ETV Bharat / sitara

গুড্ডু কি গুড়িয়ার মাকে খুঁজে পাবে ? - guriya jekhane guddu sekhane

গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ধারাবাহিকে দর্শক গত সপ্তাহে দেখেছিলেন, গুড়িয়াকে হাসপাতালে ভর্তি করার অছিলায় হোস্টেলের রোমিলা ম্যাডাম বিনা চিকিৎসায় মেরে ফেলার চক্রান্ত করতে থাকে। অন্যদিকে তার প্রিয় বন্ধু গুড্ডু, গুড়িয়াকে নানাভাবে মানসিক সাহায্য দিয়ে চলে যে সে ঠিক হাসপাতাল থেকে ভালো হয়ে ফিরে আসবে এবং তার মাকে দেখতে পাবে। কিন্তু হঠাৎ করেই গুড্ডু জানতে পারে যে, তাকে রোমিলা ম্যাডাম দূরের এক হোস্টেলে পাঠাবার চেষ্টা করছে। সে এই ঘটনা জানা মাত্রই কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে গুড়িয়ার মাকে খুঁজতে হোস্টেল থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে গুড়িয়া জানতে পারে তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হবে, তাই সেও হোস্টেল থেকে পালিয়ে যায়।

guddu guriya
author img

By

Published : Feb 26, 2019, 6:40 PM IST

এই সপ্তাহের গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ধারাবাহিকে দেখা যাবে, গুড্ডু টয়ট্রেন করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে গুড়িয়ার মাকে খুঁজতে। অন্যদিকে গুড়িয়াও অন্য একটি ট্রেনে উঠে বসছে। আর অন্যদিকে, আবিরা অনেক অভিমানের পর অঙ্কুশকে বিয়ে করতে রাজি হয় এই আশায় যে অঙ্কুশ,তার বন্ধু কুশলকে সাহায্য করবে। আর এই বিয়ের বিষয় অঙ্কুশের পরিবারের সঙ্গে কথা বলতে ও বিয়ের দিন ঠিক করতে তিলোত্তমা, আবিরাকে নিয়ে অঙ্কুশের কলকাতার বাড়িতে এসে উপস্থিত হয়। এখন দেখার অঙ্কুশ কি আদৌ কুশলকে সাহায্য করবে ? গুড্ডু কি গুড়িয়ার মাকে খুঁজে পাবে কলকাতায় ?

এই সপ্তাহের গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ধারাবাহিকে দেখা যাবে, গুড্ডু টয়ট্রেন করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে গুড়িয়ার মাকে খুঁজতে। অন্যদিকে গুড়িয়াও অন্য একটি ট্রেনে উঠে বসছে। আর অন্যদিকে, আবিরা অনেক অভিমানের পর অঙ্কুশকে বিয়ে করতে রাজি হয় এই আশায় যে অঙ্কুশ,তার বন্ধু কুশলকে সাহায্য করবে। আর এই বিয়ের বিষয় অঙ্কুশের পরিবারের সঙ্গে কথা বলতে ও বিয়ের দিন ঠিক করতে তিলোত্তমা, আবিরাকে নিয়ে অঙ্কুশের কলকাতার বাড়িতে এসে উপস্থিত হয়। এখন দেখার অঙ্কুশ কি আদৌ কুশলকে সাহায্য করবে ? গুড্ডু কি গুড়িয়ার মাকে খুঁজে পাবে কলকাতায় ?

Intro:Body:

blank 2


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.