ETV Bharat / sitara

জয়ী কি পারবে ফুটবল মাঠে ফিরতে ? - Football

সমস্ত বাধা অতিক্রম করে জয়ী কি ফের একবার ফুটবল খেলায় ফিরতে পারবে ? আর কী কী বাধার সম্মুখীন হতে হবে তাকে ? ETV ভারত সিতারাকে জানালেন রিভু-জয়ী ।

জয়ী
author img

By

Published : Jul 19, 2019, 10:09 AM IST

Updated : Jul 19, 2019, 12:35 PM IST

কলকাতা : বাংলা ধারাবাহিক 'জয়ী' । গল্পে এসেছে অনেক নতুন চমক । একদিকে জয়ী যেমন সংসার সামলাচ্ছে, ঠিক তেমনই ফুটবল খেলার জন্য নিজেকে নতুন করে তৈরি করছে ।

গল্পে ফের একবার ফিরেছে বিরোধীরা । যাদের মধ্যে রয়েছে সুকুমার ও সমুদ্র দত্ত । তাদের সঙ্গে রয়েছে মহুয়াও । তিনজনে মিলে প্রাণপনে জয়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে ।

দেখুন ভিডিয়ো

এখন দেখার এই সমস্ত বাধা অতিক্রম করে জয়ী কি ফের একবার ফুটবল খেলায় ফিরতে পারবে ? নিজের সন্তান জিকোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে ? সব কিছু জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'জয়ী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।

কলকাতা : বাংলা ধারাবাহিক 'জয়ী' । গল্পে এসেছে অনেক নতুন চমক । একদিকে জয়ী যেমন সংসার সামলাচ্ছে, ঠিক তেমনই ফুটবল খেলার জন্য নিজেকে নতুন করে তৈরি করছে ।

গল্পে ফের একবার ফিরেছে বিরোধীরা । যাদের মধ্যে রয়েছে সুকুমার ও সমুদ্র দত্ত । তাদের সঙ্গে রয়েছে মহুয়াও । তিনজনে মিলে প্রাণপনে জয়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে ।

দেখুন ভিডিয়ো

এখন দেখার এই সমস্ত বাধা অতিক্রম করে জয়ী কি ফের একবার ফুটবল খেলায় ফিরতে পারবে ? নিজের সন্তান জিকোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে ? সব কিছু জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'জয়ী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।

Intro:জয়ী কি পারবে ফুটবল মাঠে ফিরতে


অমিত চক্রবর্তী,কলকাতা: বাংলা ধারাবাহিক জয়ীতে এর আগে দর্শকরা দেখেছেন গল্পের নতুন নতুন চমক। কারণ একদিকে জয়ী যেমন সংসার সামলাচ্ছে,ঠিক তেমনি ফুটবল খেলতে নিজেকে আবার নতুন করে তৈরি করছে। এর পাশাপাশি গল্পে ফের একবার ফেরত এসেছে বিরোধী শক্তিরা। যার মধ্যে রয়েছে সুকুমার ও সমুদ্র দত্ত। ও এদের দুজনের পাশাপাশি রয়েছে মহুয়া, যারা তিনজনে মিলে প্রাণপণে জয়ীর বিরুদ্ধে ষড়যন্ত্রের খেলা রচনা করে চলছে। এখন দেখার এই সমস্ত বাধা অতিক্রম করে জয়ী কি ফের একবার ফুটবল খেলায় ফিরতে পারবে। এবং নিজের সন্তান জিকো কে স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারবে। আর এই সব কিছু জানতে ইটিভি ভারত সিতারা পৌছে গেছিল জয়ী ধারাবাহিকের শুটিং ফ্লোরে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 19, 2019, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.