ETV Bharat / sitara

শ্রীময়ী সেজে রুদ্রর ঘনিষ্ঠ হচ্ছে নিশি, আটকাতে পারবে শ্রীময়ী? - Nishir Daak

'নিশির ডাক' ধারাবাহিক এখন জমজমাট। এর আগের পর্বগুলোতে দর্শক দেখেছিলেন কাউকে কিছু না বলে শ্রীময়ী বাড়ির বাইরে চলে যায়। জানতে পেরে ছোটো তারাও মাকে খোঁজার জন্য বাড়ির বাইরে চলে যায়। স্বাভাবিকভাবেই বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। সেই পর্ব মিটতে না মিটতে নতুন সমস্যায় পড়ে শ্রীময়ী।

'নিশির ডাক'-এর সেটে
author img

By

Published : Feb 21, 2019, 3:23 PM IST

ধারাবাহিকে এবার একেবারে অন্যরূপে। কারণ নিশি এবার ধীরে ধীরে নিজের রূপে ফিরতে চলেছে। তার সেই লুক প্রথম প্রকাশ পেল ক্যামেরার সামনে। ভয়াবহ সেই লুকেই নিশি চরিত্রের অভিনেত্রী সৌরীতি কথা বললেন ধারাবাহিকের নতুন চমক নিয়ে।

তিনি বললেন, "আমিই শ্রীময়ীর রূপ ধারণ করে ঘনিষ্ঠ হচ্ছি রুদ্রর সঙ্গে। শ্রীময়ী ও রুদ্র- দু'জনকে আলাদা করছি।" অন্যদিকে শ্রীময়ী বদ্ধপরিকর তাঁর স্বামী রুদ্রকে কোনওমতেই হাতছাড়া করা যাবে না। কথা বললেন শ্রীময় রূপী টুম্পা ও রুদ্র রূপী সৌম্যও।

কী বললেন তাঁরা? জানতে দেখুন ভিডিয়ো।

'নিশির ডাক'-এর সেটে

ধারাবাহিকে এবার একেবারে অন্যরূপে। কারণ নিশি এবার ধীরে ধীরে নিজের রূপে ফিরতে চলেছে। তার সেই লুক প্রথম প্রকাশ পেল ক্যামেরার সামনে। ভয়াবহ সেই লুকেই নিশি চরিত্রের অভিনেত্রী সৌরীতি কথা বললেন ধারাবাহিকের নতুন চমক নিয়ে।

তিনি বললেন, "আমিই শ্রীময়ীর রূপ ধারণ করে ঘনিষ্ঠ হচ্ছি রুদ্রর সঙ্গে। শ্রীময়ী ও রুদ্র- দু'জনকে আলাদা করছি।" অন্যদিকে শ্রীময়ী বদ্ধপরিকর তাঁর স্বামী রুদ্রকে কোনওমতেই হাতছাড়া করা যাবে না। কথা বললেন শ্রীময় রূপী টুম্পা ও রুদ্র রূপী সৌম্যও।

কী বললেন তাঁরা? জানতে দেখুন ভিডিয়ো।

'নিশির ডাক'-এর সেটে
Intro:Body:

শ্রীময়ী সেজে রুদ্রর ঘনিষ্ঠ হচ্ছে নিশি, আটকাতে পারবে শ্রীময়ী?



'নিশির ডাক' ধারাবাহিক এখন জমজমাট। এর আগের পর্বগুলোতে দর্শক দেখেছিলেন কাউকে কিছু না বলে শ্রীময়ী বাড়ির বাইরে চলে যায়। জানতে পেরে ছোটো তারাও মাকে খোঁজার জন্য বাড়ির বাইরে চলে যায়। স্বাভাবিকভাবেই বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। সেই পর্ব মিটতে না মিটতে নতুন সমস্যায় পড়ে শ্রীময়ী।



ধারাবাহিকে এবার একেবারে অন্যরূপে। কারণ নিশি এবার ধীরে ধীরে নিজের রূপে ফিরতে চলেছে। তার সেই লুক প্রথম প্রকাশ পেল ক্যামেরার সামনে। ভয়াবহ সেই লুকেই নিশি চরিত্রের অভিনেত্রী সৌরীতি কথা বললেন ধারাবাহিকের নতুন চমক নিয়ে।



তিনি বললেন, "আমিই শ্রীময়ীর রূপ ধারণ করে ঘনিষ্ঠ হচ্ছি রুদ্রর সঙ্গে। শ্রীময়ী ও রুদ্র- দু'জনকে আলাদা করছি।" অন্যদিকে শ্রীময়ী বদ্ধপরিকর তাঁর স্বামী রুদ্রকে কোনওমতেই হাতছাড়া করা যাবে না। কথা বললেন শ্রীময় রূপী টুম্পা ও রুদ্র রূপী সৌম্যও।



কী বললেন তাঁরা? জানতে দেখুন ভিডিয়ো।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.