ETV Bharat / sitara

সৌমিত্রর কণ্ঠে 'আবোল তাবোল' মুক্তি পাবে শিশু দিবসে - abol tabol

একটি ইউটিউব চ্যানেলের হয়ে 'আবোল-তাবোল' আবৃত্তি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার টিজ়ার ।

োে্
োে্
author img

By

Published : Oct 18, 2020, 10:38 PM IST

কলকাতা : অভিনয় ছাড়াও একাধিক প্রতিভা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে । তিনি একজন লেখক ও আবৃত্তিকারও । বিনোদন জগতের গর্ব তিনি । আর এবার তাঁরই কণ্ঠে মুক্তি পেতে চলেছে আবোল-তাবোল । এই শিশু দিবসে, অর্থাৎ 14 নভেম্বর মুক্তি পাবে সৌমিত্রবাবুর আবৃত্তি করা সুকুমার রায়ের সৃষ্টি ।

একটি ইউটিউব চ্যানেলের হয়ে 'আবোল-তাবোল' আবৃত্তি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । শুধু ছোটোরা নয়, 'আবোল-তাবোল' বড়দেরও খুবই প্রিয় । আবৃত্তির রেকর্ডিং অনেক আগেই সেরে রেখেছিলেন তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার টিজ়ার ।

এই মুহূর্তে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন সৌমিত্রবাবু । 6 অক্টোবর তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু, 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তিনি । সম্প্রতি তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি বাড়ি ফিরতে পারেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

কলকাতা : অভিনয় ছাড়াও একাধিক প্রতিভা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে । তিনি একজন লেখক ও আবৃত্তিকারও । বিনোদন জগতের গর্ব তিনি । আর এবার তাঁরই কণ্ঠে মুক্তি পেতে চলেছে আবোল-তাবোল । এই শিশু দিবসে, অর্থাৎ 14 নভেম্বর মুক্তি পাবে সৌমিত্রবাবুর আবৃত্তি করা সুকুমার রায়ের সৃষ্টি ।

একটি ইউটিউব চ্যানেলের হয়ে 'আবোল-তাবোল' আবৃত্তি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । শুধু ছোটোরা নয়, 'আবোল-তাবোল' বড়দেরও খুবই প্রিয় । আবৃত্তির রেকর্ডিং অনেক আগেই সেরে রেখেছিলেন তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার টিজ়ার ।

এই মুহূর্তে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন সৌমিত্রবাবু । 6 অক্টোবর তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু, 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তিনি । সম্প্রতি তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি বাড়ি ফিরতে পারেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.