ETV Bharat / sitara

সিরিয়াল জট : বকেয়া কুড়ি কোটি টাকা, না পেলে কাজ বন্ধ বৃহস্পতিবার থেকে - Due Payments

কাটব কাটব করেও যেন কাটছে না সিরিয়াল জট। এতদিন শুধুমাত্র দাগ ক্রিয়েটিভ মিডিয়ার রানা সরকারের নামই উঠে আসছিল টাকা পাওনা রাখার ব্যাপারে। তবে এখন নাম জড়াল আরও পাঁচ প্রযোজকের। কোন দিকে যাচ্ছে এই সিরিয়াল জট? উত্তর নেই কারো কাছে।

বাংলা ধারাবাহিক
author img

By

Published : Jul 1, 2019, 7:05 PM IST

Updated : Jul 1, 2019, 7:39 PM IST

কলকাতা : এতদিন ধরে শিল্পী ও টেকনিশিয়নরা অভিযোগ জানিয়েছিলেন যে, বিগত কয়েক মাস ধরে তাঁরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। সেই অর্থের পরিমাণ ছিল প্রায় কোটি টাকা। এবার সামনে এল অন্য এক তথ্য। সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে, তাঁদের প্রায় কুড়ি কোটি টাকা বকেয়া রয়েছে।

বাংলা ধারাবাহিক
প্রেস মিট চলাকালীন

প্রেসক্লাবে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে শুধু রানা সরকার নয়, আরও পাঁচ জন প্রযোজক রয়েছেন, যারা দীর্ঘদিন ভিডিয়ো ও স্টেজ সাপ্লায়ারদের টাকা মেটাচ্ছেন না। এই প্রেসমিটের মাধ্যমে তাঁরা আরও এক আল্টিমেটাম দেন। তারা জানান যে, বৃহস্পতিবারের মধ্যে যদি তাঁদের পারিশ্রমিক না মেটানো হয়, তাহলে ধারাবাহিকে কোনও রকম জিনিসপত্র বা প্রপস সরবরাহ করা হবে না। ফলে অনিবার্যভাবেই বন্ধ থাকবে ধারাবাহিকের শুটিং।

বাংলা ধারাবাহিক
প্রেস মিটে অশোক ধনুকা

সাধারণ মানুষের ঘরে ঘরে এখন বাংলা ধারাবাহিক। একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে বাংলা ধারাবাহিককে কেন্দ্র করে। বারবার শুটিং বন্ধ হয়ে যাওয়াটা কখনই কাম্য নয়। কবে কাটবে এই জট? পুরো বিষয়টিই নির্ভর করছে কবে প্রাপ্য টাকা মেটানো হয় তার উপর।

প্রেসমিটে সংগঠকদের বক্তব্য

কলকাতা : এতদিন ধরে শিল্পী ও টেকনিশিয়নরা অভিযোগ জানিয়েছিলেন যে, বিগত কয়েক মাস ধরে তাঁরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। সেই অর্থের পরিমাণ ছিল প্রায় কোটি টাকা। এবার সামনে এল অন্য এক তথ্য। সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে, তাঁদের প্রায় কুড়ি কোটি টাকা বকেয়া রয়েছে।

বাংলা ধারাবাহিক
প্রেস মিট চলাকালীন

প্রেসক্লাবে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে শুধু রানা সরকার নয়, আরও পাঁচ জন প্রযোজক রয়েছেন, যারা দীর্ঘদিন ভিডিয়ো ও স্টেজ সাপ্লায়ারদের টাকা মেটাচ্ছেন না। এই প্রেসমিটের মাধ্যমে তাঁরা আরও এক আল্টিমেটাম দেন। তারা জানান যে, বৃহস্পতিবারের মধ্যে যদি তাঁদের পারিশ্রমিক না মেটানো হয়, তাহলে ধারাবাহিকে কোনও রকম জিনিসপত্র বা প্রপস সরবরাহ করা হবে না। ফলে অনিবার্যভাবেই বন্ধ থাকবে ধারাবাহিকের শুটিং।

বাংলা ধারাবাহিক
প্রেস মিটে অশোক ধনুকা

সাধারণ মানুষের ঘরে ঘরে এখন বাংলা ধারাবাহিক। একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে বাংলা ধারাবাহিককে কেন্দ্র করে। বারবার শুটিং বন্ধ হয়ে যাওয়াটা কখনই কাম্য নয়। কবে কাটবে এই জট? পুরো বিষয়টিই নির্ভর করছে কবে প্রাপ্য টাকা মেটানো হয় তার উপর।

প্রেসমিটে সংগঠকদের বক্তব্য
Intro:আগামী বৃহস্পতিবার এর মধ্যে বকেয়া পারিশ্রমিক না পেলে কাজ বন্ধের কথা জানালেন ধারাবাহিকের সাপ্লাইয়ার

অমিত চক্রবর্তী, কলকাতা: এতদিন পর্যন্ত বাংলা ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়ান রাই অভিযোগ জানিয়ে আসছিলেন, যে তারা বিগত বেশ কিছু মাস ধরে তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। যার পরিমাণ ছিল কোটি টাকা।আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন দাগ ক্রিয়েটিভ মিডিয়া রানা সরকার।যদিও বা তিনি এক প্রকার বাধ্য হয়ে চ্যানেলকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করেছিলেন শিল্পী ও টেকনিশিয়ান টাকা প্রদানের জন্য। তারপর ফেডারেশনের উদ্যোগে শিল্পীরা তাদের প্রাপ্য টাকা পেতে শুরু করেন। এবার রানা সরকারের পাশাপাশি আরো পাঁচ জন প্রযোজক এর বিরুদ্ধে টাকা বকেয়া রাখার অভিযোগ আনলেন সিনে ভিডিও এন্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ কলকাতা প্রেসক্লাবে এই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে, তাদের প্রায় কুড়ি কোটি টাকা বকেয়া রয়েছে। যার মধ্যে অন্যতম হলেন রানা সরকার। এবং এই সাংবাদিক সম্মেলনে আজ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বৃহস্পতিবার এর মধ্যে তারা যদি তাদের প্রাপ্য পারিশ্রমিক না পান তাহলে, তারা ধারাবাহিকে কোন রকম জিনিস পত্র সরবরাহ করবেন না।আর সে ক্ষেত্রে অনিবার্যভাবেই ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে। এখন পুরো বিষয়টি নির্ভর করছে রানা সরকার ও সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের উপর যে তারা আমাদের বকেয়া পারিশ্রমিক এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে মিটিয়ে দেন কিনা।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 1, 2019, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.