ETV Bharat / sitara

বাবা-মেয়ের সম্পর্কের কথা বলবে 'ডিয়ার পাপা' - new play dear papa

সম্প্রতি বাংলাদেশ থেকে শো করে ফিরেছে 'ডিয়ার পাপা'। ত্রিপুরাতেও শো করেছে ।

dfg
dgf
author img

By

Published : Jan 12, 2020, 7:41 PM IST

কলকাতা : উত্তর কলকাতার নাগেরবাজারের নাট্যদল 'ইনস্টিটিউট অফ ফ্যাকচুয়াল থিয়েটার অ্যান্ড আর্টস' (IFTA) দেখতে দেখতে পার করে ফেলল 20 বছর । শুরুর দিকে দ্বিভাষিক এবং ইংরেজি নাটক করত এই দল । রবীন্দ্রনাথের বেশকিছু নাটক করেছে ইংরেজিতে । যেমন 'চিত্রাঙ্গদা', 'স্যাক্রিফাইস', 'দা ওয়াটারফল'। পরবর্তীকালে 'হরিখেলা', 'ঋতুসুখে বিভোর কবিতা', 'ডিয়ার পাপা', 'ক্যানভাস'-এর মতো নাটকও পরিবেশন করেছে । এই নাট্য দলের সঙ্গে 15 বছর ধরে যুক্ত রয়েছেন ছোটপরদার অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় । নাট্যদলের হয়ে 'ডিয়ার পাপা' নাটকটি তিনিই লেখেন ।

সম্প্রতি বাংলাদেশ থেকে শো করে ফিরেছে 'ডিয়ার পাপা'। ত্রিপুরাতেও শো করেছে । নাটকের বিষয়বস্তু সম্পর্কে সৌরভ বলেন, "ডিয়ার পাপা বাবা ও তার বাচ্চা মেয়ের গল্প দিয়ে শুরু হচ্ছে । তারপর সেটা রূপকথায় রূপান্তরিত হচ্ছে । নাটকে বোঝানো হচ্ছে সেইসব বাচ্চাদের কথা, যাঁদের বাবা-মা দু'জনেই কাজ করেন বাইরে । এটা একটা মিউজ়িকাল জার্নি ।"

সেইসঙ্গে সৌরভ এটাও জানান, এই নাটকের নির্দেশক দেবাশিস দত্ত । তাঁর মেয়ে দেয়াই নাটকে বাচ্চা মেয়েটির চরিত্রে অভিনয় করছে ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : উত্তর কলকাতার নাগেরবাজারের নাট্যদল 'ইনস্টিটিউট অফ ফ্যাকচুয়াল থিয়েটার অ্যান্ড আর্টস' (IFTA) দেখতে দেখতে পার করে ফেলল 20 বছর । শুরুর দিকে দ্বিভাষিক এবং ইংরেজি নাটক করত এই দল । রবীন্দ্রনাথের বেশকিছু নাটক করেছে ইংরেজিতে । যেমন 'চিত্রাঙ্গদা', 'স্যাক্রিফাইস', 'দা ওয়াটারফল'। পরবর্তীকালে 'হরিখেলা', 'ঋতুসুখে বিভোর কবিতা', 'ডিয়ার পাপা', 'ক্যানভাস'-এর মতো নাটকও পরিবেশন করেছে । এই নাট্য দলের সঙ্গে 15 বছর ধরে যুক্ত রয়েছেন ছোটপরদার অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় । নাট্যদলের হয়ে 'ডিয়ার পাপা' নাটকটি তিনিই লেখেন ।

সম্প্রতি বাংলাদেশ থেকে শো করে ফিরেছে 'ডিয়ার পাপা'। ত্রিপুরাতেও শো করেছে । নাটকের বিষয়বস্তু সম্পর্কে সৌরভ বলেন, "ডিয়ার পাপা বাবা ও তার বাচ্চা মেয়ের গল্প দিয়ে শুরু হচ্ছে । তারপর সেটা রূপকথায় রূপান্তরিত হচ্ছে । নাটকে বোঝানো হচ্ছে সেইসব বাচ্চাদের কথা, যাঁদের বাবা-মা দু'জনেই কাজ করেন বাইরে । এটা একটা মিউজ়িকাল জার্নি ।"

সেইসঙ্গে সৌরভ এটাও জানান, এই নাটকের নির্দেশক দেবাশিস দত্ত । তাঁর মেয়ে দেয়াই নাটকে বাচ্চা মেয়েটির চরিত্রে অভিনয় করছে ।

দেখুন ভিডিয়ো
Intro:উত্তর কলকাতার নাগেরবাজারের নাট্যদল ' ইনস্টিটিউট অফ ফ্যাকচুয়াল থিয়েটার অ্যান্ড আর্টস' (IFTA) দেখতে দেখতে পার করে ফেলল ২০ বছর। শুরুর দিকে দ্বিভাষিক এবং ইংরেজি নাটক করত এই দল। রবীন্দ্রনাথের বেশকিছু নাটক করেছে ইংরেজিতে। যেমন 'চিত্রাঙ্গদা', 'স্যাক্রিফাইস', 'দা ওয়াটারফল'... পরবর্তীকালে 'হরিখেলা', 'ঋতুসুখে বিভোর কবিতা', 'ডিয়ার পাপা', 'ক্যানভাস'এর মত নাটক পরিবেশন করেছে মঞ্চে। এই নাট্য দলের সঙ্গে ১৫ বছর ধরে যুক্ত রয়েছেন ছোটপর্দার অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। নাট্যদলের হয়ে 'ডিয়ার পাপা' নাটকটিতে তিনিই লিখেছেন। সৌরভ কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:সম্প্রতি বাংলাদেশ থেকে শো করে ফিরেছে 'ডিয়ার পাপা'। ত্রিপুরাতেও শো করেছে। সৌরভ আমাদের বললেন, "ডিয়ার পাপা বাবা ও তার বাচ্চা মেয়ের গল্প দিয়ে শুরু হচ্ছে। তারপর সেটা রূপকথায় রূপান্তরিত হচ্ছে। নাটকে বোঝানো হচ্ছে সেইসব বাচ্চাদের কথা, যাঁদের বাবা-মা দু'জনেই কাজ করেন বাইরে। এটা একটা মিউজিকাল জার্নি।"




Conclusion:সেইসঙ্গে সৌরভ এটাও জানান, এই নাটকের নির্দেশক দেবাশীষ দত্ত। তাঁর মেয়ে দেয়াই নাটকে বাচ্চা মেয়েটির চরিত্রে অভিনয় করছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.