ETV Bharat / sitara

Sonar Sansar Award 2022: টেলিভিশনে আজ সোনার সংসার অ্যাওয়ার্ডের জমজমাট আসর - সোনার সংসার অ্যাওয়ার্ড 2022

টেলিভিশনে আজ সোনার সংসার অ্যাওয়ার্ডের (Sonar Sansar Award 2022) জমজমাট আসর ৷ বসবে তারকার হাট ৷ গানে নাচে মঞ্চ মাতাবেন ছোট পর্দার তারকারা (TV serial award function) ৷

Sonar Sansar Award Ceremony
টেলিভিশনে আজ সোনার সংসার অ্যাওয়ার্ডের জমজমাট আসর
author img

By

Published : Mar 27, 2022, 11:48 AM IST

Updated : Mar 27, 2022, 1:24 PM IST

কলকাতা, 27 মার্চ : সোনার মোড়া বাঙালিয়ানা নিয়ে 27 মার্চ টেলিভিশনের পর্দায় আসছে 'সোনার সংসার অ্যাওয়ার্ড' (Sonar Sansar Award 2022)। ঠিক বিকেল সাড়ে 5 টায় । অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত ডান্স পারফরম্যান্সে জমে উঠবে 'সোনার সংসার অ্যাওয়ার্ড 2022'-এর সন্ধ্যা । পুরস্কার বিতরণ থেকে নাচ, গান, মজা আর তার সঙ্গে বাংলার দুই জনপ্রিয় হিরো আবির এবং অঙ্কুশের মন ভাল করে দেওয়া সঞ্চালনা - সব নিয়ে টেলিভিশনের পর্দায় বিপুল আয়োজন ।

বনি-কৌশানির ধুন্ধুমার পারফরম্যান্স দেখবে দর্শক । রোম্যান্টিক ডান্স পারফরম্যান্স থাকবে উমা-অভি থুড়ি নীল এবং শিঞ্জিনীর । গান গাইবেন মোনালি ঠাকুর, জোজো, সুরজিৎ চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে । নাচের তালে মেতে উঠবেন সৌমিতৃষা কুণ্ডু, নীল ভট্টাচার্য, শিঞ্জিনী চক্রবর্তী, পায়েল দেব, শ্রীপর্ণা রায়, মোহনা মাইতি, মেঘা দাঁ-সহ সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ।

সোনার সংসার অ্যাওয়ার্ড শো-এ তারকাখচিত জমজমাট আসর

আরও পড়ুন: New serial Uran Tubri : চিনে নিন নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'র অভিনেতাদের

এ দিনের সন্ধ্যায় হাজির থাকবেন দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, ঊষসী চক্রবর্তী, অদিতি চট্টোপাধ্যায়, টেলিভিশনের জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা সেন, বিক্রম চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।

মজাদার খুনসুটিতে মঞ্চ মাতাবেন অঙ্কুশ হাজরা এবং আবির চট্টোপাধ্যায় । হাজির থাকবেন মনামী ঘোষ, পায়েল সরকার, সন্দীপ্তা সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ থাকবেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও ।

আরও পড়ুন: Akshay on Bachchan Pandey: আমার 'বচ্চন পান্ডে' ছবিকে ডুবিয়ে দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' : অক্ষয়

কারা পাবে সেরা পরিবারের পুরস্কার (TV serial award function), কে হবে সেরা নায়িকা বা খলনায়িকা সব জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

কলকাতা, 27 মার্চ : সোনার মোড়া বাঙালিয়ানা নিয়ে 27 মার্চ টেলিভিশনের পর্দায় আসছে 'সোনার সংসার অ্যাওয়ার্ড' (Sonar Sansar Award 2022)। ঠিক বিকেল সাড়ে 5 টায় । অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত ডান্স পারফরম্যান্সে জমে উঠবে 'সোনার সংসার অ্যাওয়ার্ড 2022'-এর সন্ধ্যা । পুরস্কার বিতরণ থেকে নাচ, গান, মজা আর তার সঙ্গে বাংলার দুই জনপ্রিয় হিরো আবির এবং অঙ্কুশের মন ভাল করে দেওয়া সঞ্চালনা - সব নিয়ে টেলিভিশনের পর্দায় বিপুল আয়োজন ।

বনি-কৌশানির ধুন্ধুমার পারফরম্যান্স দেখবে দর্শক । রোম্যান্টিক ডান্স পারফরম্যান্স থাকবে উমা-অভি থুড়ি নীল এবং শিঞ্জিনীর । গান গাইবেন মোনালি ঠাকুর, জোজো, সুরজিৎ চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে । নাচের তালে মেতে উঠবেন সৌমিতৃষা কুণ্ডু, নীল ভট্টাচার্য, শিঞ্জিনী চক্রবর্তী, পায়েল দেব, শ্রীপর্ণা রায়, মোহনা মাইতি, মেঘা দাঁ-সহ সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ।

সোনার সংসার অ্যাওয়ার্ড শো-এ তারকাখচিত জমজমাট আসর

আরও পড়ুন: New serial Uran Tubri : চিনে নিন নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'র অভিনেতাদের

এ দিনের সন্ধ্যায় হাজির থাকবেন দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, ঊষসী চক্রবর্তী, অদিতি চট্টোপাধ্যায়, টেলিভিশনের জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা সেন, বিক্রম চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।

মজাদার খুনসুটিতে মঞ্চ মাতাবেন অঙ্কুশ হাজরা এবং আবির চট্টোপাধ্যায় । হাজির থাকবেন মনামী ঘোষ, পায়েল সরকার, সন্দীপ্তা সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ থাকবেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও ।

আরও পড়ুন: Akshay on Bachchan Pandey: আমার 'বচ্চন পান্ডে' ছবিকে ডুবিয়ে দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' : অক্ষয়

কারা পাবে সেরা পরিবারের পুরস্কার (TV serial award function), কে হবে সেরা নায়িকা বা খলনায়িকা সব জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

Last Updated : Mar 27, 2022, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.