কলকাতা : আগের সপ্তাহে 'মহাতীর্থ কালীঘাট' ধারাবাহিকে দর্শকরা দেখেছিলেন অনেক প্রচেষ্টার পর অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে কালীঘাট মন্দির । এই সপ্তাহে দেখা যাবে মন্দির প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে অনেক সময় ।
এই সপ্তাহের গল্পে রামপ্রসাদ, সর্বানি, সিদ্ধেশ্বরী সহ আরও কয়েকজন প্রধান চরিত্র । নতুন এই গল্পের প্রথম দিন অভিনেতা দেবাঞ্জন চট্টোপাধ্যায় ও সৃজিতা মুখার্জি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । ধারাবাহিকের চরিত্র নিয়ে জানালেন অনেক কথা ।