ETV Bharat / sitara

জগদম্বার সন্ধান কি শেষ অবধি পাওয়া যাবে ? - mathur

রানি রাসমণি ধারাবাহিকে দর্শক দেখেছিলেন চারদিকে দুর্ভিক্ষের জন্য রানিমাকে খাবার ও রসদ সামগ্রী জাহাজে নিয়ে আসতে হয় দূর দেশ থেকে। সেই অস্ত্র সামগ্রী আনতে গিয়ে জাহাজ পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের মুখে পড়ে। জাহাজে ছিল মথুর। তাকে বাঁচাতে রানিমাকে পর্তুগিজদের বিরুদ্ধে বন্দুক ধরতে হয়। তবে রানির জীবনে এখন টালমাটাল পরিস্থিতি। কারণ, মথুর কোনওভাবেই জগদম্বাকে মেনে নিতে চাইছে না। এদিকে জগদম্বাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

rani rasmoni
author img

By

Published : Feb 9, 2019, 5:41 PM IST

কী হতে চলেছে মথুর ও জগদম্বার ভবিষ্যৎ ? সত্যিই কি জগদম্বাকে খুঁজে পাওয়া যাবে না? এইরকম অনেক প্রশ্নের মুখোমুখি হতে চলেছে দর্শক। সেইসব প্রশ্নের উত্তর নিয়েই রানি রাসমনির সেটে পৌঁছে গেছিল ইটিভি ভারত।

rani rasmoni
undefined

সেইসব প্রশ্নকে জিইয়ে রেখেই রানি ওরফে দিতিপ্রিয়া বলেন, "পর্তুগীজ জলদস্যুদের সঙ্গে রানীর লড়াই হয়ে গেছে। কিন্তু তার থেকেও বেশি রানির চিন্তা মথুর ও জগদম্বার সম্পর্ক নিয়ে। বাড়িতে জগদম্বা নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মথুর তাকে খুঁজতে গেছে। রাজচন্দ্র জগদম্বার এইভাবে বাড়ি ছাড়া নিয়ে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছে। এখন এই নতুন বিপদ থেকে রানি কী করে বের হতে পারবে সেটাই চমক।"

কী হতে চলেছে মথুর ও জগদম্বার ভবিষ্যৎ ? সত্যিই কি জগদম্বাকে খুঁজে পাওয়া যাবে না? এইরকম অনেক প্রশ্নের মুখোমুখি হতে চলেছে দর্শক। সেইসব প্রশ্নের উত্তর নিয়েই রানি রাসমনির সেটে পৌঁছে গেছিল ইটিভি ভারত।

rani rasmoni
undefined

সেইসব প্রশ্নকে জিইয়ে রেখেই রানি ওরফে দিতিপ্রিয়া বলেন, "পর্তুগীজ জলদস্যুদের সঙ্গে রানীর লড়াই হয়ে গেছে। কিন্তু তার থেকেও বেশি রানির চিন্তা মথুর ও জগদম্বার সম্পর্ক নিয়ে। বাড়িতে জগদম্বা নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মথুর তাকে খুঁজতে গেছে। রাজচন্দ্র জগদম্বার এইভাবে বাড়ি ছাড়া নিয়ে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছে। এখন এই নতুন বিপদ থেকে রানি কী করে বের হতে পারবে সেটাই চমক।"

Intro:Body:

রানি রাসমণি ধারাবাহিকে দর্শক দেখেছিলেন চারদিকে দুর্ভিক্ষের জন্য রানিমাকে খাবার ও রসদ সামগ্রী জাহাজে নিয়ে আসতে হয় দূর দেশ থেকে। সেই অস্ত্র সামগ্রী আনতে গিয়ে জাহাজ পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের মুখে পড়ে। জাহাজে ছিল মথুর। তাকে বাঁচাতে রানিমাকে পর্তুগিজদের বিরুদ্ধে বন্দুক ধরতে হয়। তবে রানির জীবনে এখন টালমাটাল পরিস্থিতি। কারণ, মথুর কোনওভাবেই জগদম্বাকে মেনে নিতে চাইছে না। এদিকে জগদম্বাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

কী হতে চলেছে মথুর ও জগদম্বার ভবিষ্যৎ ? সত্যিই কি জগদম্বাকে খুঁজে পাওয়া যাবে না? এইরকম অনেক প্রশ্নের মুখোমুখি হতে চলেছে দর্শক। সেইসব প্রশ্নের উত্তর নিয়েই রানি রাসমনির সেটে পৌঁছে গেছিল ইটিভি ভারত।

সেইসব প্রশ্নকে জিইয়ে রেখেই রানি ওরফে দিতিপ্রিয়া বলেন, "পর্তুগীজ জলদস্যুদের সঙ্গে রানীর লড়াই হয়ে গেছে। কিন্তু তার থেকেও বেশি রানির চিন্তা মথুর ও জগদম্বার সম্পর্ক নিয়ে। বাড়িতে জগদম্বা নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মথুর তাকে খুঁজতে গেছে। রাজচন্দ্র জগদম্বার এইভাবে বাড়ি ছাড়া নিয়ে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছে। এখন এই নতুন বিপদ থেকে রানি কী করে বের হতে পারবে সেটাই চমক।"

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.