ETV Bharat / sitara

নিশি কি পারবে শ্রীময়ীকে নিজের বশে আনতে ? - Set visit

অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশে নিশি আপাতত শ্রীময়ীকে মারার চেষ্টা করছে । গল্পে এখন টানটান উত্তেজনা রয়েছে । ঠিক কি হচ্ছে 'নিশির ডাক'-র সেটে ?

ধারাবাহিকের দৃশ্য
author img

By

Published : Jun 30, 2019, 1:41 PM IST

Updated : Jun 30, 2019, 2:21 PM IST

কলকাতা : দর্শকরা এর আগে 'নিশির ডাক' ধারাবাহিকের গল্পে অনেক পরিবর্তন দেখেছেন । যেমন অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশেই অমরত্ব লাভের জন্য নিশি তারাকে নিজের কাছে নিয়ে যেতে এসেছিল । কিন্তু তারাকে না পেয়ে শ্রীময়ীকে মারার চেষ্টা করতে থাকে সে । কিছু সম্ভব না হলেও নিশি চেষ্টা করে গেছে ।

নিশি শ্রীময়ীর রূপ ধারণ করেছে । রুদ্রর সংসারে থেকে শ্রীময়ীর সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিচ্ছেদের প্রাচীর তৈরি করার চেষ্টা করেছে সে । তবে এখন সব অতীত । অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশে নিশি আপাতত শ্রীময়ীকে মারার চেষ্টা করছে ।

দেখুন ভিডিয়ো

সব মিলিয়ে গল্পে এখন টানটান উত্তেজনা রয়েছে । ঠিক কি হচ্ছে 'নিশির ডাক'-র সেটে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে । কথা হল প্রধান চরিত্র রুদ্র, শ্রীময়ী ও নিশির সঙ্গে ।

কলকাতা : দর্শকরা এর আগে 'নিশির ডাক' ধারাবাহিকের গল্পে অনেক পরিবর্তন দেখেছেন । যেমন অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশেই অমরত্ব লাভের জন্য নিশি তারাকে নিজের কাছে নিয়ে যেতে এসেছিল । কিন্তু তারাকে না পেয়ে শ্রীময়ীকে মারার চেষ্টা করতে থাকে সে । কিছু সম্ভব না হলেও নিশি চেষ্টা করে গেছে ।

নিশি শ্রীময়ীর রূপ ধারণ করেছে । রুদ্রর সংসারে থেকে শ্রীময়ীর সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিচ্ছেদের প্রাচীর তৈরি করার চেষ্টা করেছে সে । তবে এখন সব অতীত । অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশে নিশি আপাতত শ্রীময়ীকে মারার চেষ্টা করছে ।

দেখুন ভিডিয়ো

সব মিলিয়ে গল্পে এখন টানটান উত্তেজনা রয়েছে । ঠিক কি হচ্ছে 'নিশির ডাক'-র সেটে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে । কথা হল প্রধান চরিত্র রুদ্র, শ্রীময়ী ও নিশির সঙ্গে ।

Intro:নিশি কি পারবে শেষ পর্যন্ত শ্রীময়ী কে নিজের বশে আনতে


অমিত চক্রবর্তী,কলকাতা: দর্শকরা এর আগে নিশির ডাক ধারাবাহিকের গল্পে অনেক পরিবর্তন দেখেছেন। যেমন কোন সময় অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশেই নিশি তারা কে নিজের কাছে নিতে এসেছিল অমরত্ব লাভের জন্য।কিন্তু তারা কে না পেয়ে শ্রীময়ী কে মারার নানা রকমের চেষ্টা করতে থাকে।যখন এর কোন কিছুই সম্ভব হয় না সেই সময় নিশি চেষ্টা করে গেছে, শ্রীময়ীর রূপ ধারণ করে রুদ্রর সংসারে থেকেই শ্রীময়ী সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিচ্ছেদের প্রাচীর তুলে ধরতে। কিন্তু সেইসব আজ অতীত। অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশে নিশি আপাতত শ্রীময়ী মারবার জন্য বেছে নিয়েছে। সব মিলিয়ে গল্পে এখন টানটান উত্তেজনা রয়েছে।আর এই উত্তেজনা ছোঁয়া নিতে ইটিভি ভারত পৌঁছেছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে।যেখানে গিয়ে আমরা কথা বলেছিলাম ধারাবাহিকের প্রধান চরিত্র রুদ্র, শ্রীময়ী ও নিশির সঙ্গে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jun 30, 2019, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.