ETV Bharat / sitara

সুকুমার কি জয়ীর জীবন তছনছ করতে ফিরছে ? - Visit

সন্তান নিয়ে সুখে সংসার করছে জয়ী, রিভু । তবে বিপদের শেষ নেই তাদের জীবনে । দর্শকদের চাহিদা ও গল্পের প্রয়োজনীয়তার জন্য ফিরে আসছে সুকুমার চরিত্রটি । পরবর্তী সময়ে কী ঘটতে চলেছে ধারাবাহিকে ? ETV ভারত সিতারাকে জানাল জয়ী ও রিভু ।

জয়ী
author img

By

Published : Jun 29, 2019, 1:47 PM IST

Updated : Jun 29, 2019, 3:06 PM IST

কলকাতা : বাংলা ধারাবাহিক 'জয়ী'-তে দর্শক দেখেছিলেন সুকুমার, বিবি ও মালিনির মতো একের পর এক খলনায়কের উপস্থিতি ও সমস্ত চক্রান্ত ব্যর্থ করে জয়ী ও রিভু । তারা এখন একসঙ্গে সংসার করছে । তাদের জীবনে নতুন অতিথির আগমন ঘটেছে । সন্তান নিয়ে সুখে সংসার করছে জয়ী, রিভু ।

Joyi
ধারাবাহিকের দৃশ্য

একের পর এক বিপদ আসছে জয়ীর জীবনে । দর্শকদের চাহিদা ও গল্পের প্রয়োজনীয়তার জন্য ফিরে আসছে সুকুমার চরিত্রটি । জয়ীর বিরুদ্ধে নানারকমের ষড়যন্ত্র করে এসেছে সে এতদিন ধরে ।

দেখুন ভিডিয়ো

দাশগুপ্ত পরিবারও জয়ী নতুন কোন বিপদের মুখে পড়তে চলেছে সুকুমারের আগমনে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'জয়ী'-র শুটিং ফ্লোরে ।

Joyi
ধারাবাহিকের কচিকাঁচারা

কলকাতা : বাংলা ধারাবাহিক 'জয়ী'-তে দর্শক দেখেছিলেন সুকুমার, বিবি ও মালিনির মতো একের পর এক খলনায়কের উপস্থিতি ও সমস্ত চক্রান্ত ব্যর্থ করে জয়ী ও রিভু । তারা এখন একসঙ্গে সংসার করছে । তাদের জীবনে নতুন অতিথির আগমন ঘটেছে । সন্তান নিয়ে সুখে সংসার করছে জয়ী, রিভু ।

Joyi
ধারাবাহিকের দৃশ্য

একের পর এক বিপদ আসছে জয়ীর জীবনে । দর্শকদের চাহিদা ও গল্পের প্রয়োজনীয়তার জন্য ফিরে আসছে সুকুমার চরিত্রটি । জয়ীর বিরুদ্ধে নানারকমের ষড়যন্ত্র করে এসেছে সে এতদিন ধরে ।

দেখুন ভিডিয়ো

দাশগুপ্ত পরিবারও জয়ী নতুন কোন বিপদের মুখে পড়তে চলেছে সুকুমারের আগমনে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'জয়ী'-র শুটিং ফ্লোরে ।

Joyi
ধারাবাহিকের কচিকাঁচারা
Intro:সুকুমার এর আগমন কি জয়ীর জীবন তছনছ করবে


অমিত চক্রবর্তী,কলকাতা: এর আগে বাংলা ধারাবাহিক জয়ীর দর্শকরা দেখেছিলেন সুকুমার, বিবি ও মালিনির মতো একের পর এক খলনায়কের উপস্থিতি ও সমস্ত চক্রান্ত ব্যর্থ করে জয়ী ও রিভু এক সঙ্গে সংসার করতে থাকে। এখন তাদের জীবনে নতুন অতিথির আগমন ঘটেছে। জয়ী ও রিভু তাদের সন্তানকে নিয়ে দিব্যি সুখে শান্তিতে ঘর করছে। কিন্তু এরই মধ্যে দেখা দিচ্ছে একের পর এক বিপদ। তবে দর্শকদের চাহিদা এবং গল্পের প্রয়োজনীয়তা ফের একবার সুকুমার চরিত্রটি গল্পে ফিরে আসতে চলেছে। যে এতোকাল জয়ীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র রচনা করেছে। দাশগুপ্ত পরিবার ও জয়ী নতুন কি বিপদের মুখে পড়তে চলেছে এই সুকুমারের আগমনে সেই সব কিছু জানতে ইটিভি ভারত পৌঁছে গেছি লোক জয়ী ধারাবাহিকের শুটিং ফ্লোরে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jun 29, 2019, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.