কলকাতা : দর্শকরা এর আগে 'নিশির ডাক' ধারাবাহিকের গল্পে অনেক পরিবর্তন দেখেছেন । যেমন অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশেই অমরত্ব লাভের জন্য নিশি তারাকে নিজের কাছে নিয়ে যেতে এসেছিল । কিন্তু তারাকে না পেয়ে শ্রীময়ীকে মারার চেষ্টা করতে থাকে সে । কিছু সম্ভব না হলেও নিশি চেষ্টা করে গেছে ।
নিশি শ্রীময়ীর রূপ ধারণ করেছে । রুদ্রর সংসারে থেকে শ্রীময়ীর সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিচ্ছেদের প্রাচীর তৈরি করার চেষ্টা করেছে সে । তবে এখন সব অতীত । অঘোরনাথ তান্ত্রিকের নির্দেশে নিশি আপাতত শ্রীময়ীকে মারার চেষ্টা করছে ।
সব মিলিয়ে গল্পে এখন টানটান উত্তেজনা রয়েছে । ঠিক কি হচ্ছে 'নিশির ডাক'-র সেটে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে । কথা হল প্রধান চরিত্র রুদ্র, শ্রীময়ী ও নিশির সঙ্গে ।