তবে এবার গল্পে আসতে চলেছে একটা নতুন মোড়। এতদিন নিশি শ্রীময়ী ও রুদ্রর, সংসারে রূপ বদল করে প্রবেশ করেছিল। সেখানে সে নিজেকে পলাশের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। কিন্তু এবার তার আসল পরিচয় পলাশ জেনে ফেলেছে।
কিন্তু, অন্যদিকে নিশি যেকোনও মূল্যেই অমরত্ব লাভ করতে তারাকে অঘোরনাথ তান্ত্রিকের কাছে পৌঁছে দেয়। আর সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, নিশি যাকে এতদিন তার স্বামী হিসেবে পরিচয় দিয়েছিল সেই পলাশকেই সে মেরে ফেলতে চলেছে।
ধারাবাহিকের শুরুর দিন থেকে না থাকলেও নিশির স্বামী হিসেবে সিদ্ধার্থ শংকর রায় ওরফে পলাশ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পেরেছিলেন। তবে এবার তার চরিত্রের সমাপ্তি ঘটছে। গল্প আর কোন কোন দিকে মোড় নিতে পারে,সেটা জানতে ETV ভারত পৌঁছে গেছিল 'নিশির ডাক' ধারাবাহিকের শুটিং ফ্লোরে। ধারাবাহিকের প্রধান চারজন চরিত্র ধরা দিলেন ক্যামেরার সামনে।