর তিনি নিজেকে বললেন ইউজলেস ৷

sourav-ganguly-calls-rahul-dravid-miser-on-dadagiri-season-9-stage-calls-himself-useless
দ্রাবিড়কে কিপটে বললেন সৌরভ, নিজে নাকি ইউজলেস !
author img

By

Published : Jan 17, 2022, 1:09 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: সম্পূর্ণ সুস্থ হয়ে স্বমহিমায় 'দাদাগিরি সিজন-9'-এর (Dadagiri season 9) শুটিং শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly calls Rahul Dravid miser)। 16 জানুয়ারির পর্বে হাজির ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতারা । হাজির ছিলেন ফাহিম মির্জা, ঐন্দ্রিলা সাহা, অর্কজা আচার্য, জন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল মল্লিক ।

বরাবরের মতো 16 জানুয়ারির এপিসোডেও দাদার সঙ্গে নিজেদের জীবনের নানা কথা শেয়ার করলেন অভিনেতারা । তার সঙ্গে প্রশ্ন আর গুগলির রমরমা তো ছিলই । এদিনের এপিসোডে ঐন্দ্রিলা সাহার কিছু প্রশ্নের মুখে পড়তে হয় দাদাকে । না, তেমন কঠিন কোনও প্রশ্ন নয় ।

ঐন্দ্রিলা (Oindrila Saha in Dadagiri) এদিন দাদাকে বলেন, "দাদা আমি তোমাকে কিছু বিশেষণ বলব । এই বিশেষণগুলি শুনলে তোমার কার কথা সবার আগে মনে পড়ে বলবে ।" দাদাও হাসিমুখে রাজি । বোঝা যাচ্ছিল, বেশ মজা পেয়েছিলেন তিনি এই খেলায় । প্রথমেই ঐন্দ্রিলা বলেন, ‘'পেটুক' হিসেবে কার নাম আগে মনে পড়ে ?’’ দাদা বলেন হরভজন সিং । পরের প্রশ্ন 'খুব ফ্রেন্ডলি'? দাদার উত্তর আশিস নেহরা । পরবর্তী প্রশ্ন 'খুব রাগী'? দাদাও রীতিমতো চোখ পাকিয়ে বলেন অনিল কুম্বলে । এই পর্যন্ত দাদা নামটুকু বলেই থেমে গিয়েছিলেন । পরের প্রশ্নে দিলেন ব্যাখ্যা । ঐন্দ্রিলা জানতে চান সবথেকে বেশি 'কিপটে'? দাদার উত্তর, রাহুল দ্রাবিড় । আর সবাই তো শুনে হেসে লুটোপুটি । দাদা এরপর ব্যাখ্যা দিয়ে বলেন, "ব্যাটিংয়ে অফ স্ট্যাম্পের বাইরের বল খালি ছেড়েই যাচ্ছে । কোনও খরচা নেই ।" এরপর 'মিঠাই'য়ের নিপা থুড়ি ঐন্দ্রিলা দাদার নিজের ব্যাপারে তাঁকে বিশেষণ দিতে বললে দাদা বলেন, 'ইউজলেস' ( Useless)। এটা মেনে নিতে নারাজ ঐন্দ্রিলা-সহ সবাই ।

sourav-ganguly-calls-rahul-dravid-miser-on-dadagiri-season-9-stage-calls-himself-useless
দাদাগিরিতে ধারাবাহিকের অভিনেতারা

আরও পড়ুন: Dadagiri Season 9: দাদাগিরিতে এবার করোনাকালের বন্ধুদের কুর্নিশ

প্রসঙ্গত, ঐন্দ্রিলা সাহা 'মিঠাই' সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন । ছোট্ট ঐন্দ্রিলা সঞ্চালনা করেছিলেন 'ডান্স বাংলা ডান্স জুনিয়র'-এর মঞ্চে । ফাহিম রয়েছেন 'মিঠাই' ধারাবাহিকে পুলিশ অফিসার রুদ্রর চরিত্রে । এ ছাড়াও 'রাশি', 'এখানে আকাশ নীল', 'মনসা' সহ একাধিক ধারাবাহিক রয়েছে ঝুলিতে । অর্কজা আচার্যও রয়েছেন 'মিঠাই'তে পুলিশ অফিসারের চরিত্রে । কিছুদিন আগেই শেষ করেছেন 'ওগো নিরুপমা' ধারাবাহিক ।

sourav-ganguly-calls-rahul-dravid-miser-on-dadagiri-season-9-stage-calls-himself-useless
দাদাগিরিতে ঐন্দ্রিলা

'তিতলি'র পর মধুপ্রিয়া চৌধুরী আছেন 'গ্রামের রানি বীণাপাণি' ধারাবাহিকে নকল বীণাপাণির চরিত্রে । জন চট্টোপাধ্যায় এতদিন অভিনয় করতেন 'রিমলি' ধারাবাহিকে । সম্প্রতি 'গোলন্দাজ' ছবিতে সুপারস্টার দেবের সঙ্গে ফুটবলার হিসেবে অভিনয় করলেন তিনি । ইন্দ্রনীল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । চেয়েছিলেন গায়ক হতে । গায়ক হিসেবে খ্যাতিও ছিল তাঁর । কিন্তু আজ অভিনয়ে অধিক ব্যস্ত ইন্দ্রনীল । 'রিমলি'তে তিনিও ছিলেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে । 'ভাষা', 'ত্রিনয়নী'-সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন ইন্দ্রনীল । নেগেটিভ এবং পজিটিভ দুই রোলেই সমান সাবলীল তিনি ।

আরও পড়ুন: Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯ টায় নতুন নতুন চমক নিয়ে আসছে 'দাদাগিরি সিজন 9'।

কলকাতা, 17 জানুয়ারি: সম্পূর্ণ সুস্থ হয়ে স্বমহিমায় 'দাদাগিরি সিজন-9'-এর (Dadagiri season 9) শুটিং শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly calls Rahul Dravid miser)। 16 জানুয়ারির পর্বে হাজির ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতারা । হাজির ছিলেন ফাহিম মির্জা, ঐন্দ্রিলা সাহা, অর্কজা আচার্য, জন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল মল্লিক ।

বরাবরের মতো 16 জানুয়ারির এপিসোডেও দাদার সঙ্গে নিজেদের জীবনের নানা কথা শেয়ার করলেন অভিনেতারা । তার সঙ্গে প্রশ্ন আর গুগলির রমরমা তো ছিলই । এদিনের এপিসোডে ঐন্দ্রিলা সাহার কিছু প্রশ্নের মুখে পড়তে হয় দাদাকে । না, তেমন কঠিন কোনও প্রশ্ন নয় ।

ঐন্দ্রিলা (Oindrila Saha in Dadagiri) এদিন দাদাকে বলেন, "দাদা আমি তোমাকে কিছু বিশেষণ বলব । এই বিশেষণগুলি শুনলে তোমার কার কথা সবার আগে মনে পড়ে বলবে ।" দাদাও হাসিমুখে রাজি । বোঝা যাচ্ছিল, বেশ মজা পেয়েছিলেন তিনি এই খেলায় । প্রথমেই ঐন্দ্রিলা বলেন, ‘'পেটুক' হিসেবে কার নাম আগে মনে পড়ে ?’’ দাদা বলেন হরভজন সিং । পরের প্রশ্ন 'খুব ফ্রেন্ডলি'? দাদার উত্তর আশিস নেহরা । পরবর্তী প্রশ্ন 'খুব রাগী'? দাদাও রীতিমতো চোখ পাকিয়ে বলেন অনিল কুম্বলে । এই পর্যন্ত দাদা নামটুকু বলেই থেমে গিয়েছিলেন । পরের প্রশ্নে দিলেন ব্যাখ্যা । ঐন্দ্রিলা জানতে চান সবথেকে বেশি 'কিপটে'? দাদার উত্তর, রাহুল দ্রাবিড় । আর সবাই তো শুনে হেসে লুটোপুটি । দাদা এরপর ব্যাখ্যা দিয়ে বলেন, "ব্যাটিংয়ে অফ স্ট্যাম্পের বাইরের বল খালি ছেড়েই যাচ্ছে । কোনও খরচা নেই ।" এরপর 'মিঠাই'য়ের নিপা থুড়ি ঐন্দ্রিলা দাদার নিজের ব্যাপারে তাঁকে বিশেষণ দিতে বললে দাদা বলেন, 'ইউজলেস' ( Useless)। এটা মেনে নিতে নারাজ ঐন্দ্রিলা-সহ সবাই ।

sourav-ganguly-calls-rahul-dravid-miser-on-dadagiri-season-9-stage-calls-himself-useless
দাদাগিরিতে ধারাবাহিকের অভিনেতারা

আরও পড়ুন: Dadagiri Season 9: দাদাগিরিতে এবার করোনাকালের বন্ধুদের কুর্নিশ

প্রসঙ্গত, ঐন্দ্রিলা সাহা 'মিঠাই' সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন । ছোট্ট ঐন্দ্রিলা সঞ্চালনা করেছিলেন 'ডান্স বাংলা ডান্স জুনিয়র'-এর মঞ্চে । ফাহিম রয়েছেন 'মিঠাই' ধারাবাহিকে পুলিশ অফিসার রুদ্রর চরিত্রে । এ ছাড়াও 'রাশি', 'এখানে আকাশ নীল', 'মনসা' সহ একাধিক ধারাবাহিক রয়েছে ঝুলিতে । অর্কজা আচার্যও রয়েছেন 'মিঠাই'তে পুলিশ অফিসারের চরিত্রে । কিছুদিন আগেই শেষ করেছেন 'ওগো নিরুপমা' ধারাবাহিক ।

sourav-ganguly-calls-rahul-dravid-miser-on-dadagiri-season-9-stage-calls-himself-useless
দাদাগিরিতে ঐন্দ্রিলা

'তিতলি'র পর মধুপ্রিয়া চৌধুরী আছেন 'গ্রামের রানি বীণাপাণি' ধারাবাহিকে নকল বীণাপাণির চরিত্রে । জন চট্টোপাধ্যায় এতদিন অভিনয় করতেন 'রিমলি' ধারাবাহিকে । সম্প্রতি 'গোলন্দাজ' ছবিতে সুপারস্টার দেবের সঙ্গে ফুটবলার হিসেবে অভিনয় করলেন তিনি । ইন্দ্রনীল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । চেয়েছিলেন গায়ক হতে । গায়ক হিসেবে খ্যাতিও ছিল তাঁর । কিন্তু আজ অভিনয়ে অধিক ব্যস্ত ইন্দ্রনীল । 'রিমলি'তে তিনিও ছিলেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে । 'ভাষা', 'ত্রিনয়নী'-সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন ইন্দ্রনীল । নেগেটিভ এবং পজিটিভ দুই রোলেই সমান সাবলীল তিনি ।

আরও পড়ুন: Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯ টায় নতুন নতুন চমক নিয়ে আসছে 'দাদাগিরি সিজন 9'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.