ETV Bharat / sitara

গুরুদক্ষিণা হিসাবে কেকার থেকে কী চাইলেন সুবর্ণা ? - bijoyini

বিজয়িনী ধারাবাহিকের গত পর্বে দর্শক দেখেছিলেন, ঋক ও কেকার বিয়ের অনুষ্ঠানে কেকার বাড়ি থেকে আনা তত্ত্ব নিয়ে কিছু সমস্যার সূত্রপাত হয়। ঋকের বাড়ির লোকজন কেকার পরিবারের সকলকে নানা হবে অপদস্থ করতে থাকে। এবং সুবর্ণা পরিবারের সকলকে নানাভাবে ইন্ধন যোগাতে থাকে যেন কেকা স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যায়।  সুবর্ণা, কেকার কাছে গুরুদক্ষিণা হিসেবে নাচ ছেড়ে দেওয়া ও ঋকের জীবন থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি চায়।

bijoyini
author img

By

Published : Feb 20, 2019, 6:07 PM IST

বিজয়িনী ধারাবাহিকে আগামী পর্বগুলোতে রয়েছে এক নতুন চমক। কেকা ও ঋক দুজনেই বিয়ে করেছে। ঋকের মা তথা কেকার শাশুড়ির এই বিয়েতে মত না থাকলেও, সে বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছে নিজের ছেলের জন্য। তবে, কেকাকে জব্দ করতে সুবর্ণা তার কাছ থেকে গুরুদক্ষিণা চাইতে চলেছে। গুরুদক্ষিণা হিসাবে সে কেকাকে বলবে যে সে আর নাচ করতে পারবে না। এবং সুবর্ণা এটাও বলে যে কেকা ও ঋক বিবাহিত হলেও তারা একসঙ্গে থাকতে পারবে না। বাড়ির চার দেয়ালের মধ্যে সুবর্ণা, কেকার সঙ্গে পরিচালিকার মতন ব্যবহার করতে থাকে। কিন্তু, চার দেয়ালের বাইরে নিজের সন্মান ও চরিত্রকে ঠিক রাখতে সুবর্ণা একজন ভালো শাশুড়ির অভিনয় করতে থাকে।

বিজয়িনী ধারাবাহিকে আগামী পর্বগুলোতে রয়েছে এক নতুন চমক। কেকা ও ঋক দুজনেই বিয়ে করেছে। ঋকের মা তথা কেকার শাশুড়ির এই বিয়েতে মত না থাকলেও, সে বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছে নিজের ছেলের জন্য। তবে, কেকাকে জব্দ করতে সুবর্ণা তার কাছ থেকে গুরুদক্ষিণা চাইতে চলেছে। গুরুদক্ষিণা হিসাবে সে কেকাকে বলবে যে সে আর নাচ করতে পারবে না। এবং সুবর্ণা এটাও বলে যে কেকা ও ঋক বিবাহিত হলেও তারা একসঙ্গে থাকতে পারবে না। বাড়ির চার দেয়ালের মধ্যে সুবর্ণা, কেকার সঙ্গে পরিচালিকার মতন ব্যবহার করতে থাকে। কিন্তু, চার দেয়ালের বাইরে নিজের সন্মান ও চরিত্রকে ঠিক রাখতে সুবর্ণা একজন ভালো শাশুড়ির অভিনয় করতে থাকে।

Intro:Body:

বিজয়িনী ধারাবাহিকের গত পর্বে দর্শক দেখেছিলেন, ঋক ও কেকার বিয়ের অনুষ্ঠানে কেকার বাড়ি থেকে আনা তত্ত্ব নিয়ে কিছু সমস্যার সূত্রপাত হয়। ঋকের বাড়ির লোকজন কেকার পরিবারের সকলকে নানা হবে অপদস্থ করতে থাকে। এবং সুবর্ণা পরিবারের সকলকে নানাভাবে ইন্ধন যোগাতে থাকে যেন কেকা স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যায়।  সুবর্ণা, কেকার কাছে গুরুদক্ষিণা হিসেবে নাচ ছেড়ে দেওয়া ও ঋকের জীবন থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি চায়।



বিজয়িনী ধারাবাহিকে আগামী পর্বগুলোতে রয়েছে এক নতুন চমক। কেকা ও ঋক দুজনেই বিয়ে করেছে। ঋকের মা তথা কেকার শাশুড়ির এই বিয়েতে মত না থাকলেও, সে বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছে নিজের ছেলের জন্য। তবে, কেকাকে জব্দ করতে সুবর্ণা তার কাছ থেকে গুরুদক্ষিণা চাইতে চলেছে। গুরুদক্ষিণা হিসাবে সে কেকাকে বলবে যে সে আর নাচ করতে পারবে না। এবং সুবর্ণা এটাও বলে যে কেকা ও ঋক বিবাহিত হলেও তারা একসঙ্গে থাকতে পারবে না। বাড়ির চার দেয়ালের মধ্যে সুবর্ণা, কেকার সঙ্গে পরিচালিকার মতন ব্যবহার করতে থাকে। কিন্তু, চার দেয়ালের বাইরে নিজের সন্মান ও চরিত্রকে ঠিক রাখতে সুবর্ণা একজন ভালো শাশুড়ির অভিনয় করতে থাকে।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.