ধারাবাহিকে এবার একেবারে অন্যরূপে। কারণ নিশি এবার ধীরে ধীরে নিজের রূপে ফিরতে চলেছে। তার সেই লুক প্রথম প্রকাশ পেল ক্যামেরার সামনে। ভয়াবহ সেই লুকেই নিশি চরিত্রের অভিনেত্রী সৌরীতি কথা বললেন ধারাবাহিকের নতুন চমক নিয়ে।
তিনি বললেন, "আমিই শ্রীময়ীর রূপ ধারণ করে ঘনিষ্ঠ হচ্ছি রুদ্রর সঙ্গে। শ্রীময়ী ও রুদ্র- দু'জনকে আলাদা করছি।" অন্যদিকে শ্রীময়ী বদ্ধপরিকর তাঁর স্বামী রুদ্রকে কোনওমতেই হাতছাড়া করা যাবে না। কথা বললেন শ্রীময় রূপী টুম্পা ও রুদ্র রূপী সৌম্যও।
কী বললেন তাঁরা? জানতে দেখুন ভিডিয়ো।