কলকাতা : বাংলা ধারাবাহিক 'জয়ী' । গল্পে এসেছে অনেক নতুন চমক । একদিকে জয়ী যেমন সংসার সামলাচ্ছে, ঠিক তেমনই ফুটবল খেলার জন্য নিজেকে নতুন করে তৈরি করছে ।
গল্পে ফের একবার ফিরেছে বিরোধীরা । যাদের মধ্যে রয়েছে সুকুমার ও সমুদ্র দত্ত । তাদের সঙ্গে রয়েছে মহুয়াও । তিনজনে মিলে প্রাণপনে জয়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে ।
এখন দেখার এই সমস্ত বাধা অতিক্রম করে জয়ী কি ফের একবার ফুটবল খেলায় ফিরতে পারবে ? নিজের সন্তান জিকোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে ? সব কিছু জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'জয়ী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।